কতোটা চাই তোকে - Golpo Bazar

কতোটা চাই তোকে পর্ব ১৯ || অবশেষে একসাথে

কতোটা চাই তোকে

কতোটা চাই তোকে পর্ব ১৯
Writer:-TanjiL Mim

পাক্কা দেড় ঘন্টা যাবৎ বক বক করে থামলাম আমি’!!এমন সময় হুট করে কাব্য আমার হাত ধরে টান মেরে তার কোলে বসিয়ে দিলে বললোঃ
——–“হয়ে গেছে তোর,এবার আমি বলবো তুই শুনবি……..
“কাব্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমিঃ
——–“এটা কিন্তু কথা ছিল না এখন তুমি আবার বকবে আমায় তা হবে না আর আমার কি দোষ, আমার কোনো দোষ নেই সব দোষ তোমার……
“কাব্য আমার কথা শুনে দমকের স্বরে বললোঃ
——–“থাম তুই, আমি একবারও বলেছি তোকে বকবো আমি’!!সবসময় বেশি বুঝিস কেন?

“কাব্যের দমক শুনে মুখে হাত দিয়ে চুপ আমি’!!আর আমার কাজ দেখে কাব্য মুচকি হাসলো’!!তারপর আমার গাল ধরে তার দিক ঘুরিয়ে বললোঃ
——–“তুই কেন বুঝিস না “পাগলী” আমি যে শুধু তোকেই ভালোবাসি’!!কতোটা চাই তোকে💖
কবে বুঝবি তুই’!!আজকে আমায় কথা দে আর কখনো উল্টো পাল্টা কোনো কিছু দেখলে ভুল বুঝবি না’!!কোনো কিছু হলে সরাসরি আমায় বলবি তারপর যা হবে তাই’!!তুই বুঝতে চাস না কেন তোকে আমি যে নিজের থেকেও খুব বেশি ভালোবাসি’!!এতটুকু বলে কাব্য শক্ত করে জড়িয়ে ধরলো আমায়’!!তারপর আবারো বললোঃ
———“কখনো ছেড়ে যাস না আমায় তোকে ছাড়া যে বাঁচতে পারবো না আমি’!!তোকে যে খুব খুব ভালোবাসি আমি!!

আরও গল্প পড়তে আমাদের গুপ এ জয়েন হউন

“এতক্ষণ কাব্যের সব কথায়ই খুব মন দিয়ে শুনেছি আমি’!!খুব ভালো লেগেছে আমার’!!আর আমিও মনে মনে ভাবলাম’!!আর কখনো ভুল বুঝবো না’!!কখনো কিছু হলে সরাসরি জিজ্ঞেস করবো’!!আর এখন থেকে শুধু কাব্যকে ভালোবাসবো,ভালোবাসবো,ভালোবাসবো!!এই ভেবে আমিও মুচকি হেঁসে কাব্যকে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম’!!
.
“মাইশা কাব্যকে জড়িয়ে ধরায় খুব খুশি কাব্য’!!ভালো লাগছে খুব অনেক দিনের পূর্ণ বাসনা আজকে পূরন হয়েছে কাব্যের’!!কতোদিনের ইচ্ছে তার মাইশা নিজেও তাকে খুব ভালোবাসবে’!!আজকে তার সেই ইচ্ছে পূরণ হলো’!!আজকে কাব্য খুব খুশি’!!খুব গভীর ভাবে জড়িয়ে ধরে আছে কাব্য, মাইশা একে অপরকে’!!আর এভাবে পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা🤗

“রাত_১১ঃ০০টা……..
“বিছানায় ঘুমিয়ে আছি’!!কাব্য কোথাও একটা গেছে’!!আর যাওয়ার আগে বলেছেঃ
———“আমি যেন ঘুমিয়ে না পরি’!!অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুম আটকাতে পারছি না’!!ঘুম কি আর আমার ইচ্ছে মতো চলে নাকি সে তো তার মতোই চলছে তাই আমি ঘুমাচ্ছি…….
“সারাদিন খুবই সুন্দর গেছে’!!সবাই অবশ্য জিজ্ঞেস করে ছিল আমাদের মধ্যে কি হয়েছে সবাইকে ভুলভাল কিছু বলে দিছি শুধু তানিশাকে সব বলেছে আর যাই হোক She is my best friend……
“সব শুনে ও খুশি…….
.
“কিছুক্ষনের মধ্যেই……
– দরজা খুলে ভিতরের ঢুকলো কাব্য’!!হাতে তার একটা ব্যাগ’!!কাব্য ভিতরে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে হেঁসে বললোঃ
——-“দেখছো পাগলীটাকে এত করে বলেছিলাম ঘুমিয়ে যাস না তারপরও ঘুমিয়ে পরলো’!!কাব্য তার হাতে থাকা ব্যাগটাকে টেবিলের উপর রেখে আস্তে করে হেঁটে মাইশার পাশে গিয়ে বসলো’!!তারপর মাইশার দিকে তাকিয়ে মুচকি হাসলো’!!কতোটা না সুন্দর লাগছে কাব্যের কাছে মাইশাকে……..
“কাব্য মাইশার দিকে ঝুঁকে’!!তার কানে কানে বললোঃ
———“মাইশা উঠ…….প্রথম ডাকে মাইশা হালকা নড়লো,যা দেখে কাব্য হাসলো,তারপর আবারো ডাকলো………

“ঘুমের মধ্যে কারো মুখে নিজের নাম শুনে কিছুটা নড়েচড়ে উঠলাম আমি’!!হুট করেই চোখ খুললাম আমি’!!হর্ঠাৎ করে সামনে কাব্যকে এতটা কাছে দেখে কিছু ঘাবড়ে গেলাম আমি’!!তারপর বলে উঠলামঃ
———-“চলে এসেছো তুমি…….
———–“হুম চলে এসেছি,তোকে না বারন করেছিলাম ঘুমাতে তাহলে ঘুমিয়েছিস কেন??
———-“আসলে কি বলো তো বহুত চেষ্টা করে ছিলাম আমি না ঘুমানোর’!!কিন্তু তুমি তো আসছিলে না আর ঘুম এসে আমার দরজায় কলিং বেল বাজাচ্ছিল প্রথম এক ঘন্টা খুলি নি কিন্তু পরে যখন দেখলাম তুমি সেই এক ঘন্টায় আসছো না তাই বাধ্য হয়ে দরজা খুলে দিলাম তাই আর কি………
“কাব্য আমার কথা শুনে হেঁসে বললোঃ
———“তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কি সব বাজে বকছিস…….আচ্ছা ওসব বাদ দে এখন ওঠ কোথাও যাবো…….
“কাব্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমিঃ
———“এতো রাতে কোথায় যাবো আমরা…….
———“সেটা গেলেই দেখতে পাবি……
———“আমাদের কি যেতেই হবে না গেলে চলবে আসলে কি বলোতো প্রচুর ঘুম পাচ্ছে…….
———“একবার সেখানে গেলে তোর আর ঘুম আসবে না’!!এই বলে এক প্রকার টেনে ঘুম থেকে উঠালো আমায় কাব্য…….
“এদিকে আমি ঘুমে চোখে দেখি না……..
“কাব্য আমার অবস্থা দেখে আমায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল’!!চোখে মুখে পানি দিয়ে বের করলো তারপরও ঘুম গেল না’!!কাব্য আবার আমায় কোলে তুলে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করালো তারপর হালকা রেগে বললোঃ
———“তুই কি ঘুম থেকে উঠবি নাকি আমি একাই চলে যাবো…….
“এই রে জামাই আমার রেগে গেছে’!!কিন্তু আমার কি দোষ ঘুম না ভাঙলে’!!আমি জোর পূর্বক নিজের চোখ খুলে বললামঃ
———-“আরে রেগে যাচ্ছো কেন??বল কি করতে হবে আমি সব করছি…….

“কাব্য হালকা রেগে বললোঃ
———“ওই ব্যাগটার মধ্যে তোর জন্য কিছু গিফট আছে পড়ে ফেল’!!
“কাব্যের কথা শুনে অটোমেটিক ঘুম গায়েব আর যাই হোক আমার জন্য গিফট আনছে’ দেখতে হবে না’!!আমি হুট করে বললামঃ
———“কোথায় গিফট…….
———“ওই ব্যাগে…..(হাতের ইশারায় বুঝিয়ে)
“কাব্যের কথা শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি ব্যাগটাকে কাছে নিয়ে এসে ব্যাগ থেকে বের করলাম একটা নীল শাড়ি, নীল কাঁচের চুরি, কাজল,আইলাইনারসহ আরো কিছু জিনিস তার সাথে কিছু লাল গোলাপ’!!এসব দেখে খুশি হলাম আমি’!!হুট করে কাব্যকে জড়িয়ে ধরে গাল চুমু দিয়ে বললামঃ
——–“থ্যাংকু জামাই……

“হর্ঠাৎ করে মাইশার এমন কাজে কাব্য অবাক হয়ে হাসলো’!!মুহূর্তের মধ্যে রাগ চলে গেল তার’!!তারপর হালকা হেঁসে ফেললো সেঃ
——–“এগুলো পড়ে তৈরি হ…….
———“এত রাতে এগুলো পড়ে যাবো কোথায় আমরা…….
———“আবারো প্রশ্ন করে তোকে প্রশ্ন করতে বারন করেছি না আমি…….চুপচাপ ওগুলো পড়ে তৈরি হয়ে চুপি চুপি নিচে চলে আয় কেউ যেন টের না পায়……..
———“আশ্চর্য’!!নিজের বাড়িতে চোরের মতো যাবো কেন??
“কাব্য কিছুটা বিরক্ত হয়ে আমার গাল শক্ত করে চেপে ধরে বললোঃ
———“আমি কিন্তু রেগে যাচ্ছি মাইশা এত প্রশ্ন কেন তোর,, আর একটা উল্টো পাল্টা কথা বললে কিন্তু…..
———–“কিন্তু কি??হুট করে কোথা থেকে এতো সাহস আসলো আমার আমি কাব্যের গলা জড়িয়ে ধরে আবারো বললামঃ
———“আমি জানি জামাই তুমি এখন কিছু করতে পারবে না’!!আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে ওয়েট করো আমি আসছি’!!
“কাব্য রীতিমতো শকট আমার কাজে’!!কাব্য আর কিছু না বলে হেঁসে বাহিরে বেরিয়ে গেল…….

“আর আমি কাব্য বাহিরে যেতেই দরজা বন্ধ করে তৈরি হতে লাগলাম’!কাব্যের দেওয়া প্রথম ভালোবাসার উপহার আমার’!!নীল শাড়ি পড়ে ফেললাম,,তার চুল গুলো খোঁপা করে দিলাম,,কিন্তু না খোঁপায় ভালো লাগছে না তাই চুল গুলো খুলে দিলাম’!!চোখে কাজল, আইলাইনার,হাতে মুঠো ভর্তি চুরি,হালকা মেকাপ ঠোঁটে লিপস্টিক ব্যস তৈরি আমি’!!আয়নার নিজেকে দেখে নিজেই এক দফা ক্রাশ খেলাম’!!তারপর বলে উঠলামঃ
——–“উফ মাইশা তোকে কি সুন্দর লাগছে,,আমি তো প্রেমে পড়ে যাচ্ছি’!!(হি হি)
“এর ভিতর মোবাইলে টুং করে উঠল’!!বুঝতে পেরেছি কাব্য মেসেজ দিয়েছে’!!আমিও আর দেরি না করে ফোনটা হাতে নিয়ে চুপি চুপি রুম থেকে বেরিয়ে গেলাম’!!পুরো বাড়ি মনে হচ্ছে ফাঁকা সবাই গভীর ঘুমে আসক্ত’!!আমিও আর কিছু না ভেবে চুপি চুপি চললাম বাহিরে…..

“গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাব্য’!!পড়নে তার ব্লাক শার্ট, ব্লাক জিন্স,হাতে কালো ঘড়ি,চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো’!!এক হাতে মোবাইল নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে’!!কারন মাইশাকে মেসেজ দিয়েছে কতোক্ষন হয়েছে কিন্তু এখনো আসার নাম নেই তার আর মেসেজের রিপ্লেও দিচ্ছে না’!!কাব্য একরাশ বিরক্ত নিয়ে বললোঃ
———“এতক্ষণ করছে কি…….
“এ বলে সামনে তাকাতেই অবাক কাব্য’!!রাতের বেলাও অসম্ভব রকম সুন্দর লাগছে মাইশাকে খোলা চুলগুলো উরছে বাতাসে!!যা আরো গভীর ভাবে আকৃষ্ট করছে কাব্যকে’!!কাব্য কিছুক্ষন তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেললো’!!

কতোটা চাই তোকে পর্ব ১৮

“এক প্রকার দৌড়ে এসে সামনে দাঁড়ালাম আমি’ কাব্যের’!!তারপর খুশি মনে বললামঃ
———“আমাকে কেমন লাগছে…….
“কাব্য কিছু আমার দিকে তাকিয়ে থেকে বললোঃ
———“খারাপ না……
“কাব্যের কথা শুনে রাগ লাগলো আমার’!!এতক্ষণ বসে সেজেগুজে আসলাম’!!কোথায় সুন্দর কমেন্ট করবে তা না’!!কি বললো “খারাপ না”!!আমি বলে উঠলামঃ
———“এটা একটা কথা হলো “জামাই”!!এতক্ষণ সেজেগুজে আসলাম কোথায় তুমি বলবে!!মাইশা তোকে খুব সুন্দর লাগছে আরো কতো কিছু তা না কি বললে তুমি যাও আমি যাবো না তোমার সাথে(গাল ফুলিয়ে)
“কাব্য আমার কান্ড দেখে হাসলো’!!তারপর বললোঃ
———“বউ আমার রাগ করেছে বুঝি…..
———“তুমি খুব পঁচা কখনো আমার প্রশংসা করো না’!!
———“একটা কথা বলি তোকে সুন্দর লাগছে এটা বলার কি আছে তুই বুঝে নিতে পারিস না’!!
———“না পারি না……
———“আচ্ছা সরি,, তোকে খুব সুন্দর লাগছে একদম পরীর মতো লাগছে এখন ঠিক আছে…..
আমরা তাহলে এখন যাই “মহারানী”!!

“কাব্যের কথা শুনে হাসলাম আমি’!!তারপর বললামঃ
——–“ঠিক আছে,চলো!!
“তারপর আর কোনো কথা বারিয়ে উঠে বসলাম আমি গাড়িতে’!!তারপর কাব্যও গাড়িতে বসে পরলো গাড়িতে তারপর গাড়ি চালাতে শুরু করলো তার আপন গতিতে………..

কতোটা চাই তোকে পর্ব ২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.