“এই গ্রামে কখনো কোনো অবিবাহিত ছেলে মেয়ে একে অপরের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখায়নি অথচ তোরা কীনা এ দু'টো মেয়ের হাত ধরে বিরক্ত করছিস? এত বড় সাহস কে দিয়েছে তোদের?”ছেলে চারটা অপরিচিত পুরুষালী গম্ভীর কন্ঠের কথাগুলো শুনে সামনে তাকায়। কিছুটা বিরক্তি নিয়ে তাকালেও মানুষটার দিকে চোখ পরা মাত্রই সকল বিরক্তি উবে গিয়ে তীব্র জড়তা, ভয় এসে হাজির হয় মনের মধ্যিখানে। ভয়ে পালানোর জন্য অস্থির হয়ে উঠে তারা। এরই মাঝে ...