বাসর রাত নিয়ে সব মেয়ের মনে থাকে যেমন ভয় তেমন ভাবেই থাকে অগনিত স্বপ্ন। আমার মনেও দুইটা বাস করচ্ছিলো তার সাথে ছিলো উত্তেজনা। কারন আমি আমার স্বামিকে এই নিয়ে দ্বিতীয় বার দেখবো আমাদের কথাও হবে আজ প্রথম। আরুমিতার ভাবনার মাঝেই দরজা খুলার আওয়াজ কানে আসে। আরুমিতা চোখ তুলে তাকাতেই চোখ পড়ে তার স্বামি আরিয়ান ধ্রুবের দিকে।তিনি পেশাই একজন কন্ঠশিল্পি অনেক নাম ডাক তার।অরুমিতা নিজের স্বামির কাছে এসে তার পা ধরে...