বাইরে থেকে গোলাগুলি, মারামারির শব্দ ভেসে আসছে। প্রিয়মের পুরো মাথা কালো পর্দায় আবৃত থাকায় টিমটিমে আলো ছড়ানো ঘরটাও ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে। তার হাতদুটো পিছমোড়া করে চেয়ায়ের সঙ্গে বাঁধা। ফলে ছুটোছুটি করেও লাভ বিশেষ হচ্ছে না। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা তাও চলমান থাকল। অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছে বাবা-মায়ের সাথে দেখা করতে, কিছু সময় কাটাতে। কিছুদিন এখানে থেকে আবার চলে যাবে অস্ট্রেল...