গতকাল মেহনূরের ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর আবরার সাদাফের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। বিষয়টা একদম গোপন রাখতে চেয়েছিল সবাই কিন্তু আজ ভার্সিটিতে এসে কথাটা একদম বাতাসের তোড়ে ছড়িয়ে যায়। কালকের বাগদানের কথাটি মেহনূর তখনই জেনেছিল। অথচ এ কথা আবরার সাদাফ আগে থেকেই জানে। অনেক কিছু খোলসা না করেই আজ নিত্যদিনের মতো ভার্সিটি এসেছে। কিন্তু যেই থেকে এসেছে এক এক করে মেয়েরা এসে শুভেচ্ছা জানাচ্ছে। এমনকি ...