ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে সাতটা বেজে আট মিনিট। মাইমুনা বেগম ঘরময় পায়চারি করে চলেছেন। একটু পরেই কলিংবেল বেজে উঠলো মাইমুনা বেগম বেলন হাতে নিয়ে চলে গেলেন দরজা খুলতে। দরজা খুলতে না খুলতেই বলে উঠলেন, “দস্যি ছেলে। এত রাত অব্দি বাইরে কি করো? আজ তোমায় আমি..” কিছু বলতে গিয়েও থেমে যান৷ কারণ তার আন্দাজ পুরোপুরি বিফলে গেছে। দরজায় তার পুত্র নয় বরং পতি দাঁড়িয়ে।