সিনিয়র হেব্বি রোমান্টিক বউ - golpo bazar

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৫

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৫
Nirob Ahmed Kowcer

এটা বলে তমা নিরব কে টেনে নিয়ে গিয়ে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিলো তখন নিরব বললো।
_ এই কি করছো কি { নিরব }
_ যা করার তাই করবো { তমা }
_ কি করবে দেখো উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করবে না { নিরব }
_ তাই তো করবো এখন উল্টো পাল্টা কিছু খেলা শুরু ,,,,,,,লাইট,,,,, ক্যামেরা,,,অ্যাকশন,,,,,,, { তমা }

এই বলে নিরবের উপর ঝাপিয়ে পরলো তমা। কিছুক্ষণ পর নিরব বলে উঠলো।
_ ছাড় শয়তান বউ লুচ্চা বউ ইজ্জত কেড়ে নিলো গো,,, বা,,,,,চা,,,,ও। { নিরব }
_ ওই চুপ এখনো তো খাট ভাঙ্গার লড়াই শুরুই করি নাই এখন শুরু করবো কথা কম কাজ বেশি { তমা }
নিরব কিছু বলতে যাবে কিন্তু আর কিছু বলতে দিলো না তমা নিরব কে তারপর মনে হয় নিরবের ঠোঁটের সাথে তমার ঠোঁট এক করে দিলো তাই কথা বন্ধ হয়ে গেছে তারপর 🙈🙈

পর্ব গল্প পড়তে এখানে ক্লিক করুন 

{ তারপর আর কি এখনো বসে আছেন তারপর আর কি হবে বাকিটা ইতিহাস অন্ধকারে দেখি আর নাই নয়তো ইতিহাস কি বলতাম খাট কেমতে ভাঙ্গে দেখতাম 😜 যেহেতু দেখি নাই আমি তাই লিখি আর নাই বিয়ে তো করি নাই তাই এক্সপেরিয়েন্স নাই কি এই ইতিহাস চলুন তারা তাদের কাজ করুক আমরা ঘুমাই সকালে যানা যাবে পরের কাহিনি }
সকালে তমার ঘুম ভাঙ্গতেই দেখলো সে নিরবের বুকে মাথা রেখে শুয়ে আছে। সব কিছু এলোমেলো।

তখন তমা উঠে নিজেকে ঠিক করে বসতেই নিরবের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলো আর বলতে লাগলো।
_ কত্তো কিউট লাগছে আমার মিষ্টি বর কে ঘুমন্ত অবস্থায় মন চাইছে এখনি থাক এখন আর না { তমা বললো }
তখনি তমা নিরবের ঠোঁটের দিকে তাকালো আর তাকাতেই কেমন যানি নেশায় আঁটকে গেলো সে নিরবের ঠোঁটের প্রতি।

তখন আর লোভ সামলাতে না পেরে নিরবের ঘুমের মধ্যেই তমা তার ঠোঁট গুলো কে কিস করতে লাগলো পাচ মিনিট পর ছেড়ে দিয়ে গিয়ে গোসল করে আসলো।

এসে নিরবের পাশে বসে বেজা চুলে গুলো তার মুখের উপর দিয়ে দুষ্টুমি করতে লাগলো তখনি বাহির থেকে নিরবের বোন নুপুর বলে উঠলো।

_ ভাবি কি উঠছো { নুপুর }
_ হ্যা উঠে গেছি { তমা }
_ ভাইয়া কে তারাতাড়ি উঠিয়ে নিয়ে আসো পরিক্ষা আছে ১০ টায় { নুপুর }
_ ঠিক আছে আসছি { তমা }
_ তারাতাড়ি নিয়ে আসো সময় নাই {, নুপুর }
এটা বলে নুপুর চলে গেলো তখন তমা বলে উঠলো
_ ইস ভাবছিলাম একটু দুষ্টমি করবো রোমাঞ্চ করবো দূর কিছুই হলো না সকালে { তমা }

তখন তমা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ৮:৩০ মিনিট তখন তমা নিরব কে ধাক্কা দিয়ে বললো।
_ ওই শুনছো উঠো { তমা }
নিরবের কোনো উওর নেই তখন আবারও ডাকলো তমা।
_ ওই শুনছো ওই উঠো { তমা }
{ নিরব ঘুম ঘুম চোখে বললো }
_ উম্মমমম কি হয়েছে
_ পরিক্ষা দিবে না উঠো { তমা }

_ সারা রাত পরিক্ষা দিছি তামাতামা করে ফেলছো আর না এইবার ঘুমাতে দাও যাও তো { নিরব }
_ আরে এটা সেই পরিক্ষা না তো { তমা }
_ যেই পরিক্ষাই হোক ঘুমাতে দাও { নিরব }
_ আরে শুনবে তো কথা {, তমা }
তখন নিরব বালিসের নিচে মাথা দিয়ে নিরব আবারও ঘুমে বিজি হয়ে গেছে তমা কিছুখন ডাকলো কিন্তু নিরবে উঠছে না। তখন তমা বলে উঠলো।
_ কি করি এখন পেয়েছি বুদ্ধি। { তমা }
তখন তমা নিরব কে টেনে বসালো নিরব ঘুমে ডলছে বসে বসে ঘুম না হওয়ার জন্য।

তখন তমা গিয়ে দাঁত ব্রাশ নিয়ে আসলো এসে নিরবের কোলে বসে তমা ব্রাশ করিয়ে দিতে লাগলো আর কপালে চুমু খেতে লাগলো।

নিরব ঘুমে ডলছে আর ব্রাশ করছে কিছুক্ষণ পর নিরবের ঘুম ভাঙ্গতেই বললো।

_, এইরে কি করছো কি তুমি আমার কোলে বসে আছো কেন { নিরন }
_ এমনি আমার ভালো লাগছে তাই { তমা }
_ আর তোমার হাতে ব্রাশ কেন আমি কি বাচ্চা নাকি দাও { নিরব বললো }
_ নাহ দাও না আমি ব্রাশ করিয়ে দিচ্ছি খুব ভালো লাগছে { তমা }
_ দরকার নেই ৯ টা বাজে ১০ টায় পরিক্ষা কাম সারছে সরো তারাতাড়ি { নিরব }
_ দাড়াও তার আগে চলো না আর একবার রোমাঞ্চ হয়ে যাক { তমা }

_ সারা রাত শান্তি দাও নাই এখন আবার দরকার নেই সরো আমি পরিক্ষা দিতে যাবো ফ্রেশ হবো { নিরব }
এইবলে নিরব উঠে ফ্রেশ হতে দৌড়ে ওয়াস রুমে চলে যাচ্ছিল তখন তমা বললো।
_ আচ্ছা শুনো আমিও আসি তোমার সাথে দাড়াও { তমা }
_ কই আসবে { নিরব }

_ গোসল করতে { তমা }
_ দরকার নেই বসে আছো বসে থাকো দেখে তো মনে হয় গোসল করে ফেলছো { নিরব }
_ তাতে কি হয়েছে আমি আসি দুজন মিলে গোসল করি { তমা }
_ লুচ্চা মাইয়া থুক্কু লুচ্চা বউ শখ কত { নিরব }.
_, দাড়াও আমি আসছি { তমা }
ততক্ষণে নিরব দৌড়ে ওয়াস রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলো তখন তমা বাহির থেকে বলে উঠলো।
_ দরজা খোলো { তমা }

_ নাহ দরজা খোলা যাবে না {, নিরব }
_ প্লিজ খোলো { তমা }
_ নাহ গো দরজা খোলা যাবে না { নিরব }
_ খোলবা না তো দরজা { তমা)
_ নাহ
_ ঠিক আছে তুমি বের হও আজ দেখাচ্ছি মঝা { তমা }
তখন তমা এই বলে দরজার সামনে বসে রইলো তখনি বাহির থেকে নিরবের বোন নুপুর বলে উঠলো।

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৪

_ ভাবি তোমাকে আম্মু ডাকে { নুপুর }
_আসছি
তখনি নিরব ভিতর থেকে বলে উঠলো।
_ যাও যাও যলদি যাও গিয়ে শুনে আসো। { নিরব }.
_ যাবো তো কিন্তু দেখি তুমি ওয়াস রুম থেকে কি করে বের হও বাহির থেকে বন্ধ করে দিচ্ছি { তমা }.
_ এইরে কাম সারছে,,,,,,,,,,

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.