" মামা, কতক্ষণ এভাবে রিক্সা দাঁড় করিয়ে রাখবেন? এভাবে দাঁড়িয়ে থাকলে আমাদের প্রথম ক্লাস মিস হয়ে যাবে। এদিকে সূর্য মামাও আজ বড্ড খেপেছে। আপনাদের দুই মামার প্যারায়, আমরা দুই অবুঝ ভাগ্নি সিদ্ধ হচ্ছি। শুনেছি মামারা নাকি আদুরে হয়। কিন্তু আপনাদের দেখে সেই ধারনা পাল্টে গেছে আজকে। " ওড়নার কোনা দিয়ে বাতাস করার বৃথা চেষ্টা করছে আশফি। ঘামে ওর মুখ ভিজে গেছে। কপাল বেয়ে ঘামের সরু রেখা নেমে এসে ভ্রুতে মিশেছে। টিস...