" মাশিয়াত, এই মাশিয়াত, আর কত ঘুমাবি? বেলা এগারোটা বাজে অথচ তোর ঘুম থেকে উঠার নামই নেই। সারারাত জেগে কি করিস? পড়াশোনার বেলায় তো অষ্টরম্ভা। এখনই যদি না উঠিস, তবে তোর শরীরে পানি ঢালব বলে দিলাম। " রেহানা সিদ্দিকী মেয়েকে ডাকতেই থাকলেন। কিন্তু তার মেয়ের ঘুম থেকে ওঠার কোন লক্ষণই দেখা গেলনা।