চৌধুরী বাড়ির বউয়েরা বাড়ির বাইরে পা রাখার সাহস দেখায় না, তুমিও সে দুঃসাহস দেখিও না নতুন বউ।" নিজের শাশুড়ীর মুখে এই কথা শুনে আশালতা ঘাবড়ে গেল৷ গত কালকেই চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছে সে। আর আজ থেকেই তার উপর এই ধরণের শাসনের করাঘাত এসে পড়ল। আশালতা নিজেকে গুটিয়ে নিল। তার শাশুড়ী মোসলেমা বেগম বললেন,"তোমার পরনের সব গয়নাগাটি খুলে আমার হাতে দাও। তোমায় এসব গহনায় মানাচ্ছে না। তার থেকে বড় কথা এসব তুমি সামলাতে প...