সিনিয়র হেব্বি রোমান্টিক বউ - golpo bazar

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ২

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ২
Nirob Ahmed Kowcer

_ আম্মু থাক বাঁধ দাও এইগুলা কথা এখন চলো { নুপুর }
_ ঠিক আছে যাও এখন তারাতাড়ি { নিরবের আম্মু }
তারপর গাড়ি যেতে লাগলো তমার বাসা হচ্ছে রূপগঞ্জ উপজেলায় আর নিরবের আম্মু আব্বু থাকে এখন ঢাকায় আগে তারা সেইখানে ছিলো

রাস্তায় জেম কম থাকায় দেড় ঘন্টায় পৌঁছে গেলো গ্রামে সবাই ।

পর্ব গল্প পড়তে এখানে ক্লিক করুন 

তখন সেখানে গিয়ে দেখলো ২: ১০ বাজে। তমার বাসা থেকে কিছুটা দূরে গাড়ি রাখলো তারপর ড্রাইভার সহ তমার বাসার দিকে যেতে লাগলো তখন নিরব বললো।
_ আব্বু গ্রামে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দেখা যাচ্ছে { নিরব }
_ হুম ভাইয়া ঠিক বলছো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে { নুপুর }

_ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে উন্নয়ন করা হচ্ছে আসতে আসতে তাই পরিবর্তন হচ্ছে { নিরবের আব্বু }
তখন কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পেলো বিয়ের গেইট দেখা যাচ্ছে তখন নিরব বললো।
_ বাহহ খুব সুন্দর বিয়ের গেইটটা হয়েছে তো লাইটিং দেখা যাচ্ছে অনেক গতকাল আসলে ভালো হতো আম্মু { নিরব }
_ তর আব্বু কে বল আমায় না বলে { নিরবের আম্মু }
_ আব্বু আমার বিয়ের সময় কিন্তু এর চেয়ে ভালো গেইট করো। { নিরব }
_ বললাম কি বলতে আর বললো কি { নিরবের আম্মু }
_ তোমার বিয়ের সময় দড়ি দিয়ে কোনো মতে বেধে করবে { ঝুমুর }

এটা বলে ঝুমুর হাসতে লাগলো তখন নিরব রাগী গলায় বললো।
_ তরে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিবো কিন্তু পেত্নী { নিরব }
তখন নিরবের আব্বু বলে উঠলো।
_ এই তরা থাম তো চুপ করে চল { নিরবের আব্বু }
_ আচ্ছা চলো { নিরব }
এইবলে হাটতে লাগলো।
তমা-রা মধ্যবিও ইটের বিল্ডিং ঘর কিন্তু উপরে টিনের
তারপর সবাই মিলে তমার বাসায় প্রবেশ করলো তখন তমার আব্বু নিরবের আব্বু কে দেখে বললো।

_ আরে ভাইজান কেমন আছেন সবাই।
_ হুম ভালোই আছি সবাই আপনেরা কেমন আছেন { নিরবের আব্বু }
_ ভালোই যাক আসছেন তাহলে অবশেষে এতো লেট হলো কেন { তমার আব্বু }
_ আসলে অফিসে কাজের চাপ ছিলো আমার আর নিরবের আগামীকাল থেকে ফাইনাল পরিক্ষা তাই আসতে লেট হলো { নিরবের আব্বু }
তারপর সবার সাথে কথা বলে তমার আব্বু বললো।

_ সবাই ভিতরে যান তমার আম্মু রুমে আমি একটু বাবুর্চির রান্না দেখে আসি সবাই তো এসে গেছে { তমার আব্বু }
_ ঠিক আছে ভাইজান { নিরবের আব্বু }
তারপর তমার আব্বু চলে গেলো তখন নিরব বললো।
_ আব্বু তোমরা ভিতরে যাও আমি আর রাসেল ভাই { মানে ড্রাইভার } একটু ঘুরে দেখি বাড়ি { নিরব }
_ ঠিক আছে বেশি দূরে যাস না কিন্তু { নিরবের আব্বু }
_ ঠিক আছে { নিরব }

তারপর নিরব আর ড্রাইভার সহ চলে গেলো তখন নিরবের আব্বু আম্মু আর নুপুর ভিতরে গেলো ভিতরে গিয়ে দেখলো তমার আম্মু তমার কাছে বসে আছে তখন নিরবের আম্মু গিয়ে বললো।
_ কি ব্যাপার মা মেয়ে কি করে এইখানে { নিরবের আম্মু }
তখন তমার আম্মু বললো।
_ কি আর করবো মেয়েটাকে শেষমেশ ভালো করে দেখে নিচ্ছি আগামীকাল থেকে তো আর সারাক্ষণ দেখতে পারবো না { তমার আম্মু }

_ একবারে তো চলে যাচ্ছে না মাঝে মধ্যে আসবে { নিরবের আম্মু }
_ তখন তো সব সময় কাছে থাকবে না বাড়িটা ফাকা হয়ে যাবে { তমার আম্মু }
_ এইগুলা কথা বললে তো মেয়েটার আরো কষ্ট হবে বাঁধ দিন এইগুলা কথা কেমন আছেন { নিরবের আম্মু }
_ এইতো আছি তোমরা কেমন আছো { তমার আম্মু }
_ ভালোই আছি তমা মা তুমি কেমন আছো { নিরবের আম্মু }
_ এইতো আছি আন্টি কোনো মতে আপনারা কেমন আছেন { তমা }
_ ভালো আছি এখনো রেডি হওনি যে { নিরবের আম্মু }

_ মেকআপ করা মেয়েটি আসেনি আসলে বিউটি পার্লার থেকে তারপর { তমা }
_ ও আচ্ছা { নিরবের আম্মু }
তারপর আরো কিছু খন সবাই মিলে কথা বললো বসে কিছু খন পর মেকআপ করার মেয়েটি আসলো তখন তমার আম্মু বললো
_ আমরা অন্য রুমে বসে কথা বলি তমা রেডি হোক, { তমার আম্মু }
_ ঠিক আছে { নিরবের আম্মু }
তারপর সবাই অন্য রুমে চলে যাচ্ছিলো তখন তমা বললো।
_ নুপুর তুই যাস না এদিকে আয় { তমা }
_ ঠিক আছে { নুপুর }

তারপর নিরবের আম্মু আব্বু তমার আম্মু অন্য দিকে চলে গেলো তখন নুপুর গিয়ে তমার কাছে বসলো আর তখন তমা বললো।
_ কিরে তর ভাই কোথায় { তমা }
_ ঘুরাঘুরি করে কেন আপু { নুপুর }
_ তর ভাই শয়তান একটা হারামি একটা আমি কল দিলে রিসিভ করে না ফেসবুকে মেসেজ দিলে সিন করে না কথা বলে না আন্টিকে কল দিলে বাসায় পাওয়া যায় না কই এইটা { তমা }
তখন নুপুর মুচকি হেসে বললো

_ বাহহ এ-তো ফলো করো আগে যানতাম না তো কেন আপু আমার ভাইটার সঙ্গে প্রেম করবে নি হি হি হি { নুপুর }
_ দূর তর ভাই কি আর ধরা দেয় প্রেম করলে তো কবেই করতাম পিচ্চি টা রাজি হবে না বাধ দেহ { তমা }
_ এখন বলবো নাকি { নুপুর }
_ এখন বলে লাভ নেই বিয়ে করে ফেলতেছি কতো ঘুরেছি পিছনে ঘুরতে ঘুরতে পাঁচ জোড়া জুতা ছিড়ে গেছে কিন্তু কাজ হয় নাই শয়তান পাত্তা দিলো না বুঝলো ও না { তমা }
_ আম্মু কে বলতে তাহলে তোমাদের এক করে দিতো { নুপুর }
_নাহ তা সম্ভব না সমস্যা হবে সম্পর্ক নষ্ট হবে এমনি ভালো আছি তুই বলিস না কিছু।
_ ঠিক আছে { নুপুর }

_আচ্ছা বাঁধ দেহ আমার কথা তর কথা বল { তমা }
_ আর বলো না আমি আছি কোনো মতে সেখানে গিয়ে ভাইয়া শয়তান হয়ে গেছে এইটা আগে আমার জন্য চকলেট বিস্কুট কতো কিছু নিয়ে আসতো এখন কিছুই আনে না সারাদিন বন্ধুদের সাথে আড্ডা ঘুরাঘুরি করে খুজেও পাওয়া যায় না সারাদিন { নুপুর }

_ আহারে তর কি কষ্টরে তর কষ্ট দেখে আমার পানি পিপাসা পেয়েছে { তমা }
_ কিহহহ দূর যা-ও তুমিও শয়তানি শুরু করছো { নুপুর }
_ কি আর করবো বল { তমা }
_ তোমার হবু বর কি করে { নুপুর }
_ কি যানি একবার শুনেছি জব করে সরকারি { তমা }
_ যাক তাহলে তো ভালোই টাকা পয়সার অভাব নেই { নুপুর }
তখন তমা মন খারাপ করে ফেললো তখন নুপুর
বললো।

_, কি হয়েছে মন খারাপ কেন { নুপুর }
_ কিছু না তবে তর ভা,,,,,,,,,
তখনি তমার সব বান্ধবী আসলো আর তমা কে সাজাতে নুপুর আর জানতে পারলো না কি বলতে চাইছে তখন নুপুর তমা কে সাজাতে তাদের সাথে বেস্ত হয়ে গেলো।

এদিকে নিরব ঘুরাঘুরি করে এসে সোজা খাওয়ার জন্য গিয়ে বসে পড়লো তার আব্বু আম্মু কে বলে কিছুক্ষণের মধ্যেই খাবার দেওয়া শুরু হলো।

এদিকে তমার আব্বু রুমে গিয়ে বিছানায় ঠাসস করে বসে পড়লো খুব চিন্তিত অবস্থায় তখন তমার আম্মু গিয়ে জিজ্ঞেস করলো।

_ কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন কিছু হয়েছে। { তমার আম্মু }
তখন তমার আব্বু বললো।
_ আগে আমায় একটু মাথায় পানি দাও তো { তমার আব্বু }
_ আচ্ছা আসো দিচ্ছি { তমার আম্মু }
তখনি নিরব এর আম্মু আসলো তখন দুজন গিয়ে তমার আব্বু কে মাথায় পানি দিলো দিয়ে রুমে নিয়ে এসে শুইয়ে দিলো।

তখন তাদের সব আত্মীয় স্বজনরা রুমে এসে হাজির কি হয়েছে যানতে সবাই কে পাঠিয়ে দিলো শুধু নিরব এর আব্বু আম্মু কে ছাড়া তখন নিরবের আব্বু জিজ্ঞেস করলো।

_ কি হয়েছে ভাইজান পেসার বেড়ে গেছে নাকি আপনার আবার। { নিরব এর আব্বু }
_ নাহ সেগুলো কিছু না { তমার আব্বু }
_ তাহলে কি হয়েছে বলো { তমার আম্মু }
_ বিয়ের সব কাজ সম্পূর্ণ এখন বরযাত্রী আসা বাকি আত্মীয় স্বজনরা ও এসে গেছে দূর থেকে লোকজন এসে গেছে সবাই যানে বিয়ে আজ সবার মধ্যে হাসি খুশি কিন্তু এখন সব খুশি ধুলোয় মিশে গেছে। { তমার আব্বু }
এটা বলে তমার আব্বু বড় একটা নিশ্বাস নিলো হয়তো কাঁদতে মন চাইছে পারছে না চোখ তার এটাই বুঝাচ্ছে তখন নিরব এর আব্বু তা বুঝে বললো।

_ কি হয়েছে ভাইজান আমায় বলেন { নিরব এর আব্বু }
_ তমার জন্য যে ছেলে দেখা হয়েছে যার সাথে বিয়ে হবে সে নাকি অন্য একটা মেয়ে কে ভালবাসে তাকে নিয়ে পালিয়ে গেছে { তমার আব্বু }
এটা শুনে সবাই অবাক হয়ে গেছে।
_ কি বলছো তুমি এটা { তমার আম্মু }
_ ঠিকি বলছি আমি { তমার আব্বু }
_ এখন কি হবে ভাইজান সবাই তো এসে গেছে এখন মানুষ যানলে নানান কথা বলছে সমাজে তো খারাপ মানুষের অভাব নেই। { নিরবের আব্বু }
তখন তমার আব্বু চোখের জল ছেড়ে দিয়ে নিরবের আব্বুর হাত ধরে বললো।

_ ভাইজান কিছু একটা করুন এখন মেয়েটার বিয়ে না হলে আমি কাউকে এই মুখ দেখাতে পারবো না সবাই এসে গেছে যে করেই হোক আজকে এখনি বিয়ের ব্যাবস্থা করুন নয়তো আমার মরা ছাড়া পথ নেই অনেক কষ্টে এই বিয়ে ঠিক করেছি। { তমার আব্বু }
তখন তমার আম্মু বললো।
_ এমন কথা বলছো কেন তুমি চলে গেলে আমাদের কি হবে { তমার আম্মু }
তখন নিরব এর আব্বু বললো।

_ চিন্তা করবেন না আমি দেখি কি করা যায় আপাতত এটা কাউকে বলার দরকার নেই সবার সাথে গিয়ে হাসি মুখে কথা বলুন যাতে না বুঝতে পারে আমি দেখি কি করা যায় { নিরব এর আব্বু }
_ আমি এখন আর বাহিরে যাবো না আপনি কিছু একটা করেন এখনি ভাইজান { তমার আব্বু }
তখন নিরব এর আব্বু নিরবের আম্মু বললো।
_ এদিকে আসো তো নিরবের আম্মু { নিরবের আব্বু }
_ হুম আসছি { নিরবের আম্মু }

তখন নিরবের আব্বু আর আম্মু একটু বাহিরে গেলো একটু ফাকা যায়গায় গেলো গিয়ে দেখে নিরব পেন্ডেল থেকে বের হয়ে একটা চেহার নিয়ে বসে বাহিরে খাচ্ছে একটু দূরে তখন নিরব এর আব্বু বললো।
_ বলছিলাম কি নিরবের সাথে তমার বিয়ে দিলে কেমন হয় মেয়েটা অনেক ভালো { নিরবের আব্বু }
_ কি বলছো তুমি ছেলেটার বয়স দেখছো এখনো কলেজ উঠলো না তার আগেই বিয়ে এখনো লুঙ্গি পড়তে পারে না প্যান্ড পড়ে ঘুমিয়ে থাকে এখন ওর লেখাপড়া করার সময় এনজয় করার সময় বিয়ের নয় { নিরবের আম্মু }
_ দূর রাখো এনজয় আমিও তো তোমাকে দশম শ্রেণিতে থাকতে বিয়ে করছি কই কি হয়েছে তাতে কোনো ক্ষতি হয়নি { নিরবের আব্বু }

_ সেটা আজ থেকে অনেক বছর আগের কথা এখন আর তেমনটা চলে না তুমি ছেলেটার দিকে একটু তাকিয়ে দেখো কতো শান্তিতে আছে { নিরবের আম্মু }
তখন নিরবের আম্মু আব্বু দুজনেই একটু নিরবের দিকে তাকালো।
এদিকে নিরব..।
_ দূর হালার হাড্ডি কামড় দিয়ে ভাঙতে পারি না এতো শক্ত হালারপুত মাংস ও ছিড়তে পারি না কি শক্ত দাড়া তরে তো আজ খেয়ে ছাড়বোই। { নিরব }
এইবলে নিরব খাবারের প্লেট রেখে হাড্ডি ধরে খাওয়ার জন্য টানাটানি করতে লাগলো।

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ১

কেমন হচ্ছে গল্পটা তা অবশ্যই কমেন্ট করে বলে দিবেন।
বানান গুলো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
পরের পর্ব আরো মজা হতে যাচ্ছে।

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.