পুরানো ডাইরী টা হাতে নিয়ে বদ্ধ ঘরে একের পর এক সিগারেট টানছে ইনিয়া। এলোমেলো রুম। চার পাশে সিগারেটের খোসা। হালকা লাল আলো ঘরটার পরিবেশ আরো ভয়াবহ অবস্থা করে রেখেছে। সুনাধন্য ব্যবসায়ী নওয়াজ আহমেদ এবং সুমনা ইসলাম এর একমাত্র মেয়ে ইনিয়া। ছোট থেকে মা বাবার প্রিয় মেয়ে ছিলো ইনিয়া। লেখাপড়া নাচ গান আবৃত্তি সব কিছুতেই ইনিয়া সবার আগে। তবে একটা ঝড় যেনো হঠাৎ মেয়েটার জীবন একদম এলোমেলো করে দিলো। সুমনা মেয়ের ঘরে উকি...