আকাশে কালো মেঘ উড়ে বেড়াচ্ছে। চৈত্রের রোদময় দিনে হঠাৎ করে আকাশ বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছে। মেঘ ডাকছে থেকে থেকে। এই বৃষ্টিময় দিনেই মাথায় ছাতা নিয়ে এগিয়ে আসছে একটি মেয়ে। ঘামাক্ত শরীর নিয়ে বেশ বিরক্ত সে। বৃষ্টির বেগ বাড়তেই ছাতাটা ফেলে দিলো রাস্তায়। অত:পর ছুটে চললো ভেজা রাস্তা দিয়ে। এখন বেশ স্বস্তি পাচ্ছে।