Publisher: গল্প বাজার
Publish Date: 23rd Jun 2024
Category: রোমান্টিক
Language: বাংলা
Type: Ebook
Rating (15):
কৃষ্ণবর্ণের অতিকায় বিশালদেহী পুরুষ। পাহাড়ের চূড়ার মত সুউচ্চ লম্বা ও প্রশস্ত কাঁধের অধিকারী। বিশালদেহী এমন কুচকুচে কালো পুরুষের সাথেই তার বিয়ে হয়েছে। দেখতেই রুচিতে বাঁধছে তার। এ পুরুষকে স্বামী হিসেবে কিভাবে মানবে সে? আর বাকী জীবনটায় বা কিভাবে কাটাবে? এশার ভেতরের সত্তা হাহাকার করে উঠল।
2nd February, 2025
খুব সুন্দর একটা ইতিবাচক দিক রয়েছে গল্পটিতে। অতিরঞ্জিত নয়।ভেবেছিলাম অনেক বড় হবে তবে মেঘা আপুর মার্জিত লেখা আর সুমিষ্ট শব্দচয়ন গল্পটিকে আরও উপভোগ্য করে তুলেছে।
14th January, 2025
মাত্র একদিনেই সুপুরুষ গল্পটা আমি পড়ে শেষ করে ফেললাম। এখন যে কি রিভিউ দেবো বুঝতে পারছি না, অসাধারণ একটা গল্প ছিলো।পুরো গল্পটা যেন আমার চোখের সামনে ঘটেছে এমন মনে হয়েছে।পুরোই বাস্তবভিত্তিক একটা গল্প। প্রথম প্রথম এশার উপর আমার রাগ হতো। কিন্তু পরে বুঝেছি এখানে এশার কোনো দোষ নেই।প্রতিটি মেয়েরই কিছু স্বপ্ন থাকে,এশারও ওরকম স্বপ্ন ছিল।এশা আসলে বাস্তব মেয়েদের চরিত্র।আর নিয়াজের কথা কি বলবো,জাস্ট দারুন লেগেছে আমার।প্রতিটি মেয়েদের যেমন স্বপ্ন পুরুষ থাকে নিয়াজ হয়তো সেরকম না। তবে নিয়াজ সুপুরুষ।বাস্তব জীবনে প্রতিটি মেয়েদের নিয়াজের মতো জীবন সঙ্গী দরকার।এশা যে পরবর্তীতে উপলব্ধি করতে, নিয়াজ কালপুরুষ হলেও সুপুরুষ এতেই আমি খুশি। ভালো থাকুক নিয়াজ -এশা। খুব মিস করবো ওদেরকে।মেঘা সুবাশ্রী আপুর প্রায় সবগুলো গল্পই আমি পড়েছি। তিনি খুব সুন্দর, সাবলীলভাবে, অশ্লীলতা বিহীন গল্প ফুটিয়ে তোলেন। সুপুরুষ গল্পটা ও এর ব্যতিক্রম নয়। টানা হ্যাচড়া করে বড় না করেই খুব সুন্দর ভাবে আপু গল্পটাকে লিখেছেন। আমার পড়া বেস্ট একটা গল্প ছিলো। এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য মেঘা সুবাশ্রী আপুকে অসংখ্য ধন্যবাদ 💖♥️💞💝🏵️💖 ভালোবাসা অবিরাম। এভাবেই আমাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিও আপু।এটা আমার প্রথম রিভিউ,তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
13th January, 2025
💓💓অসাধারণ 💓💓
5th September, 2024
গল্পটা পড়ে এতো পরিমাণে আবেগ আপ্লুত হয়েছি সেটা বলে বুঝাতে পারবো না। কি রিভিউ দিবো বুঝতেছি না। একটু ট্রাই করে দেখি কিছু লিখতে পারি কি না। গল্পটি অত্যন্ত স্নিগ্ধ ও হৃদয়স্পর্শী। মূল চরিত্র দুজনের মধ্যে বয়সের পার্থক্য এবং ছেলেটির গায়ের রঙ কালো হওয়া সত্ত্বেও গল্পের ভিন্নধর্মী সম্পর্কের কারণে গল্পটিকে অনন্য করে তুলেছে। শুরুতে, মেয়েটি ছেলেটির প্রতি কোনও আকর্ষণ বা গুরুত্ব দেয় না, যদিও ছেলেটির ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। মেয়েটির অবজ্ঞা তাকে কষ্ট দিলেও ছেলেটি কখনও তাকে চাপিয়ে দেয়নি। বরং, সময়ের সাথে ধৈর্য ও স্নেহের মাধ্যমে, তারা দুজনেই একে অপরকে নতুনভাবে আবিষ্কার করে এবং তাদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত একটি মিলনের মধ্য দিয়ে পরিণতি লাভ করে। গল্পের কিছু জায়গায় যে ধরনের দৃশ্য ছিল, সেগুলো খুব সহজেই অশ্লীল বা খারাপ লাগতে পারত, কিন্তু লেখিকা অত্যন্ত মার্জিত ও সুশৃঙ্খল ভাষার ব্যবহার করে সেই দৃশ্যগুলোকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে, কোনও অসুবিধা বা অস্বস্তি হয়নি। লেখিকার লেখা এতটাই মনোমুগ্ধকর যে প্রতিটি বাক্য হৃদয়ে দাগ কাটে। তাঁর লেখার মাঝে কিছু একটা আছে, যা পাঠককে গভীরভাবে আকৃষ্ট করে এবং গল্পে ডুবে যেতে বাধ্য করে। গল্পটি কেবল একটি প্রেম কাহিনী নয় বরং এটি অনেক শিক্ষণীয় একটি কাহিনী। এটি শেষ পর্যন্ত একটা সুন্দর বার্তা দেয় যে, গায়ের রঙ দিয়ে মানুষকে কখনও বিচার করা যায় না। ছেলেটির গায়ের রঙ কালো হলেও, তার ভালোবাসা, চরিত্র এবং ধৈর্য তাকে অনন্য করে তুলেছে। কালো রঙ কখনোই খারাপের প্রতীক নয়। লেখিকা এই বার্তাটি অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন, যা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটি পড়ে যেমন তৃপ্তি পেয়েছি তার সাথে অনেক কিছু শিখতেও পেরেছি। লেখিকার গল্পে সব সময়ই শিক্ষণীয় একটা দিক থাকবেই থাকবে। এটা তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই শিক্ষা দিয়ে মুড়ানো। দোয়া করি আপনি জীবনে অনেক বড় হন আর সুখী হন। সবশেষে বলবো, আমাদেরকে এতো সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা❣️
17th August, 2024
পড়ব না পড়বনা করে পড়েই ফেললাম দারূন ছিল গল্পটা
10th August, 2024
অসাধারণ হয়েছে গল্পটা 🥰🥰
25th July, 2024
টাকা পেমেন্ট করলাম গল্প পড়া যাচ্ছে না কেনো
26th June, 2024
ভালো
25th June, 2024
আলো বলে অন্ধকার তুই বড়ো কালো, অন্ধকার বলে_ ভাই তাই তুমি আলো। কথাটি সম্পূর্ণ রূপে ফুটে উঠেছে আপনার এই গল্পে। বাহ্যিক সৌন্দর্য কিছু সময়ের, কিন্তু মনের সৌন্দর্য অপার।এশা তার স্বামী নিয়াজ কে কালো বলে দূর ছাই করলেও, নিয়াজ কিন্তু কখনও তার স্ত্রী কে কষ্ট দেয়নি। এতেই তার আসল রূপ প্রকাশ পেয়েছে। লেখিকা ম্যাডাম আপনি সত্যিই খুব ভালো লেখেন। আপনার লেখার হাত মার্জিত ও বটে। গল্প তো অনেক লেখিকা লেখে, কিন্তু আপনার লেখা আমার কাছে অনেক ভালো লাগে 🥰🥰🥰 কোন প্রকার অশালীন ভাষা ছাড়াই সহজে সব গল্পকথা তুলে ধরেন। প্রতিটি গল্পে থাকে শিক্ষনীয় বিষয়। এক একটা গল্পের মাধ্যমে আমাদের একটা করে সুন্দর মেসেজ দেন, যে কি ভালো আর কি খারাপ। "সুপুরুষ " গল্প টা ও এর বাইরে নয়। আমাদের সবার উচিত নিজের জীবন সঙ্গী কে প্রাধান্য দেয়া। রূপের দিক থেকে জাজ না করে তার গুন খুঁজে দেখা। স্বামী/স্ত্রী যেই হোক না কেন যদি ভালবাসা আর দায়িত্ববোধ না থাকে তাহলে সৌন্দর্য ধুয়ে পানি খাবেন? লেখিকা ম্যাডাম আপনি এমন সুন্দর সুন্দর গল্প আমাদের উপহার দিতে থাকুন। এতো সুন্দর গল্প আমাদের উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে লেখিকা ম্যাডাম 🥰🥰🥰❤️❤️❤️
25th June, 2024
মেঘা সুবাশ্রী আপুর ফেসবুক গল্পের নিয়মিত একজন পাঠিকা আমি।আর গল্প বাজারে পড়া প্রথম গল্প সুপুরুষ। গল্প টা বেশ ভালো লেগেছে। তবে এশার আর একটু নমনীয়তা হলে ভালো লাগতো।প্রতি টা মেয়েই আশা করে তা জীবনসঙ্গী বুঝদার দায়িত্বশীল ও যত্নবান হোক। তবে সকলের কপালের তো আর সুপুরুষ জোটে না।