ক্যাম্পাস ভর্তি মানুষের সামনে দশাসই থা'প্প'ড় খেয়ে স্তব্ধ হয়ে সামনের মানুষটির দিকে তাকিয়ে আছে মাশিয়াত। আজ অব্দি যে মাশিয়াতের শরীরে কেউ ফুলের টোকা দিতে পারেনি, সেই মেয়েকে কিনা একজন অজানা-অচেনা একজন থাপ্পড় দিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে! আঁড়চোখে ক্যাম্পাসের সর্বত্র অবলোকনের ব্যর্থ চেষ্টা করছে সে। আশেপাশের কিছু অংশ ছাড়া বাকি সবকিছুই ওর চোখের আড়ালে। কিন্তু যতটুকুই ও অবলোকন করতে পেরেছে তাতেই রা'গে...