নিজের চাচাতো ভাইকে বিয়ে করার পরই নিঝুম বুঝতে পারল তার জীবন এখন আর আগের মতো স্বাধীন থাকবে না। তাকে পরাধীনতার শিকলে বাঁ ধার জন্য এই বিয়েটাই যথেষ্ট ছিল। একটু আগেই তো সে তার চাচার মুখে শুনে এলো, তার পড়াশোনা বন্ধ করানোর পরিকল্পনা চলছে৷ এসব ভেবেই নিঝুমের চোখে জল চলে আসে। নিঝুম ভেবে দেখে, তার আসলে কি দোষ ছিল? নিঝুম তো ভালো মেয়ে৷ ছোটবেলা থেকে পাড়ায় মহল্লায় সব খানেই ভালো মেয়ে বলেই তার পরিচয় ছিল৷ সবাই তাকে ...