সিনিয়র হেব্বি রোমান্টিক বউ - golpo bazar

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৮

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৮
Nirob Ahmed Kowcer

_ আব্বু বলবে আমায় না করছে বলতে এখন একটু আদর করতে দাও তো কথা কম বলে { তমা }
তখন এইবলে তমা নিরবের কাছে গিয়ে শক্ত করে মাথায় ধরে তার ঠোঁট গুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো পাচ মিনিট পর ছেড়ে দিয়ে বললো।

_ যাই করো না তুমি নিজ চোখে না দেখলে কখনো সন্দেহ করবো না বিশ্বাস রাখার চেষ্টা করো আমার আর আমার ভালবাসা আদর যেন কমতি না থাকে { তমা }
এটা বলেই তমা রুম থেকে বের হয়ে গেলো,,,,
তখন নিরব বলে উঠলো।

পর্ব গল্প পড়তে এখানে ক্লিক করুন 

_ সন্দেহ করলে আমার কি আমি কি কইছি আমারে সন্দেহ করতে আমারে বিয়ে করছে ক্যা সন্দেহ করলে হুদাই আমার সিঙ্গেল ঘরে আগুন লাগাতে আইছে লুচ্চা বউ সব ইজ্জত কেরে নিছে একদিনেই আর বলে কমতি না থাকতে আদর ভালবাসা আর যাই হোক বউ কিন্তু আমার সিনিয়র হেব্বি রোমান্টিক বউ একটু তো ঝালাবোই আমি এখন { নিরব }
এই বলে নিরব মুচকি হেসে উঠলো তারপর নিরব উঠে ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে রুমে বসে রইলো তখনি নিরবের নানু ঘরে আসলো তখন নিরব দেখে বললো।

_ কেমন আছো নানু কখন আসলে { নিরব }
_ এইতো ভাল আছি তুই কেমন আছিস আমি আসছি ১১ টার দিকে { নিরবের নানু}
_ ভালো নাই গো নানু আমি { নিরব }.
_ কেন কি হয়েছে তর আর পরিক্ষা কেমন হলো আজ { নানু }
_ ভালোই হয়েছে পরিক্ষা আসো বসো কি হয়েছে বলি { নিরব }
তখন নিরব তার নানু কে নিয়ে খাটে বসালো বসে তার নানুর গলা জরিয়ে ধরে বললো।

_ নানু গো আম্মা বিয়া কইরা দিছে গো তোমার এই নিরীহ শিশু নাতিন কে { নিরব }
_ ডং করিস না ছাড় তাতে কি হয়েছে এতে তো তর আরও ভালো হয়েছে { নানু }
_ ভালো মন্দ বুঝি না আমার এতো তারাতাড়ি বউ লাগতো না বলছি আরো পরে বিয়ে করবো বলছি কত স্বপ্ন ছিলো এখন একটু টইটই করে ঘুরাঘুরি করবো যেখানে খুশি সেখানে যাবো কত মাইয়া আছে তাদের লগে লাইন টাইন মারবো ভাবছি কিন্তু তা আর হতে দিলো না গো { নিরব }

_ ঠিকি করছে তর মা বিয়ে দিয়ে তকে টইটই করে ঘুরাঘুরি করবি এখন বউ নিয়ে ঘুরবি আর এটাই ঠিক হয়েছে তুই যেই শয়তান বিয়ে দিয়ে ঠিক করছে { নানু }
_ তুমি ও এই কথা বললে { নিরব }
_ হুম সারাদিন তো বাসায় থাকিস না আজাইরা ঘুরিস এখন ঠিক আছে সংসার কর { নানু }
_ তুমি ও আম্মু আব্বুর সাথে মিলে গেছো। ভাবলাম তুমি আমার পক্ষে কথা বলবে কিন্তু না { নিরব }
_ তর পক্ষে থাকা যাবে না { নানু }

_ কেন ঘুস খাওয়াতে হবে নাকি সরকারি অফিসার দের মতো {, নিরব }
_ তাও হবে না তুই পাজি হয়ে গেছিস তাই { নানু }
নিরব তখন কিছু বলতে যাবে তখন আবার তার নানু বলে উঠলো
_ বউ তো একদম পরির মতো তর সাথে মানিয়েছে ভালোই { নিরবের নানু }
তখনি নিরব এর আম্মু রুমে আসলো এসে বললো।

_ যানো বিয়ে করার আগে নাম শুনেই দৌড়ে পালিয়ে যেতে চাইছিলো { নিরবের আম্মু }
_ সে-কিরে কেন কি হয়েছে { নানু }
_ আর বলো না বলে বিয়ে করবে না সিঙ্গেল থাকাই ভালো { নিরবের আম্মু }
_ তো আমি খারাপ কি বলছি কত শান্তিতে ছিলাম এখন হুদাই একটা বউ বাইন্ধা দিছো { নিরব }
তখন নিরব তার আম্মুর পিছনে তাকিয়ে দেখে তমাও আছে এই কথা শুনে তমা রাগে কটমট করছে তখন নিরবের আম্মু বলে উঠলো।

_ চুপকর শয়তান পোলা তমা মা তুমি এইদিকে আসো { নিরবের আম্মু }
তখন তমা কাছে গেলো তখন নিরবের আম্মু বললো।
_ তুমি নিরবের পাশে গিয়ে বসো { নিরবের আম্মু }
_ ঠিক আছে { তমা }
এটা বলে তমা নিরব এর পাশে বসে পড়লো মাথায় কাপড় দিয়ে তখন নিরব এর আম্মু বলে উঠলো।

_ এখন কতো সুন্দর লাগছে দুজন কে পাশাপাশি { নিরবের আম্মু }
_ হুম খুব সুন্দর মানিয়েছে দোয়া করি তোমরা সুখি হও { নিরবের নানু }
তমা লজ্জায় লাল হয়ে গেছে শুনে তখন নিরবের আম্মু বলে উঠলো।
_ শুনো মা নিরব কিন্তু বাসায় একদম থাকে না আগের চেয়ে শয়তান হয়ে গেছে এখন থেকে সামলে রাখার দায়িত্ব তোমার যদি তোমাকে বকা দেয় মারে তাহলে আমারে আর নিরবের আব্বু কে বলবে তাহলে অরে হাড্ডি গুড্ডি ভেঙ্গে দিবো { নিরবের আম্মু }

_ চিন্তা করবেন না আম্মা আমি ঠিক করে নিবো { তমা }
তখনি নিরব বলে উঠলো
_ এইগুলা কিন্তু ঠিক না আম্মু কি বলে দিচ্ছ { নিরব }
_ তুই চুপ কর { নিরবের আম্মু }

ওহ আপনাদের ছোট্ট করে একটু বলে দেই নিরবের নানু থাকলেও নানা নেই অনেক আগেই সবাই কে ছেড়ে চলে গেছে নিরবের আম্মুর আরেকটা বোন আছে আঁচিল নাম তার কাছেই নিরবের নানু বেশিরভাগ থাকে সবাই আসছে আজ এখন গল্পে ফেরা যাক।

তারপর সবাই মিলে কথা বলতে লাগলো কিছুক্ষণ পর নিরবের আব্বু বাসায় আসলো বাহির থেকে।

তারপর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলো বিকেলে নিরবের সব বন্ধু আসলো দেখতে সাথে তাদের আম্মু আব্বু কে নিয়ে আসলো।

সবাই কথা বলে দেখে চলে গেলো
বিকেলে গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যা গড়িয়ে রাত হলো।

রাতে নিরব একটু তারাতাড়ি খাবার খেয়ে নিলো কারন সে পড়তে বসবে আগামীকাল আবার পরিক্ষা সারাবছর তো পড়ে না পরিক্ষা এলেই পড়ে তামাতামা করে ফেলে ।

বাসায় মেহমান আছে যার কারনে আজ তমা নিরবের কাছে তেমন আসে নাই দরকার ছাড়া।

নিরব ঘরে বসে পড়ার প্রস্তুতি নিচ্ছে তখনি তার আব্বু আসলো এসে বললো।

_ কিরে তুই কি করিস { নিরবের আব্বু }
_ এইতো আব্বু পড়তে বসবো { নিরব }
_ ভালোই তো মেয়েদের সঙ্গে ঘুরাঘুরি করিস { নিরবের আব্বু }
_ কে আমি { নিরব অবাক হয়ে }
_তা নয়তো কি আমি { নিরবের আব্বু }

_ তুমি ও না আব্বু দূর মঝা করো না তো { নিরব }
_ চুপ কর হারামজাদা চমকি কে { নিরবের আব্বু }
_ যানতাম এটাই জিজ্ঞেস করবে { নিরব মনে মনে }
তখন নিরবের আব্বু ধমক দিয়ে বললো।

_ বল কে মেয়ে এটা { নিরবের আব্বু }
_ তুই নাম যানলে কি করে আর দেখলে কই আব্বু { নিরব }
_ নুপুর দেখাইছে এখন বল { নিরবের আব্বু }
_ আসলে আব্বু চমকি হচ্ছে আমার ক্লাস মেট সে নাকি আমায় পছন্দ করে { নিরব }
_ তুই কি বললি { নিরবের আব্বু }
_ আমি না বলে দিয়েছি { নিরব }.

_ তুই বলিস নি তুই বিবাহিত আর তর ছবি অর সাথে কেন ফেসবুকে দেখলাম { নিরবের আব্বু }.
_ বিয়ে করলাম গতকাল বলার সময় পেলাম কই আগামীকাল বলে দিবো আর তার সাথে বন্ধু হিসেবে ছবি তুলে ছিলাম একদিন সেটাই ফেসবুকে শয়তানি করে আপলোড করে দিছে সমস্যা নেই আগামীকাল বলে দিবো { নিরব }
_ শুন আমি খোঁজ নিয়ে তার বাসা থেকে কথা বলে আসছি চমকির সাথে আর বলে আসছি তুই বিয়ে করে ফেলছিস তকে যদি আর কোনো দিন এমন কিছু শুনি দেখি তাহলে মেরে হাড্ডি গুড্ডি ভেঙ্গে ফেলবো মনে রাখিস কথা { নিরবের আব্বু }

_ ঠিক আছে আব্বু চিন্তা করো না এমন কিছু করবো না { নিরব }
_ হুম এখন পড় ভালো করে {, নিরবের আব্বু }.
এইবলে নিরব এর আব্বু চলে গেলো তখন নিরব বলে উঠলো।
_ যাক বাবাহ বাঁচা গেলো সব সমস্যা মিটিয়ে দিলো আব্বু আমার আর কিছু করতে হলো না এখন পড়ি { নিরব }.
এইবলে তখন বই বের করে পড়তে লাগলো তখনি হঠাৎ ফোন বেজে উঠলো নিরব এর তাকিয়ে দেখে অপরিচিত ফোন নাম্বার তখন নিরব ফোন রিসিভ করে সালাম দিলো ওপাশ থেকে সালাম এর উওর দিলো একটি মেয়ে তখন নিরব বলে উঠলো।

_ কে আপনি { নিরব }.
_ আমি ভুত
_ তো গাছে যান এইখানে ফোন দিছেন কেন { নিরব }
_ আপনার ঘাড় মটকে দিবো তাই
_ ফাজলামো রেখে বলেন কে আমি পড়তে বসছি সময় নাই { নিরব }
_ আমি সুমি { সুমি }
_ কোন সুমি [ নিরব ]

_ বিয়ের দিন যে কথা হলো আপনি খাওয়ার সময় আর সিঙ্গেল বলে ফোন নাম্বার দিয়েছেন { সুমি }
_ হ্যা এইবার চিনতে পারছি তা বলেন কি খবর { নিরব }.
_ আর খবর আপনি সিঙ্গেল বলে ফোন নাম্বার দিয়েছেন ভাবছি প্রেম করবো সিঙ্গেল থেকে মুক্ত হবো কিন্তু তার আগেই বিয়ে করে ফেলছেন দিল তর দিয়া মেরা { সুমি }

_ কি আর করা বলেন আমি নিজেই যানি না আমার বিয়ে হয়ে যাবে { নিরব }
_ আপনি তো বিয়ে করে ফেলছেন তা আমায় একটা বয়ফ্রেন্ড খুজে দেন প্রেম করমু { সুমি }
_ আমি খুজে দিবো { নিরব }
_ হুম আপনি তো বিয়ে করে ফেলছেন তাই আপনি খুজে দেন একটা { সুমি }
_ ঠিক আছে দেখি আমার বন্ধুদের মাঝে কে রাজি হয় { বন্ধুরা কেউ আছো নাকি সুমির সঙ্গে প্রেম করতে থাকলে কমেন্ট করে বলে দিও বেচারি সিঙ্গেল আছে }

_ চালু খুজে দিবেন { সুমি }
_ আচ্ছা দেখা যাক এখন বলেন আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে { নিরব }
_ সবাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে আর তমা কই { সুমি }
_, সবাই ভালো আছে তমা আম্মু আব্বুর সাথে আছে { নিরব }
তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলো নিরব।

তারপর আবারও নিরব পড়ায় মনোযোগ দিলো কিছুক্ষণ পর তমা রুমে আসলো এসেই বললো।

_ কি করো গো আমার মিষ্টি বর { তমা }
_ কাবাডি খেলি { নিরব }
_ তাহলে পড়ার টেবিলে কি করো খাটো আসো তাহলে দুজন মিলে খেলি 😜[ তমা ]
_ নাউজুবিল্লাহ ছি ছি বলে কি [ নিরব }

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৭

_ ঠিকি তো বলছি আসো না আসো পুরো খাট খালি খেলা হবে 😜 { তমা }
_ নাউজুবিল্লাহ বলে কি লুচ্চা বউ যাও তো ফাজলামো রেখে পড়তে দাও { নিরব }

সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.