সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ১
Nirob Ahmed Kowcer
_ আহা স্যার কি ঘুম দিচ্ছে নিশ্চিন্তে বেলা ১২ টা বাজে আর স্যার এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে ওই হারামজাদা উঠ। { নিরবের আম্মু }
নিরবের কোনো সারা শব্দ নেই ঘুমের দেশে ডান্স করছে হয়তো লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স 😁 ।
তখন নিরবের আম্মু আবার বললো।
_ সারা বছর পড়াশোনার খোজ নেই বই খাতা কলমের খোজ নাই পরিক্ষা আসলে আহা কি ভালো ছাত্র একেবারে দুধের ভাত সারা রাত বসে পড়ে একেবারে উল্টে পাল্টে ফেলে সব আর দিন ভরে ঘুমায় ওই হারামজাদা ওঠ বলছি { নিরবের আম্মু }
পর্ব গল্প পড়তে এখানে ক্লিক করুন
ওহ আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে কি হয়েছে কেন বলছে এইগুলা তাই না।
দাড়ান একটু পর বলছি তার আগে বলে নেই এটা আর কেউ না এই গল্পের নায়ক নিরব এর আম্মু নিরব কে ঘুম থেকে তুলতে আসছে সকাল বললে ভুল হবে এখন দুপুর হতে চললো ।
আর নিরবের আম্মু প্রসংশা কি করলো তা তো শুনতে পেলেন বাকি প্রসংশা নাহয় আপনারা শুনেন।
আসলে নিরব এর আগামীকাল পরিক্ষা তাই গতকাল রাতে অনেকটা রাত জেগে পড়াশোনা করছে।
সারা বছর বললেও ভুলে পড়তে বসে না
টুটু কোম্পানির ম্যানেজার গিরি করে।
ঘুরাঘুরি করে।
কিন্তু পরিক্ষা আসলে একবারে নিরীহ শিশু
আগামীকাল থেকে নিরব এর ইন্টারে উঠার ফাইনাল পরিক্ষা।
তখন নিরবের আম্মু আবার ধাক্কা দিয়ে বললো।
_ ও-ই হারামজাদা উঠ আর কত ঘুমিয়ে থাকবি এখন উঠ অনেকটা বেলা হয়েছে । { নিরবের আম্মু }
তখন নিরব ঘুম ঘুম চোখে বললো।
_ আম্মু আর একটু ঘুমাই যা-ও তো আম্মু অনেক রাত জেগে পড়াশোনা করছি { নিরব }
_ দেখছি তো কি পড়াটাই না পড়ছিস টানা ৩০ মিনিট পড়ে টেবিলের সাথে ঘুমের যুদ্ধ করতে শুরু করছিলি মনে হয় সারা রাত জেগে পড়ছিস এখন উঠে কিছু খেয়ে আয়। আর তুই কি যানিস না আজ তমার বিয়েতে যেতে হবে। { নিরবের আম্মু }
_ সেটা তো দুপুরে যাবে এখন না { নিরব }
_ এখন কয়টা বাজে যানিস ১১:৩৮ উঠে আয় আর ঘুমাতে হবে না { নিরবের আম্মু }
_ যা-ও তো আম্মু ভাল্লাগে না আর একটু শান্তিতে ঘুমাতে দাও { নিরব }
_ উঠ বলছি নয়তো পানি ঢেলে দিবো কিন্তু। { নিরবের আম্মু }
_ শান্তি নেই তোমার জন্য ঘুমিয়ে { নিরব }
_ শান্তি চলে গেছে অ-শান্তি আসছে একটা বিয়ে কর তাহলে শান্তি আসবে ডাকা ডাকি করবো না কতদিন বললাম শুনিস না { নিরবের আম্মু }
_ হয়েছে হয়েছে যাও আব্বু কে গিয়ে বিয়ে করাও আমি করবো না আমি উঠে ফ্রেশ হয়ে আসছি যাও { নিরব }
_ শয়তান পোলা আর একবার তর বাপের কথা বললে মাইর একটাও মাটিতে পড়বে না { নিরবের আম্মু }
_ তাহলে এখন যাও তো আমায় বিয়ের জন্য বলবে না এখনো লুঙ্গি পড়তে পারি না প্যান্ড পড়ে ঘুমাই আর বউ যাও তো সকাল সকাল আজাইরা কথা না বলে { নিরব }
_ আচ্ছা ঠিক আছে যলদি ফ্রেশ হয়ে আয়। { নিরবের আম্মু }
_ ঠিক আছে { নিরব }
তখন নিরবের আম্মু চলে গেলো আর নিরব তখন উঠে পড়লো উঠে ঘরির দিকে তাকিয়ে দেখে ১১: ৪৮ বাজে তখন নিরব বলতে লাগলো।
_ বাহহ ভালোই তো ঘুম দিছি নাহ এখন আর কিছু খাবো না একেবারে বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে খাবো আহা বিরিয়ানি চিকেন 😋 যাই ফ্রেস হয়ে আসি { নিরব }
তখন নিরব উঠে ফ্রেশ হতে চলে গেলো চলুন এই ফাকে পরিচয় দিয়ে ফেলি তার।
নিরব হচ্ছে তার বাবা মায়ের এক মাত্র ছেলে থুক্কু আর একটা বোন আছে ষষ্ঠ শ্রেণিতে পড়ে নিরব এই বার ইন্টারে উঠার ফাইনাল পরিক্ষা দিবে আগামীকাল থেকে পরিক্ষা তার আব্বু একটা সরকারি অফিসে চাকরি করে ম্যানেজার হিসেবে ভালো বেতন পান নিরবের আম্মু বাসায় থাকে দুজন কে দেখাশোনা করে আর রান্না বান্না ইত্যাদি কাজ করে ঘরের।
নিরব ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো তখনি তার বোন নুপুর রুমে আসলো আর বললো।
_ভাইয়া তুমি খাবার খাবে। { নুপুর }
_ নারে একেবারে দুপুরে বিয়েতে বসে খাবো আম্মু কে বলে দিস { নিরব }
_ বাহহ ভালোই প্লান করছো { নুপুর }
_ হুম কেন সমস্যা { নিরব }
_ নাহ সমস্যা নেই আর তারাতাড়ি রেডি হও আব্বু গাড়ি নিয়ে আসছে এখনি আমরা বের হবো নয়তো লেট হবে আমি যাচ্ছি আম্মুর কাছে { নুপুর }
_ ঠিক আছে রেডি হচ্ছি তুই যা { নিরব }
তারপর নুপুর চলে গেলো আর নিরব রেডি হতে লাগলো।
ওহ আপনাদের তো বলাই হয় নি তমার পরিচয় কে সে কি হয় নিরবদের তাহলে বলছি।
তমা হচ্ছে প্রতিবেশী নিরবদের গ্রামের খুব ভালো সম্পর্ক তাদের সাথে রক্তের কেউ না হলেও রক্তের মতোই তমা ভার্সিটিতে লেখাপড়া করতো এখন লেখাপড়া ছেড়ে দিছে তাই বিয়ে দিচ্ছে ।
আগে নিরব এর আব্বু আম্মু গ্রামে থাকতো দুই বছর হলো ঢাকা আসছে কারণ নিরবের আব্বু সরকারি একটা অফিসে চাকরি করে ম্যানেজার হিসেবে সেখান থেকে থাকার জন্য একটা ফ্ল্যাট বাসা দিয়েছে তাই সবাই চলে আসছে ।
এখন গল্পে ফেরা যাক।
নিরব রেডি হয়ে বসে বসে ফোনে গেইম খেলতে লাগলো কিছুখন পর নুপুর আসলো তখন নিরব ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো।
_ কিরে আম্মু রেডি হয়েছে আব্বু আসছে { নিরব }
_ আম্মু রেডি হচ্ছে আর আব্বু কে আমি ফোন করেছি বললো পাঁচ মিনিট লাগবে { নুপুর }
_ আচ্ছা আসলে বলিস { নিরব }
এইবলে নুপুর চলে গেলো তার আম্মুর রুমে গিয়ে জিজ্ঞেস করলো।
_ আম্মু হয়েছে তোমার { নুপুর }
_ হুম হয়েছে তরা বাসার গেইট এর সামনে গিয়ে দাঁড়া আমি রুম গুলো লক করে তালা দিয়ে আসছি { নিরবের আম্মু }
_ ঠিক আছে আম্মু { নুপুর }
এইবলে নুপুর রুম থেকে বের হয়ে নিরবের রুমে যেতে লাগলো তখনি ফোন বেজে উঠলো নিরবের আম্মুর।
নুপুর এর কাছে ছিলো ফোনটা তখন দেখতে পেলো তার আব্বু ফোন দিয়েছে তখন নুপুর ফোন রিসিভ করে বললো।
_ হুম আব্বু বলো আসছো তুমি { নুপুর }
_ হুম আসছি সবাই রেডি হয়েছে { নিরবের আব্বু }
_ সবাই রেডি আছে আব্বু { নুপুর }
_ তাহলে তারাতাড়ি সবাই কে নিয়ে বাসার সামনে চলে আয় অনেক লেট হয়ে গেছে সবাই ফোন করছে চিল্লাচিল্লি করছে { নিরবের আম্মু }
_ ঠিক আছে আব্বু আসছি এখনি { নুপুর }
_ আচ্ছা আয় আমি গাড়িতে আছি { নিরবের আব্বু }
এইবলে ফোন কেটে দিলো নিরবের আব্বু তখন নুপুর দৌড়ে নিরবের রুমে গেলো আর গিয়ে বললো।
_ ভাইয়া যলদি চলো আব্বু এসে গেছে { নুপুর }
_ এসে গেছে তাহলে { নিরব }
_ হুম বাসার বাহিরে দাড়িয়ে আছে চলো {, নুপুর }
_ ঠিক আছে। { নিরব }
তারপর নিরব ফোন পকেটে রেখে রুম থেকে বের হলো তখন নিরব বললো।
_ আম্মু কই নিয়ে আয় { নিরব }
_ তুমি যাও আমি নিয়ে আসছি { নুপুর }
নিরব আর কিছু না বলে বেড়িয়ে পড়লো বাসা থেকে গেইট এর কাছে এসে দেখে তার আব্বু গাড়ি নিয়ে বসে আছে তখন নিরব কে দেখে জিজ্ঞেস করলো।
_ তর আম্মু কই নুপুর কই { নিরবের আব্বু }
_ ঘর লক করে আসছে তালা দিয়ে আসছে { নিরব }
_ ঠিক আছে গাড়িতে বসে পড় { নিরবের আব্বু }
তারপর নিরব গাড়িতে বসে পড়লো গিয়ে কিছু খন পর তার আম্মু বোন এসে গাড়িতে উঠলো আর বললো।
_ কয়টা বাজে গো নিরবের আব্বু { নিরবের আম্মু }
_ এখন তো ১২: ২৯। { নিরবের আব্বু }
_ কতখন লাগবে যেতে { নিরবের আম্মু }
_ এই মনে করো ২ ঘন্টা লাগবে { নিরবের আব্বু }
_, তাহলে তো অনেক লেট হয়ে যাবে তোমাকে বলেছিলাম গতকাল চলে যাই আমরা নাহ এক সাথে যাবে { নিরবের আম্মু }
_ আম্মু থাক বাঁধ দাও এইগুলা কথা এখন চলো { নুপুর }
{ এই গল্পটা রোমান্টিক একটু বেশি হতে পারে তাই বলে দিলাম আগেই কিন্তু তাই বলে আমার গল্পে খারাপ কিছু পাবেন না নিশ্চিত থাকেন যারা রোমান্টিক গল্প খুব কম পড়েন কিনবা পড়েন না তারা যেনে রাখবেন এই গল্পটা একটু রোমান্টিক বেশি যারা রোমান্টিক গল্প পড়েন তাদের জন্য এই গল্পটা রোমাঞ্চকর রোমান্টিক ভাবে সাজানো হয়েছে সবাই পড়তে পারবেন আসা করি সবাই সাপট দিবেন }
দৃতীয় পর্ব থেকে আসল কাহিনি শুরু হবে মানে খেলা হবে 😜
বানান গুলো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।