পাত্র হিসেবে নিজের চোখের শত্রুকে মৌটেও আশা করেনি আদ্রিতা। তার চোখের সামনে যেনো এই মহূর্তে শর্ষে ফুলের বাগান তৈরি হয়ে গেছে। মূর্তির ন্যায় সেখানেই তার পা জমে গেছে। কখন যে বেহুশ হয়ে গেছে আদ্রিতা টের ও পায়নি। এদিকে পাত্রকে দেখে পাত্রী বেহুশ ব্যাপারটা না মানতেই লজ্জাকর বটে। বিশেষ করে পাত্রর জন্য কারন পাত্রকে দেখেই পাত্রী জ্ঞান শূন্য হয়ে মেঝেতে পড়ে গেছে। রাগে দুঃখে মুখ কালো করে সাইডে দাঁড়িয়ে পড়ে নীড়...