সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৬
Nirob Ahmed Kowcer
তখন তমা এই বলে দরজার সামনে বসে রইলো তখনি বাহির থেকে নিরবের বোন নুপুর বলে উঠলো।
_ ভাবি তোমাকে আম্মু ডাকে { নুপুর }
_আসছি
তখনি নিরব ভিতর থেকে বলে উঠলো।
_ যাও যাও যলদি যাও গিয়ে শুনে আসো। { নিরব }
_ যাবো তো কিন্তু দেখি তুমি ওয়াস রুম থেকে কি করে বের হও বাহির থেকে বন্ধ করে দিচ্ছি { তমা }
_ এইরে কাম সারছে,,,,,,,,,, { নিরব }
_ আমি গেলাম তুমি ওয়াস রুমে আজ থাকো { তমা }
এই বলে তমা বাহির থেকে দরজা বন্ধ করে দিলো তখন নিরব বলে উঠলো।
পর্ব গল্প পড়তে এখানে ক্লিক করুন
_ এই না না প্লিজ এমন করো না আমি পরিক্ষা দিতে যাবো { নিরব }
_ তুমি এখন পরিক্ষা ওয়াস রুমে বসে বসে দাও { তমা }
_ এটা ঠিক না এটা অন্যায় হচ্ছে আমার সাথে কিন্তু হুম { নিরব }
_ এটাই ঠিক { তমা }
এইবলে তমা চলে গেলো এইদিকে নিরব ওয়াস রুমের ভিতর থেকে ডাকতে লাগলো কে আর শুনে তার কথা তমা বেরিয়ে চলে গেলো তখন নিরব বলে উঠলো।
_ শয়তান বউ লুচ্চা বউ ফাজিল বউ সারা রাত শান্তি দিলো না এখন আবার আসছে কেন যে বিয়ে করতে গেলাম থুক্কু বিয়ে খেতে গেলাম গিয়েই ফেসে গেলাম বউ ছাড়াই ভালো দূর { নিরব }
এইবলে নিরব দাড়িয়ে রইলো কিছুক্ষণ ভেবে আবার বলে উঠলো।
_ আচ্ছা এর নাম কি দেওয়া যায় পেয়েছি সিনিয়র হেব্বি লুচ্চা বউ। হি 😁 হি 😁 হি 😁 এই নামটাই ঠিক আছে তার সাথে মিল আছে { নিরব }
এইবলে নিরব গোসল করতে যাবে তখন দেখলো কাপড় আনতে ভুলে গেছে শুধু তোয়ালে নিয়ে আসছে ।
_ যা শালার কাপড় ছাড়াই চলে আসলাম গোসল করতে এখন কি করবো দরজা তো বন্ধ দূর তোয়ালে পেচিয়ে নেওয়া যাবে { নিরব }
এখন তার আর কাপড় আনা সম্ভব না বাহির থেকে দরজা বন্ধ করে তমা চলে গেছে তাই তখন নিরব গোসল করে তোয়ালে পেচিয়ে ওয়াস রুমে দাড়িয়ে রইলো কি আর করবে বেচারার বউ দরজা মেরে গেছে বাহির থেকে।
নিরব ভিতর থেকে চিল্লাতে লাগলো গোসল করে ২০ মিনিট পর তমা রুমে আসলো এসে বলতে লাগলো।
_ কি হয়েছে এমন করে চেচামেচি করছো কেন হুম { তমা }
_ প্লিজ দরজা খোলো গোসল করে দাড়িয়ে আছি সরিল ভেজা ঠান্ডা লেগে যাবে তো { নিরব }
_ এটাই তোমার শাস্তি আমায় সাথে নিয়ে গোসল না করার জন্য { তমা }
_ এইবারের মতো ছেড়ে দাও পরিক্ষা দিয়ে আসি তারপর যা করার করো { নিরব }
_ সত্যি বলছো { তমা }.
_ হ্যা তারাতাড়ি দরজা খোলো এখন { নিরব }
_ দরজা খোলা হবে কিন্তু আমি একটু দুষ্টমি করবো বাঁধা দিতে পারবে না { তমা }
_ সময় নেই পরিক্ষা আছে বললাম তো এসে নেই পরে দেখা যাবে { নিরব }.
_ ঠিক আছে কিন্তু তবুও আমি এখন একটু দুষ্টমি করবো { তমা }
_ দরজা খোলো আগে { নিরব }
তখন তমা দরজা খোলে দিলো আর নিরব দৌড়ে বের হলো বের হয়ে বললো মনে মনে।
_ হালার বউ না আজরাইল কথায় কথায় রোমাঞ্চে চলে যায় একদিন না যেতেই এই অবস্থা আরো সামনে তো দিন পরেই আছে আল্লাহ যানে কি হয় { নিরব }
তখন নিরব তারাতাড়ি একটা প্যান্ড বের করে আগে পড়ে নিলো তখন তমা এসে বললো।
_ তুমি চেয়ারে বসো আমি সরিল মুছে দিচ্ছি {, তমা }.
_ তোমার মুছে দিতে হবে না আমিই পারবো { নিরব }
_, বেশি কথা বলবে না নয়তো খুব খারাপ হবে যা বললাম তাই করো { তমা রাগী গলায় বললো }
নিরব তমা কে এমন রাগতে দেখে চুপ হয়ে গেলো তখন তমা রুমের দরজা বন্ধ করে দিয়ে এসে বললো।
_ চেয়ারে বসো সময় নাই সবাই খাবার খেতে বসবে পাশের বাসা থেকে দেখতে আসবে সবাই আমায় তোমাদের আত্মীয় স্বজনরা ও আসবে আর আমার আব্বু আম্মু আসবে না আজ নিতে কারণ তোমার পরিক্ষা চলছে বলছে শেষ হলে এসে নিয়ে যাবে সবার সাথে কথা হয়েছে এটা { তমা }
_ ঠিক আছে তারাতাড়ি সরিল মুছে দাও ২৫ মিনিট আছে { নিরব }
তখন নিরব চুপ করে চেয়ারে বসে পড়লো আর তমা তখন তার শাড়ির আচল কোমরে গুঁজে ভালো করে নিরবের কোলে বসে পড়লো বসে নিরবের কাঁদে চুমু দিলো তখন নিরব বললো।
_ কি করছো শয়তানি বন্ধ করো সময় নাই এখন { নিরব }
তখন তমা আবার নিরবের দুই গালে চুমু দিলো ।
দিয়ে শক্ত করে মাথায় ধরে ঠোঁট গুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো পাঁচ মিনিট পর ছেড়ে দিয়ে শক্ত করে জরিয়ে ধরে বললো।
_ কেন যানি তোমাকে কাছে পেলে ছাড়তেই মন চায় না আর একটা কথা আমার কিছু আবদার আছে তোমার কাছে। { তমা }
_ তারাতাড়ি বলে ফেলো { নিরব }
_ প্রতিদিন সকালে উঠে লিপ কিস করতে হবে আমায় এবং ঘুমের মধ্যে এবং পরে ও করতে হবে অনেক ভালবাসতে হবে আমায় এবং আমিও ভালবাসবো তোমায় রোজ খাইয়ে দিবে আমায় আর এক প্লেটে খাবো দুজন মিলে তাহলে দুজনের মধ্যে ভালবাসা আরো বেড়ে যাবে রাতে এক বালিশে শুবো দুজন মিলে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো { তমা }
_ আচ্ছা এখন ছাড়ো পরিক্ষা দিয়ে আসি আজ পরিক্ষার মধ্যে কি রেখে কি লেখি আল্লাহ যানে যা করছো তুমি { নিরব }
_ এখনো তো শুরুই করলাম না সবে শুরু { তমা }
_ হয়েছে এইবার ছাড়ো { নিরব }
_ দাড়াও সরিল মুছে দেই { তমা }
এইবলে তমা নিরবের সরিল মুছে দিতে লাগলো আর মাঝে মধ্যে চুমু খেতে লাগলো নিরব চুপ করে বাচ্চাদের মতো দেখছে কিছু হয়তো বলতে চাচ্ছে কিন্তু পারছে না অবশেষে সরিল মুছে দিলো তমা তখন নিরব ড্রেস পরে ঘরির দিকে তাকিয়ে দেখে ১৫ মিনিট আছে দশটা বাজতে তখন নিরব বলে উঠলো।
_ আজ আর খাওয়া হয়েছে আমার সময় হয়ে গেছে পরে এসে খেয়ে নিবো সরো তারাতাড়ি যাওয়া লাগবে { নিরব }.
_ কেন যা খেয়েছো তাতে কি হয়নি { তমা }
_ তাই ভাবছি আর এটাও ভাবছি পরিক্ষার খাতায় কি লিখে কি লিখবো কে যানে { নিরব }
এইবলে নিরব তার পরিক্ষার সকল জিনিস পত্র নিয়ে বাহিরে বের হলো গিয়ে দেখলো তার আম্মু খাবার টেবিলে বসে আছে সাথে নুপুর তার আব্বু তখন নিরব বলে উঠলো।
_ আম্মু আব্বু দোয়া করো পরিক্ষা যাতে ভালো হয় আমি চললাম { নিরব }
_ সে কিরে খেয়ে যা কিছু { নিরবের আম্মু }
_ সময় নেই রাস্তা থেকে কিছু খেয়ে নিবো { নিরব }
_ ঠিক আছে সাবধানে যাস { নিরবের আব্বু }
_ ঠিক আছে গেলাম তাহলে আমি { নিরব }
তখন নিরব সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসার বাহিরে নিরবের যেখানে পরিক্ষা হবে তাদের বাসার কাছেই দশ মিনিট সময় লাগে যেতে।
নিরবের পরিক্ষা ১০:৩০ মিনিটে মিথ্যা বলার কারণ বাসায় থাকলে তমা তাকে আরো ঝালাতো তাই মিথ্যা বলে চলে আসছে।
একটু সামনেই যেতেই দেখলো নিরবের বন্ধুরা একটা চায়ের দোকানে দাড়িয়ে আছে নিরবের বন্ধু চার জন সাব্বির আবির রিমন জাহিদ।
সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৫
তখন দেখলো আবির একটা সিগারেট ধরিয়ে ঝুঁকে মুখ দিয়ে ধোঁয়া বের করছে আর পিছন থেকে সাব্বির জেনেরেটর ইস্ট্রাট দেওয়ার মতো একটা লাঠি ধরে ইস্ট্রাট দিচ্ছে বুমবুম করে আর আবির ধোয়া ছাড়ছে মুখ দিয়ে পাশেই রিমন আর জাহিদ সেন্টার ফুট নিয়ে কারা কারি করছে।