সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৯
Nirob Ahmed Kowcer
তারপর আবারও নিরব পড়ায় মনোযোগ দিলো কিছুক্ষণ পর তমা রুমে আসলো এসেই বললো।
_ কি করো গো আমার মিষ্টি বর { তমা }
_ কাবাডি খেলি { নিরব }
_ তাহলে পড়ার টেবিলে কি করো খাটে আসো তাহলে দুজন মিলে খেলি 😜[ তমা ]
_ ছি ছি নাউজুবিল্লাহ বলে কি [ নিরব }
_ ঠিকি তো বলছি আসো না আসো পুরো খাট খালি খেলা হবে 😜 { তমা }
_ নাউজুবিল্লাহ বলে কি লুচ্চা বউ যাও তো ফাজলামো রেখে পড়তে দাও { নিরব }
_ কিহহহ সারাদিন পর কাছে আসলাম আর তুমি যেতে বলছো আদর ভালবাসা না দিয়ে { তমা }
_ তো কি বলবো না পড়লে পরিক্ষার খাতায় কি এই আদর ভালবাসা লিখে আসবো নাকি { নিরব }
_ হুম এটাই করো আর সাথে ইতিহাস কি তা লিখে আসবে { তমা }, 😜
পর্ব গল্প পড়তে এখানে ক্লিক করুন
_ দূর যাও তো কথা না বলে এখন আমি পড়বো যাও ফাজলামো করো না একদম তুমি আসলেই লুচু { নিরব }
_ তুমি কি বললে আমি লুচু { তমা }
_ হুম 🙄
_ তাই না তাহলে তাই হবো দাঁড়াও দেখাচ্ছি মজা { তমা }
এইবলে তমা গিয়ে নিরব এর হাত থেকে বই রেখে বসে থাকা চেয়ার একটু টেনে দূরে নিয়ে এসে নিরবের কোলে বসে পড়লো।
তখন নিরব বলে উঠলো।
_ কি করছো কি নামো কোল থেকে { নিরব }
_ নাহ নামবো না { তমা }
_ পড়তে দাও আগামীকাল পরিক্ষা তো { নিরব }
_ থাকুক তাতে আমার কি { তমা }
এটা বলেই তমা নিরবের সারা মুখে কিস করতে লাগলো আর বলতে লাগলো।
_ আমি তোমার লুচু বউ তাই না তাই লুচু গিরি করছি { তমা }
নিরব কিছু বলতে যাবে তার আগেই তমা তার ঠোঁট গুলো এক করে দিলো লিপ কিস করতে লাগলো তখন নিরব মনে মনে বলতে লাগলো।
_ কেমনডা লাগে এমনিতেই সারা বছর পড়ি না এই পড়ি না বলে ঝাঁটা মারে পিছনে বকা দিয়া তামাতামা কইরা লায় সারাবছর না পড়লেও এখন পড়ে ভাল রেজাল্ট করতে হবে পরিক্ষায় এমনিতেই পরিক্ষার চিন্তায় বাঁচি না তার উপর আবার দিছে বিয়ে করাই বউ বাইন্ধা সারাক্ষণ আমার নিরীহ শিশু ইজ্জত এর উপর পড়ে থাকে লুচ্চা মাইয়া থুক্কু লুচ্চা বউ কি আর কমু বাঁশ আইলে সব দিক থেকেই আহে কত স্বপ্ন ছিলো পরিক্ষা শেষে মাইয়া গো লগে টাংকি মারমু উরাধুরা ঘুরমু কিন্তু আর হতে দিলো না সব স্বপ্ন শেষ করে দিলো বিয়ে দিয়ে আমার সিঙ্গেল ঘরে আগুন দিয়ে দিছে সারা বছর না পড়ার ফল এখন শয়তান বউ ও পড়তে দেয় না । { নিরব }
এদিকে তমা লিপ কিস করা ছেড়ে গালে কামড় দিয়ে ধরে বসে আছে তখন নিরব বললো।
_ আহ গালে কামড় দিচ্ছ কেন ছাড়ো এখন অনেক দুষ্টুমি করছো এইবার যাও আর আমায় পড়তে দাও। { নিরব }
তখন তমা কামড় ছেড়ে বললো।
_ তুমি একা পড়বে কেন চলো দুজন মিলেই পড়ি সবি দুজনেই তো করি 😁😁😁 { তমা }
_ আবারও ফাজলামো করছো তুমি কি পড়বে হুম আমার ভাল লাগছে না কিন্তু আর এমনিতেই টেনশনে আছি আমায় পড়তে দাও { নিরব }
_ আমারও তো অনেক কিছু পড়ার আছে যেমন তোমার চোখের ভাষা হাসির রহস্য তোমার কিউট মুখটা কেন মায়ায় ফেলে তোমার মিষ্টি ঠোঁট গুলো কে আদর করতে কেন ভাল লাগে,,,,,,।
_ কেমনডা লাগে এখন দূর তর ছাই …..
এইবলে তখন নিরব তমা কে কোলে করে নিয়ে উঠে খাটে নিয়ে তমা কে ফেলে দিলো আর বললো।
_ এইজন্যই বলছি বিয়ে করতাম না । যানতাম সিঙ্গেল থাকার মতো শান্তি পাবো না।
এমনিতেই পরিক্ষার টেনশনে আছি চুপচাপ এখন ঘুমাও কোনো কথা বলবে না { নিরব }
_ বিয়ে করে তো ফেলছো এখন আর চিন্তা করেও লাভ নেই তোমার ভাগ্য ভালো আমার মতো এমন রোমান্টিক একটা বউ পাইছো আর তুমি যতই কিছু বলো কাজ হবে না আমি তো দুষ্টমি করবোই সবে মাত্র শুরু { তমা }
_ আজাইরা কথা বাঁধ দাও খাবার খেয়ে আসছো { নিরব }
_ হুম খেয়েছি { তমা }
_ এইবার ঘুমিয়ে পড়ো প্লিজ আপাতত আর শয়তানি ফাজলামো করো না পড়তে দাও প্লিজ { নিরব }
_ ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি ঘুমাবো কেমনে { তমা }.
_ কেমনে মানে বালিশ আছে খাট আছে সবি তো আছে শুয়ে পড়ো { নিরব }
_ কিন্তু তুমি তো নেই তুমি তো আমার বালিশ তোমার বুকে মাথা রেখে ঘুমাবো { তমা }
_ তাহলে বসে থাকো আমি ঘুমাতে দেরি আছে পড়া শেষ হলে তারপর { নিরব }
_ ঠিক আছে তারাতাড়ি পড়ে আসো আমি বসে আছি { তমা }
তখন নিরব গিয়ে পড়তে বসলো তমা চুপ করে বসে আছে নিরব পড়ছে আর তমা চুপচাপ তাকিয়ে দেখছে শুনছে কিছুক্ষণ যাওয়ার পর তমা বলে উঠলো।
_ পড়া হয়েছে { তমা }
_ নাহ { নিরব }
পাঁচ মিনিট যাওয়ার পর আবারও তমা বলে উঠলো।
_ পড়া শেষ হয়েছে { তমা }
_ নাহ
দুই মিনিট যাওয়ার পর আবার বলে উঠলো তমা।
_ কি গো পড়া হয় নি আর কতো পড়ো।
_ আল্লাহ দড়ি ফালাও আইয়া পড়ি আর থাহুম না দশ মিনিট হলো না পাগল করে দিচ্ছে। { নিরব }
_ দশ মিনিট হয় নি আমি তো মনে করলাম এক ঘন্টা হয়ে গেছে { তমা } 🙄
_ পড়তে কি তুমি বসছো না আমি {, নিরব }
_ তুমি বসছো { তমা }
_ তাহলে চুপচাপ বসে থাকো পড়া হলে আমি আসবো { নিরব }
_ আচ্ছা ঠিক আছে তারাতাড়ি পড়ে আসো আর তোমার ফোনটা দাও আমি ততক্ষণে একটু ফোনে ভিডিও দেখি { তমা }
_ ঠিক আছে নিয়ে নাও { নিরব }
তখন তমা নিরবের ফোন নিয়ে দেখতে লাগলো আর নিরব পড়তে লাগলো।
নিরব পড়তে পড়তে রাত ১১ টা বেঝে গেলো তবুও বসে পড়ছে তমা ফোন রেখে বসে আছে বেচারি কি করবে সে ঘুমাতেও পারছে না নিরব না শুয়ে পড়লে ।
তখন নিরব বই নিয়ে খাটে চলে আসলো বসে বসে পড়তে পড়তে কোমর ব্যাথা হয়ে গেছে তাই নিরব খাটে এসে বসতেই তমা জিজ্ঞেস করলো।
_ আর কতক্ষণ লাগবে { তমা }
_ আর এক ঘন্টা { নিরব }
এইবলে নিরব খাটে বসে পড়তে লাগলো তমা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর মাঝে মধ্যে চুল গুলো এলোমেলো করে দিচ্ছে চুমু দিচ্ছে নিরব এর গালে
নিরব কিছুই বলছে না পড়ায় মনোযোগ
তখন তমা গিয়ে নিরবের কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে রইলো।
নিরব চুপ করে পড়তে লাগলো কিছু বললো না।
কিছুক্ষণ পর তমা উঠে নিরব এর হাত থেকে বই নিয়ে নিলো তখন নিরব বললো।
_ কি হলো বই নিলে কেন { নিরব }
_ শুনো না আদর লাগবে আমার এখনি { তমা }
_ অসম্ভব আজ { নিরব }
_ সবি সম্ভব আমিই করছি দাড়াও তোমার আর পড়তে হবে না আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি { তমা }
_ কি কিসের কন্ট্রোল।
তমা কিছু না বলে নিরব কে ধাক্কা দিয়ে খাটে শুইয়ে দিলো তখন নিরব আবারও বলে উঠলো।
_ কি করছো।
সিনিয়র হেব্বি রোমান্টিক বউ পর্ব ৮
তখন তমা তার শাড়ির আচল ফেলে দিলো আর হঠাৎ করে আবারও ইতিহাসে চলে গেলো। 😁😁😁😁😁😁
সকালে নিরবের ঘুম একটু তারাতাড়ি ভেঙে গেলো চোখ খুলতেই দেখলো তমা তার উপর তখন তমা কে পাশে শুইয়ে দিলো নিরব আর উঠে বসতেই তার সারা সরিল ব্যাথা অনুভব করতে লাগলো…….