"আপনাকে দেখার জন্য প্রাণ টা ছটফট করছিলো।আপনি হীন তৃষ্ণায় আমি যে ব্যাকুল তৃষ্ণার্ত ভিয়ান নাওয়াফ।শ্রেয়সীর কথায় মাথা তুলে শ্রেয়সীর মুখ পানে চাইলো ভিয়ান।এরপর শ্রেয়সীর মলিন মুখ খানি হাতের আজলায় ভরে অভিযোগ এর স্বরে বলে উঠলো"তুমি সব সময় আমাকে কষ্ট দিয়ে আনন্দ পাও তাইনা?তোমার দেয়া কষ্ট গুলো যে আমি সহ্য করতে পারি না তা কি তুমি জানোনা?মানুস এতটা হৃদয় হীন কি করে হতে পারে শ্রেয়া?তুমি জানো আজ সারাদিন আমার কেমন ...