বিয়ের রাতে প্রিয়ন্তী কে ছেড়ে তার বর কাউকে না জানিয়ে কোঁথায় চলে গিয়েছে জানে না কেউ। তবে এ নিয়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রিয়ন্তীর। সে জানে না তার বর কোঁথায় গিয়েছে। নতুন পরিবার, নতুন মানুষ জন আবার বিয়ের পর তার বর উধাও! বেশ অস্থিরতা কাজ করছে তার মনের ভিতর। এর মধ্যে প্রিয়ন্তীর দাদী শ্বাশুড়ি বলে উঠলো, “যে মেয়েকে বিয়ের দিন রাতে তার স্বামী রেখে চলে যায় সে আদোও সংসার করতে পারবে? বলেছিলাম গ্রাম থেকে ভালো দ...