সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৩
Nirob Ahmed Kowcer
তখন নিরবের আম্মু আব্বু দুজনেই একটু নিরবের দিকে তাকালো।
এদিকে নিরব..।
_ দূর হালার হাড্ডি কামড় দিয়ে ভাঙতে পারি না এতো শক্ত হালারপুত মাংস ও ছিড়তে পারি না কি শক্ত দাড়া তরে তো আজ খেয়ে ছাড়বোই। { নিরব }
এইবলে নিরব খাবারের প্লেট রেখে হাড্ডি ধরে খাওয়ার জন্য টানাটানি করতে লাগলো।
এইগুলা দূর থেকে নিরবের আব্বু আম্মু দেখে হাসতে লাগলো আর তখন নিরবের আম্মু বলে উঠলো।
_ দেখলে ছেলেটা এখনো বাচ্চা বাচ্চা আর কয়েকটা বছর যাক তারপর নাহয় বিয়ের চিন্তা করো { নিরবের আম্মু }
_ পরে বিয়ে করলেই কি আগেই বিয়ে করলেই সমস্যা কি বিয়ে তো করতেই হবে একসময় { নিরবের আব্বু }
_ হুম কিন্তু ও তো এখন চাকরিবাকরি কিছু করে না বেকার এখনো কলেজে উঠে নি তো কি করে চলবে তমার আব্বু আম্মু কি রাজি হবে { নিরবের আম্মু }
পর্ব গল্প পড়তে এখানে ক্লিক করুন
_ আমি প্রতি মাসে যে টাকা পাই তাতেই হবে আর ওর পরিক্ষা শেষ হয়ে গেলে আমি আমার অফিসে নিয়ে গিয়ে একটা কাজে লাগিয়ে দিবো আর চিন্তা করো না তমার আম্মু আব্বু অবশ্যই রাজি হবে তাছাড়া তমার আব্বুর মানসম্মান থাকবে না এখন তমার বিয়ে না হলে তমা তো খুব ভালো মেয়ে নিরবের সাথে ভালোই মানাবে তমার সাথে বিয়ে হলে আমাদের সম্পর্ক আরো মজবুত হয়ে যাবে আরো বেড়ে যাবে { নিরবের আব্বু }
_ কিন্তু এখন বিয়ে দিলে তো লেখাপড়ার ক্ষতি হবে { নিরবের আম্মু }
_ আরে কিছু হবে না চিন্তা করো না তো { নিরবের আব্বু }
_ কিন্তু,,,,,,{ নিরবের আম্মু }
_ আর কোনো কিন্তু না চিন্তা করো না { নিরবের আব্বু }
_ আচ্ছা ঠিক আছে চলো নিরব কে জিজ্ঞেস করে দেখি গিয়ে ও কি বলে { নিরবের আম্মু }
_ দূর ওরে জিজ্ঞেস করতে হবে না ও হাড্ডি আর মাংস খাক ওরে এখন ডিস্টার্ব করার দরকার নেই বললেই রাজি হবে চলো তো এখন আগে তমার আব্বুর কাছে { নিরবের আব্বু }
_ ঠিক আছে চলো…..{ নিরবের আম্মু }
এই বলে নিরবের আম্মু আব্বু তমার আব্বুর কাছে যেতে লাগলো ।
এদিকে নিরব,,,,
_ কি শক্ত হাড্ডি রে বাবা মাংস ছুটাইতেই পারি না মাংস তো খাচ্ছি না মনে হয় যুদ্ধ করছি দূর খামুই না যাই আর একটু শুধু মাংস নিয়ে আসি আজ খেয়ে তামাতামা করে দিমু 😁 {, নিরব }
নিরব এটা বলে আরো মাংস নিয়ে আসতে গেলো এদিকে নিরবের আব্বু তমার আব্বুর কাছে গিয়ে দেখলো শুয়ে আছে চিন্তিত অবস্থায় তখন তমার আব্বু বললো।
_ ভাইজান পেলেন আমার মেয়ের জন্য ছেলে { তমার আব্বু }
_ ভাইজান শান্ত হন { নিরবের আব্বু }
_ কি করে হবে বলেন সবাই এসে গেছে ভাইজান আমার মেয়েটির জন্য পেলেন কাউকে { তমার আব্বু }
_ নাহ তবে আপনারা রাজি থাকলে আমার ছেলের বউ করে নিতে চাই তমা কে { নিরবের আব্বু }
তমার আব্বু এটা শুনে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেলো তা দেখে নিরবের আব্বু বলে উঠলো।
_ কি হলো ভাইজান চুপ করে আছেন কেন { নিরবের আব্বু }
তখন তমার আব্বু বলে উঠলো।
_ কি বলছেন ভাইজান এটা { তমার আব্বু }
_ কি আবার বললাম আমি বললাম আপনারা রাজি থাকলে আমার ছেলের বউ করে নিতে চাই তমা কে { নিরবের আব্বু }
তমার আব্বু চুপ করে রইলো হয়তো কিছু একটা ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে গেছে তার মনে কিছু একটা চলছে তখনি তমার আম্মু আসলো তখন তমার আম্মু এসে বললো।
_ কি হয়েছে কিছু হলো সবাই তো বাহিরে বরযাত্রীর আসার কথা বলছে এখন কি হবে { তমার আম্মু }
তখন নিরবের আম্মু গিয়ে তমার আম্মুর হাতে ধরে বললো।
_ আমি বুঝতে পারছি সবার মনের অবস্থা কি এটা পাত্রী পক্ষের জন্য খুবই অসম্মান এর ব্যাপার { নিরবের আম্মু }
_ হুম….{ তমার আম্মু }
_ আমি আর নিরবের আব্বু মিলে সিদ্ধান্ত নিলাম যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তমা কে আমার ছেলের বউ করে নিতে চাই আপনারা কি রাজি { নিরবের আম্মু }
এটা শুনে তমার আম্মু খুশি হয়ে বললো।
_ কোনো আপত্তি নেই আমরা রাজি { তমার আম্মু }
তখন নিরবের আব্বু বলে উঠলো।
_ আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কি ভাবছেন এখনো { নিরবের আব্বু }
_ ভাবছি আজ যদি বিয়ে না হতো তাহলে মানুষের নানান কথা শুনতে হতো আপনি বাঁচালেন { তমার আব্বু }.
_ এখন এইগুলা কথা থাক এখন আমরা বিয়াই হয়ে গেছি সম্পর্ক আরো বেড়ে গেছে { নিরবের আব্বু }
_ হুম তা বিয়াই আপনাদের কিছু চাওয়ার আছে { তমার আব্বু }
_ চাওয়া একটাই আপনার মেয়ে কে ব্যাস আমার ছেলের হাতে তুলে দিন আর কিছু লাগবে না { নিরবের আব্বু ]
_ চলুন দিয়ে দিচ্ছি ডাকছি কাজি { তমার আব্বু }
এই বলে সবাই হাসাহাসি করতে লাগলো। তখন তমার আম্মু বললো।
_ চলুন একটু তমা কে গিয়ে বলি দেখি ও কি বলে { তমার আম্মু }
_ চলুন { নিরবের আম্মু }
তখন সবাই মিলে তমার কাছে গেলো গিয়ে তমা কে বললো সব যখন তমা শুনলো নিরবের কথা তার সাথে বিয়ে তখন সে মনে মনে খুশিতে ডান্স করতে লাগলো রাজি হয়ে গেলো।
এদিকে নিরব বসে বসে আনমনে মাংস খাচ্ছে তখনি একটি মেয়ে এসে বললো।
_ হাই
_ কিছু বলবেন { নিরব }
_ হুম বলবো
– বলুন কি বলবেন { নিরব}
_ আপনি এই বাহিরে বসে খাচ্ছেন কেন { মেয়েটি }
_ এমনি ভালো লাগছে তাই ( নিরব }
_ আপনি কোন পক্ষ থেকে পাত্রের নাকি পাত্রীর { মেয়েটি বললো }
_ আমি এখন খাওয়ার পক্ষ থেকে { নিরব বললো }
_ দুষ্টুমি করছেন { মেয়েটি }
_ একদম না দুষ্টমি করবো কেন আমি তো খাচ্ছি তাই উওর এটাই { নিরব)
_ আচ্ছা বুঝতে পারছি আপনি মেয়ের পক্ষ থেকে যাই হোক আমার নাম সুমি যার বিয়ে আমি তার বান্ধবী আপনার নাম কি { সুমি }
_ ডাউনলোডের পরে নাম দিছে নিরব এটাই আছে { নিরব }
_ হা হা হা আপনি তো ভালো মঝা করতে পারেন { সুমি }
_ হয়তো তাই { নিরব }
_ আপনি অনেক কিউট { সুমি }
_ পাম দিতে হবে বুঝে গেছি ফোন নাম্বার লাগবে { নিরব }
_ না মানে ইয়ে { সুমি }
_ লাগলে বলেন না লাগলে যেতে পারেন আমি খাচ্ছি শুধু শুধু প্রশ্ন করেন না খাওয়ায় লেট হচ্ছে আর হ্যা পিওর সিঙ্গেল আছি { নিরব }
_ বলুন ফোন নাম্বার { সুমি }
_ উঠান 0130075**** { নিরব }
_ ঠিক আছে আমি রাতে কল দিবো এখন খান আমি যাচ্ছি { সুমি }
এইবলে চলে গেলো তখনি নিরবের আম্মু আব্বু আসলো এসে বললো।
_ এই তুই কতো খাস বলতো সেই কখন দেখলাম খাচ্ছিস এখনো খাচ্ছিস { নিরবের আম্মু }
_ চল আর খেতে হবে না উঠে আয় এখন যলদি { নিরবের আব্বু }
_ কোথায়৷ যাবো আর খেলাম বা কোথায় একটা হাড্ডি খেতে গিয়ে টানাটানি করে জীবন শেষ মাত্র আসলাম মাংস নিয়ে খাবো বলে একজন তখনি এসে প্রশ্ন করতে লাগলো মাত্র গেলো আর তোমার এসে শুরু করে দিলে উঠে যেতে { নিরব }
_ তা তুই এই বাহিরে বসে খাচ্ছিস কেন { নিরবের আব্বু }
_ ভিতরে গরম খেতে অসুবিধা হবে তাই { নিরব }
_ বাহহহ ভালোই করছিস কি বুদ্ধি তর { নিরবের আব্বু }
_ আচ্ছা সে যাই হোক আগে বলো আম্মু বরযাত্রী কখনো আসবে বর কখন আসবে { নিরব }
_ এসে গেছে তো { নিরবের আম্মু }
_ কোথায় { নিরব }
_ এইতো বসে খাচ্ছে { নিরবের আব্বু }
_ কই কেউ তো নাই কাকে বলছো { নিরব }
_ কে আবার তকে বলছি { নিরবের আম্মু }
_ ঠিক বুঝলাম না আম্মু { নিরব }
_ শুন তমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেছে তাই আমি আর তর আব্বু তমার সাথে তর বিয়ে ঠিক করছি আজ এখনি তর বিয়ে { নিরবের আম্মু }
নিরব তখন চুপচাপ খাবারের প্লেট রেখে দৌড় দেওয়ার প্রস্তুতি নিয়ে বললো।
সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ২
_ নানা গো নানি গো বাচাও……………
বানান গুলো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ।
কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে বলে দিন