সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৭
Nirob Ahmed Kowcer
একটু সামনেই যেতেই দেখলো নিরবের বন্ধুরা একটা চায়ের দোকানে দাড়িয়ে আছে নিরবের বন্ধু চার জন সাব্বির আবির রিমন জাহিদ।
তখন দেখলো আবির একটা সিগারেট ধরিয়ে ঝুঁকে মুখ দিয়ে ধোঁয়া বের করছে ।
আর পিছন থেকে সাব্বির জেনেরেটর এর মতো একটা লাঠি ধরে ইস্ট্রাট দিচ্ছে। বুম বুম বলে।
পাশেই রিমন আর জাহিদ সেন্টার ফুট নিয়ে কারা কারি করছে।
তখন নিরব তাদের কাছে গিয়ে বললো।
পর্ব গল্প পড়তে এখানে ক্লিক করুন
_ কিরে কি খবর তোদের { নিরব }
তখন সাব্বির বলে উঠলো।
_ এই দেখ দেখ নতুন জামাই আসছে সবাই দেখ { সাব্বির }
তখন সবাই নিরবের দিকে তাকালো সেখান থেকে আবির বলে উঠলো।
_ দেখ কেমন গাল দুটো চকচক করছে মনে হয় বউ এর আদর বেশি পেয়েছে গতকাল রাতে 😜 { আবির }
তখন নিরব বলে উঠলো।
_ কি সব উল্টো পাল্টা কথা বলছিস বল তো তরা কে জামাই { নিরব }
_ হালারপুত তর নানিরে খালি ঘর বিয়ে করে বাসর করে চলে আসলি আর একবার খবর দিলি না { রিমন }
_ হুম আর এখন আমাদের সামনে নেকামো করা হচ্ছে মনে হয় কিছুই যানে না { আবির }
_ এই যাহ এরা শুনলো কার কাছ থেকে কাম সারছে { নিরব মনে মনে }
_ যা হালা তর লগে কথা নাই চল সবাই হারামির লগে কথা নাই { সাব্বির }
_ আচ্ছা তোদের কে বলছে এই কথা { নিরব }
_ তর আব্বু বলছে সকালে ফোন করে { জাহিদ }
_ কি কথা বলছিস চল তো অর লগে কথা নাই { আবির }
এইবলে চলে যাচ্ছিল সবাই তখন নিরব সামনে গিয়ে বললো।
_ আরে শুন শুন প্লিজ প্লিজ রাগ করিস না দোষ কি আমার নাকি আমি নিজেই যানি না বিয়ে হবে যে হঠাৎ করে সব হয়ে গেছে তাই বলতে পারি নাই ভাবছিলাম তোদের বলবো কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছে তাই বলতে পারি নাই ভাবছি সকালে বলবো তার আগে আব্বু বলে দিলো { নিরব }
_ হয়েছে আমাদের বলতে হবে না যা তর লগে কথা নাই { সাব্বির }
_ আচ্ছা সরি রাগ করিস না তরা বল কি শাস্তি পেতে হবে তার জন্য { নিরব }
_ তা আগে থেকেই প্ল্যান করে রাখছি পরিক্ষা শেষ করে বের হই তারপর এর হিসাব নিবো { সাব্বির }
_ ঠিক আছে পরিক্ষা শেষ করে বের হলে যা শাস্তি দিস এখন চল { নিরব }
_ আচ্ছা শুন তর -চমলোক্ক..এর কি হবে { আবির }
_ চমলোক্ক আবার কে { নিরব }
_ কে আবার চমকির কথা বলছে তকে যে পছন্দ করে বেচারি { সাব্বির }
ওহ চমকি হচ্ছে নিরবের ক্লাস মেট একি ক্লাসে পড়ে নিরব কে পছন্দ করতো কিন্তু নিরব পছন্দ করে না তাকে।
_ দূর এর কথা বাঁধ দে আমি কি পছন্দ করি নাকি এখন চল আমার খিদে পেয়েছে চা বিস্কুট খেয়ে পরিক্ষা দিতে যাই তরা খেলে আয় আজ না খেয়ে আসছি { নিরব }
_ হুদাই এই চা খেয়ে পেট নষ্ট করে লাভ নেই পরিক্ষা শেষ হোক তারপর খেলা হবে { নিরব ]
_ বুঝে গেছি তরা কি ধান্ধায় আছিস কি আর করা বাধ্য হয়ে মানতেই হবে { নিরব }
_ হ্যা যলদি খেয়ে আয় এইবার { সাব্বির }
তারপর নিরব চায়ের দোকানে গিয়ে এক কাপ চা আর একটা রুটি খেয়ে চললো পরিক্ষা দিতে।
পরিক্ষার হলে ডুকে সিট মিলিয়ে বসে পড়লো যে যার যায়গায় ভাগ্য ভালো সাব্বির নিরবের পাশে পড়ছে আর রিমন জাহিদ আবির এক একজন এক-এক যায়গায় পড়ছে।
কিছুক্ষণ পর খাতা নিয়ে স্যার আসলো তিনজন। সাথে প্রশ্ন নিয়ে আসলো এসেই সবাই কে খাতা আর প্রশ্ন দিলো ।
নিরব প্রশ্ন দেখে খুবি খুশি হলো কারণ বেশিরভাগ কমন পড়ছে সাব্বির কে জিজ্ঞেস করতে একি উওর দিলো আর রিমন জাহিদ আবির কে ইশারা দিতে তাই বুঝালো তাদের ও কমন পড়ছে।
চমকি নিরবের থেকে অনেক দূরে ছিটে পড়ছে তাতে নিরব অনেক খুশি নয়তো ঝালাতো নিরব কে। তখন সবাই পরিক্ষা দিতে লাগলো।
পরিক্ষা শেষ করে সবাই বের হয়ে মাঠ দিয়ে যাচ্ছিলো তখন সাব্বির বলে উঠলো।
_ আজ পরিক্ষা অনেক ভালো হয়েছে { সাব্বির }
_ হ্যা আমারও আজ অনেক ভালো হয়েছে { নিরব }
তখনি হঠাৎ চমকি কোথা থেকে এসে যানি বলে উঠলো।
_ কেমন আছো সবাই { চমকি }
তখন আবির উওর দিলো।
_ সবাই ভালো আছে আপনি কেমন আছেন { আবির }
_ আমিও ভাল আছি { চমকি }
তখন নিরব কে উদ্দেশ্য করে বললো।
_ তুমি কেমন আছো { চমকি }
_ অনেক ভালো আছি { নিরব }
_ তোমার কাছে একটু সময় হবে আমার সাথে কফি খাওয়ার জন্য { চমকি }
_ দুঃখিত আজ পারবো না কাজ আছে { নিরব }
_ তাহলে আগামীকাল { চমকি }
_ সেটা আগামীকাল দেখা যাবে আর আমার পিছু ছাড়ো কতবার বলছি { নিরব }
_ সেটা আগামীকাল দেখা যাবে কফি খেতে আসো তারপর { চমকি }
_ এখন যাও { নিরব }
_ ঠিক আছে আমি রাতে কল দিবো ফোনটা রিসিভ করো { চমকি }
এইবলে চমকি চলে গেলো তখন সাব্বির বলে উঠলো।
_ কিরে বলে দিলি না কেন তর বিয়ে হয়েছে { সাব্বির }
_ আগামীকাল তোদের ভাবি কে নিয়ে আসবো তখন সেই বলে দিবে { নিরব }
_ ঠিক আছে এখন চল হোটেলে খিদে পেয়েছে শাস্তি হিসেবে এটাই দিলাম আপাতত পরে দেখে নিবো যখন তর বাসায় যাবো { সাব্বির }
_ ঠিক আছে চল কিন্তু আমার কাছে কিন্তু বেশি টাকা নাই আজ { নিরব }
_ টাকা না থাকলে হোটেল থালা বাসন ধুয়ে পরিশোধ করে দিয়ে আসবি { আবির }
_ হারামিরা রে আচ্ছা চল কি আর করা ধুয়ে পরিশোধ করে দিয়ে আসবো { নিরব }
এইবলে নিরব কে নিয়ে হোটেল গেলো গিয়ে তিন হাজার টাকা বিল করছে খেয়ে তা দিয়ে নিরব হোটেল থেকে বের হতেই রিমন তার ফোন নিয়ে এসে বলে উঠলো।
_ দুস্ত এই দেখ চমকি কি করছে { রিমন }
_ কি করছে { নিরব }
_ মনে আছে একদিন তুই অর সাথে একটা ছবি তুলে ছিলি কলেজ মাঠে বন্ধু হিসেবে সেই ছবি অর আইডিতে আর আমাদের গ্রুপে পোস্ট করছে লাইফ লাইন লিখে পোস্ট করছে { রিমন }
_ কিহহহ কি বলিস তুই কাম সারছে এই গ্রুপে আমার ছোট্ট বোন আছে ও দেখলে আমি শেষ { নিরব }
_ কতক্ষণ আগে পোস্ট করছে { আবির }
_ সকাল দশটার দিকে { রিমন }
_ যলদি গ্রুপ থেকে ডিলিট কর { নিরব }
_ হ্যা করে দিছি { রিমন }
_ এখন বোন না দেখলেই হয় তাহলে আব্বু আম্মু কে দেখাবে আর আমার পিঠে ঝাঁটা দিয়ে মারবে { নিরব }
_ আচ্ছা এখন বাসায় যা আমরা সবাই বিকেলে আসবো { সাব্বির }
_ ঠিক আছে সবাই আসবি কিন্তু আর সবাই কে নিয়ে আসবি { নিরব }
_ হ্যা ঠিক আছে { সবাই বললো }
তারপর নিরব সেখান থেকে সোজা বাসায় চলে আসলো বাসায় ঢুকতেই দেখলো তার নানু বাড়ি থেকে সবাই আসছে আসে পাশে থেকে আরো লোক আসছে দেখতে তমা কে।
তখন নিরব কে দেখে নিরবের আম্মু বলে উঠলো।
_ এসে গেছিস পরিক্ষা কেমন হয়েছে { নিরবের আম্মু }
_ অনেক ভালো হয়েছে আম্মু { নিরব }
_ যা রুমে যা গিয়ে কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আয় খাবার দিচ্ছি { নিরবের আম্মু }
_ ঠিক আছে আম্মু { নিরব }
তখন নিরবের বোন নুপুর এসে বললো।
_ আজ তোমার খবর আছে মেহমান যাক { নুপুর }.
_ কেন কি হয়েছে { নিরব }
_ কিছু না পরেই বুঝতে পারবে { নুপুর }
এইবলে নুপুর তমার কাছে চলে গেলো তখন নিরব তার রুমের দিকে যেতে লাগলো তমা সবার সাথে কথা বলছে নিরবের আব্বু সেখানে নেই তমার সাথে নিরবের বোন আছে নিরব তখন ঘরে চলে গেলো গিয়ে শার্ট খুলে খাটে বসতেই ঘরে কেউ আসার শব্দ পেলো তখন দেখলো তমা আসছে।
তমা এসেই দরজা বন্ধ করে দিলো তখন নিরব বলে উঠলো।
_ আরে দরজা খোলো বাসায় মেহমান আছে তো { নিরব }
_ যানি থাকুক তাতে আমার কি শুনো আব্বু তোমার উপর অনেক রেগে আছে { তমা }
_ কেন রেগে আছে { নিরব }
_ সেটা আব্বু নিজেই বলবে আমি কিছু বলবো না তার আগে আসো একটু আদর ভালবাসা দাও অনেকক্ষণ ধরে তোমার মিষ্টি ঠোঁটের ছোয়া পাই না { তমা }
_ তার আগে বলে দাও কিসের জন্য রেগে আছে { নিরব }.
_ আব্বু বলবে আমায় না করছে বলতে এখন একটু আদর করতে দাও তো কথা কম বলে { তমা }
তখন এইবলে তমা নিরবের কাছে গিয়ে শক্ত করে মাথায় ধরে তার ঠোঁট গুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো পাচ মিনিট পর ছেড়ে দিয়ে বললো।
সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৬
_ যাই করো না তুমি নিজ চোখে না দেখলে কখনো সন্দেহ করবো না বিশ্বাস রাখার চেষ্টা করো আমার আর আমার ভালবাসা আদর যেন কমতি না থাকে { তমা }
এটা বলেই তমা রুম থেকে বের হয়ে গেলো,,,,,,,,,