রাত একটা অবধি বাসর ঘরে শাড়ি পড়ে বসে রয়েছে লাজ কিন্তু বরের কোনো খবর নাই। সারাদিন টার্য়াড থাকার ফলে তার চোখে ঘুম চলে আসে তাই বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ কেউ একজন দরজা খুলে ভিতরে ঢুকে আয়াত দরজার শব্দ চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখে একজন সুদশর্ন পুরুষকে। যার পরণে সুন্দর শেরয়ানি যার জীম করা বডি মায়াবী মুখ আয়াতের চোখ যেনো সরছে না সামনে থাকা মানুষের চেহারার উপর থেকে।