পূর্ণিমার চাঁদ যেন রাতের আকাশে এক স্বর্গীয় প্রদীপ, তার কোমল রূপালি আলোয় স্নান করছে গোটা প্রকৃতি। আকাশের নীল গহ্বরে চাঁদের চারপাশে ছড়িয়ে পড়া আলো এক মোহনীয় মায়াজাল সৃষ্টি করেছে। মৃদু মৃদু সাই সাই করে বইছে হিমেল বাতাস, যেন প্রকৃতির এক নীরব সঙ্গীত।বাতাসের প্রতিটি স্পর্শে মনে হয়, কোনো অদৃশ্য শিল্পী তার অনুভূতির রঙে রাতকে রাঙিয়ে দিচ্ছে।প্রকৃতির এই রূপ যেন এক কবিতা, যা শুধুই অনুভবের জন্য। চাঁদ আর বাতাস ম...