“আব্বা আমি কোনো গুন্ডা কিংবা সন্ত্রাসীকে বিয়ে করতে রাজি নই। তুমি ওনাদের এখান থেকে চলে যেতে বলো।”পাত্রপক্ষের সামনে হুট কথাটা বলে ওঠে বেলী। আজ যে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে তারা এলাকার বড় নামকরা পরিবারের বড় ছেলে। নামকরা পরিবার কারণ তাদের পরিবারের সকল সদস্য গুন্ডাদের দলে নাম লিখেছে বহু বছর আগে। আর সে পরিবার থেকে বেলীকে দেখতে এসেছে। গ্রামেই বেলীর বড় হয়ে ওঠা। আর সে ছোট থেকে সবকিছুই জানে। দেখে এসেছে। গ্...