" দোস্ত আমার মালটা আসলে একটু আওয়াজ দিস। সকাল সকাল তাকে বিরক্ত করে কলিজা গরম করব। " কলেজের ক্যাম্পাসে বসে দুই বান্ধবী আড্ডা দিচ্ছে। আড্ডার এক পর্যায়ে রাহা তার বান্ধবী ইমাকে বলল। " ছিহ্ রাহা, এটা কোন ভাষা হইল! তুই না দিন দিন ক্ষ্যাতের মত কথা বলতে শুরু করেছিস। মাল কাকে বলছিস? সে না আমাদের টিচার? " " দোস্তরে, তোর কাছে সে টিচার কিন্তু আমার কাছে সে মাল বৈ কিছুই নয়। সে আমার আজন্মের ক্রাশ। তুই এখন চুপ থাক...