ঠাস করে সপাটে একটা থাপ্পড় খেয়ে শ্রাবণী নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো। বাড়ি ভর্তি আত্মীয়-স্বজন গিজগিজ করছে। সবার সামনে মায়ের কাছে এমন তিরস্কার পেয়ে ফুফিয়ে কেঁদে উঠলো মেয়েটা। আড় পাড়ের প্রতিবেশী আর গ্রামের মানুষ দিয়ে গোটা বাড়ি ভর্তি হয়ে গেলো কয়েক মুহূর্তের মধ্যে। মেয়েটাকে এভাবে মার খেয়ে পড়ে থাকতে দেখে ও কারোর মনে এতটুকু দয়া মায়া কাজ করলো না মেয়েটার প্রতি। প্রত্যেকে দ...