বিয়ের আসরে বরের স্থলে নিজের চাচাতো ভাই আবরাজকে দেখে চরম পর্যায়ের অবাক হয়ে গেল নিঝুম। হতবাক হয়ে তাকিয়ে রইলো শেরওয়ানি পরিহিত আবরাজের দিকে। আবরাজও ঠিক একইভাবে অবাক চোখে তাকালো নিঝুমের দিকে। নিঝুমকে ভালো ভাবে পরখ করে যখন তাকে বধূবেশে দেখলো তখন আবরাজ চরম পর্যায়ের রেগে গেলো। নিজের মাথা থেকে বিয়ের পাগড়িটা খুলে দূরে ছিটকে ফেলে বলে,"অসম্ভব,আমি কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। চাচা, তুমি তো বলেছিলে অনেক ভাল...