" বড়মা, পেখম আপুকে বিয়ে করবেনা জন্য রাজ্য ভাইয়া বাড়ি থেকে পালিয়েছে। " দেবরের ছেলে সিনানের মুখে এহেন অলক্ষুণে কথা শুনে ধপ করে মেঝেতে বসে পরলেন রাবেয়া সুলতানা। বাড়িতে মেহমান গিজগিজ করছে। সৈয়দ শামসুল হকের নাতনীর বিয়ে উপলক্ষ্যে আশেপাশের তিন গ্রামের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িতে দাঁড়ানোর তিল পরিমাণ জায়গা নেই। রাবেয়া সুলতানা নিজের রুমে কিছু একটা করছিলেন, ঠিক তখনই তার ছোট দেবর সৈয়দ রাকিব আহমেদ এর ছে...