দ্বিতীয় বাসর পর্ব ৬ || valobashar golpo || Golpo Bazar

দ্বিতীয় বাসর

দ্বিতীয় বাসর পর্ব ৬
writer – Arfin Sumon

পরে সে নামাজ পড়তে গেলো মায়ের রুমে
আর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম
নামাজ পড়তে কেন জানিনা আজ
আমাকেও নামাজে এত করে প্রভাবিত
করতেছে। আমি নামাজ পড়ে চলে আসলাম
এসে তারপর সবাই খেয়ে নিলাম। আমি এখন
একটা জিনিস ভালো করে লক্ষ্য করে
দেখলাম যে স্বপ্নীলা আসার পর থেকে
আমার ঘরের সবার মধ্যে অনেক পরিবর্তন
আসতে লাগল। কারন এখন শুধু আমার মা না
আমার বাবা-বোন সবাই নামাজ পড়তে শুরু
করেছে। আর শুধু তাইনা এখন আমার ছোট
বোন ও পর্দা করতে শুরু করেছে। আর আমার
ঘরে এখন আসলেই আগে থেকে অনেক
শান্তি লাগে।

আসলে একটি কথা কি সৎ সংগে সর্গবাস অসৎ সংগে
সর্বনাশ তার প্রতিফলন হলো আমার পরিবার। আমি
তাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। পরে
খাবার শেষে যখন রাতে ঘরে গেলাম আমি
আগে থেকেই তার জন্য বসে আছি সে আসল
আসার পর আমি তাকে বললাম..
আমিঃ- আচ্ছা আমাকে তোমার মনের মতো হতে
হলে কি করতে হবে?
একাঃ- আপনাকে বেশী কিছু করতে হবেনা।
আপনি শুধু দ্বীনের পথে চলবেন আর দ্বীনী
জীবন যাপন করবেন কারন আমি শুধু
আপনাকে আমার স্বামী হিসেবে
কয়েকদিনের দুনিয়ায় চাইনা আমি চাই
আমার স্বামী আমার সাথে পরকালে
জান্নাতেও যেন আমার স্বামী হিসেবে
থাকে। আমি আপনাকে ছেড়ে একা
থাকতে পারব না।

আরও গল্প পড়তে আমাদের ফেসবুক গুপে জয়েন হউন

– আমি তার কথা শুনে কি বলব বা কি করব
তা ভেবে পাচ্ছি না আমার কথা বলার
সকল ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি
তাকে কি বলব তা আমি নিজেও জানি না
শুধু এইটাই ভাবতেছি যে এমন একটা
বউ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমি
হয়ত কোন কালে কোন ভালো কাজ
করেছিলাম যার জন্য আল্লাহ পাক
আমাকে এমন এক দ্বীনদার স্ত্রী দিল।
আমি শুধু তার দিকে অবাক দৃষ্টিতে
তাকিয়ে আছি আর তার কথা শুনতেছি।

একাঃ- জানেন আপনি আমার স্বামী আমার উপর
আপনার অধিকার আছে কিন্তু আমি যা
করছি তাতে আপনার হয়ত রাগ হতে পারে
কিন্তু আমার কিছু করার নেই আপনাকে
আমার দ্বীনের পথে আনতে হবে। আপনি
হয়ত ভাবতে পারেন মেয়েটি খারাপ। আমি
অপারগ আপনি দ্বীনের পথে না আসলে
আপনাকে স্বামীর মর্যাদা দিতে পারব
না।

.

– আমি আবারো তার কথার ক্রাশিত হলাম
কারন কারও চিন্তা ভাবনার মধ্যে এতো
পবিত্রতা থাকতে পারে তা আমি আগে
জানতাম না। এখন আমার মনে হয় মায়ের
পায়ে জড়িয়ে ধরে বলতে যে মা তোমরা
এই বিয়ে দিয়ে ভুল করনি। বরং আমাকে
আমার জীবনের সবচেয়ে বড় উপহার দান
করলা। আমি তাকে বললাম আমাকে
দ্বিনের পথে আসতে কি করতে হবে। আর
আল্লাহ কি আমার মতো পাপীকে ক্ষমা
করবেন।

পরে সে আমাকে বলল..
একাঃ- শুনেন আমরা
মানব জাতি হলাম আল্লাহ এর প্রিয়
জাতি আমরা যদি কোন ভুল করি তবে
আল্লাহ আমাদের সকল গোনাহ মাফ
করবেন। কারন তিনি বলেছেন আমার
বান্দা তোমরা যেমন ভুল করে গোনাহ
করতে ভালোবাস ঠিক তেমনি আবার যখন
সেই গোনাহ এর উপর অনুতপ্ত হও আমি
তোমাকে ক্ষমা করতে ভালোবাসি। আপনি
একটা কাজ করতে পারেন ওই মাদ্রাসার
বড় হুজুরের সাথে কথা বলে দেখতে পারেন
তিনি কি বলে তার কথা মতো কাজ করেন।
তা হলেই হবে।

– পরে আমি আর কথা বাড়ালাম না সুফাতে
গিয়ে ঘুমিয়ে পড়লাম পরে আজ আর আমার
চোখে ঘুম আসেনি ফজরের আগে বাসা
থেকে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়লাম।
ওইখানে গিয়ে দেখি ছোট বড় সবাই ঘুম
থেকে উঠে পড়েছে এবং নামাজের জন্য
প্রস্তুতি নিচ্ছে। আমিও গিয়ে ওজু করে
নামাজের জন্য অগ্রসর হলাম। আমার মনে
আজ অন্যরকম এক তৃপ্তি অনুভব করতে
লাগলাম। এতো সকালেও সেখানে কোরআন
তেলাওয়াত এর আওয়াজ শুনতে পাই।
আল্লাহ কি মধুর বাণী তোমার।

দ্বিতীয় বাসর পর্ব ৫

পরে নামাজ পড়লাম নামাজে ফজরের নামাজ
বলে কেরাত একটু বেশী করল কি বলব
আপনাদের আমি যতক্ষণ নামাজে থাকি
মনে হয় যেন আমার জীবনের শ্রেষ্ঠ সময়
এইটা। পরে নামাজ শেষ করলাম নামাজ
শেষ করার পর আমি ওই মাদ্রাসার
মুহ্তামিম সাহেব হুজুরের কাছে গেলাম
গিয়ে আমি আমার সমস্যার কথা বললাম যে
আমি কিভাবে দ্বীনের পথে আসতে পারি
আমি কিভাবে আমার গুনাহ্ হতে পরিত্রান
পেতে পারি।

হুজুরঃ- বাবা আল্লাহ অতি দয়ালু তুমি যে
তোমার ভুল বুঝতে পারছ এটাই অনেক
আল্লাহ তার বান্দাকে মাফ করবেন
অবশ্যয়। তিনি অতি দয়াবান। তুমি একটি
কাজ কর আগামী সপ্তাহে আমাদের
মসজিদ থেকে ১চিল্লায় যাবে যদি তুমি
যেতে চাও তবে যেতে পার।
আমিঃ- ইনশাআল্লাহ হুজুর আমি যাব।
হুজুরঃ- আলহামদুলিল্লাহ।

পরে আমি হুজুরকে সালাম দিয়ে চলে
আসলাম ব্যাবসা নিয়ে চিন্তা নাই কারন
ব্যাবসা বাবা নিজেই সামলে নিতে পারবেন।
পরে আম্মুকে গিয়ে বললাম যে আমি
১চিল্লায় যেতে চাই। তা শুনে আম্মু অনেক
খুশি হলো। তারা আমাকে অনুমতি দিল।

দ্বিতীয় বাসর শেষ পর্ব 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.