গান শেষ করার আগেই কেউ একজন এসে অরুমিতার হাত থেকে গিটার কেড়ে নিলো। হঠাৎ এমন হওয়াই চমকে তাকাতেই থমকে গেলো অরুমিতা। তার স্বামি তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুমিতা ঢোগ গিললো। গান গাইতে গাইতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে অরুমিতা টের পাইনি। সে জানে এই ভুলের কঠোর শাস্তি এখন সে ভোগ করতে চলেছে। অরুমিতার কথা সত্যি হলো। তার স্বামি তার কঠোর হাত দাড়া মুষ্টিবদ্ধ করে নিলো অরুমিতার দীঘল কালো চুল গু...