বড় বোনের প্রেমিককে নিজের বর হিসেবে দেখে চমকে ওঠে ছোঁয়া। তাকে বিয়ে করতে হবে? কিন্তু এমনটা তো কথা ছিলো না। এই লোককে কি করে বিয়ে করবে সে? খুব ভালো করেই চেনে তাকে। দুজনের মেন্টালিটি আলাদা। সংসার করবে কিভাবে? কিন্তু বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে ছোঁয়া কথা বলতে পারে না। চিৎকার করে বলতে পারে না "বাবা আমি তাকে বিয়ে করবো না। প্লিজ আমাকে বিয়ে দিও না"