Publisher: গল্প বাজার
Publish Date: 3rd Nov 2024
Category: থ্রিলার
Language: বাংলা
Type: Ebook
Rating (14):
" মামা, কতক্ষণ এভাবে রিক্সা দাঁড় করিয়ে রাখবেন? এভাবে দাঁড়িয়ে থাকলে আমাদের প্রথম ক্লাস মিস হয়ে যাবে। এদিকে সূর্য মামাও আজ বড্ড খেপেছে। আপনাদের দুই মামার প্যারায়, আমরা দুই অবুঝ ভাগ্নি সিদ্ধ হচ্ছি। শুনেছি মামারা নাকি আদুরে হয়। কিন্তু আপনাদের দেখে সেই ধারনা পাল্টে গেছে আজকে। " ওড়নার কোনা দিয়ে বাতাস করার বৃথা চেষ্টা করছে আশফি। ঘামে ওর মুখ ভিজে গেছে। কপাল বেয়ে ঘামের সরু রেখা নেমে এসে ভ্রুতে মিশেছে। টিস্যু বের করে মুখ মুছল মেয়েটা।
16th April, 2025
ভাই গল্পটি শেষ এমন না করলেও পারতেন 🥺। পুরো গল্প ভালোই ছিল, শেষে এসে এমন করলেন। যাই হোক অনেক সুন্দর ছিল ।
4th April, 2025
ses dik diye arokom na dilei parten khob kosto lase happy ending hole khob Valo hoto🥺
25th February, 2025
ভাই শেষে টা সুন্দর হলো পারতো🥹🥹
1st January, 2025
62 episode ar prothom ta amn keno krlen.. nijeke niyonton krte parlam na sotti .. akta Happy ending na holeo amn ending asa krini 😭
14th December, 2024
sad ending na dileo parten apu khub kosto laglo 😔🥺
27th November, 2024
আসসালমু আলাইকুম, গল্প পড়তে বরাবরই আমার অনেক ভালো লাগে, তাই তো এসেছি গল্প বাজারে, কিন্তু একটা সমস্যা আছে, বাজারের গল্প থেকে ভুলে ও একবার বের হলে আর সেই অধ্যায় থাকে না, নতুন করে আবার প্রথম থেকে শুরু করে একটা একটা করে যেতে হয় পড়ার অধ্যায়ে 🙁 একটা গল্প তো আর এক বসা থেকে পড়া শেষ হয় না 😔 তাই এর একটা সমাধান করতে হবে তাহলে আমার মতো গল্প বাজারের কাস্টমার আরো বাড়বে ❤️
22nd November, 2024
শেষটা সুন্দর হলেও পারতো
9th November, 2024
happy ending ta hola valo lagato
7th November, 2024
অসাধারণ খুব ভালো লেগেছে আমার গল্পপ্রেমীদের কাছে গল্পই তার জগৎ আমার জগতের এটা একটা অন্যতম গল্প প্রচন্ড ফানি লেগেছে
5th November, 2024
আপনার লেখা গল্প মন ছুয়ে গিয়েছে।আর কান্না করেছি।