মানিকের পরীক্ষা ভালো হয়নি। সে মুখ গোমড়া করে নিমগাছ তলায় বসে আছে। ক’দিনের ঝামেলায় একটুও পড়াশোনা হচ্ছে না। আজ থেকে আবার নতুন করে পড়া শুরু করতে হবে। নিজের জীবনের সাথে নতুন কাউকে জড়ানোর ইচ্ছে মানুষকে কর্মঠ করে তোলে। তার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। পদ্মাকে নিজের করে পাওয়ার ইচ্ছেটা আজ-কাল বেশ তীব্র হয়ে উঠেছে। সারাক্ষণ মেয়েটার কথা ভাবতে ইচ্ছে করে।