"আমি এই লোককে কিছুতেই বিয়ে করবো না আব্বু!!" কথাটা শেষ হওয়ার সাথে সাথে নবনীতার গালে থাপ্পড় মারলেন আফজাল সাহেব। নবনী কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে কাঁদছে। আফজাল সাহেবঃ তোমার সাহস দেখে আমি অবাক নয় হয়ে পাড়ছি না!! এতো কিছুর পরেও তুমি মুখ খুলে কথা বলছো..? তোমার লজ্জা করছে না..!??