দুই রাজা

দুই রাজা || শিক্ষণীয় গল্প || Golpo Bazar

ছোট গল্প

দুই রাজা : বড় রাজা আর ছোট রাজা। দুজনেই একদিন দিগন্ত বিজয় করতে চললো।
বড় রাজাঃ বড় বড় হাতি-ঘোড়া, কামানবন্দুক সাজিয়ে,,, জয়ঢাক পিটিয়ে,
সেনাপতিদের সঙ্গে নিয়ে বড় বড় রাজ্য জয় করতে গেল।

ছোট্ট রাজাঃ সাধারণ মানুষ নিয়ে,,,ছোট্ট ছোট্ট কামানবন্দুক,
হাতি নিয়ে ছোট্ট একটি পুঁটলি বেঁধে ছোট্ট রাজ্য জয় করতে গেল।
মস্ত বড় এই পৃথিবী – বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেলে।
সেনাপতিঃ মহারাজ,,, শুনে এলাম,,ছোট্ট রাজা ছোট্ট রাজ্য নিয়ে বড়ো সুখে আছেন।
বড় রাজাঃ “”তাকে গিয়ে বলো, আমি এই পৃথিবী জয় করে নিয়েছি।সে রাজ্য ছেড়ে
অন্যত্র যাক!””

দূত গেল ছোট্ট রাজার কাছে কিন্তু ছোট্ট রাজার সে রাজ্য এত ছোট্ট যে,,,
দেখতেই পেল না?রাজা কোথায়! রাজত্ব কোথায়!!!
সেনাপতিঃ ফিরে এসে বড় রাজাকে খবর দিল।চক্ষুর অগোচরে রাজত্ব।
সেখানে প্রবেশ করা খুবই কঠিন।
বড় রাজাঃ বড়ই খাপ্পা হয়ে বললো,,,”””চলো আমি যাব।”””
বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া, রথ-রথী নিয়ে পৃথিবী কাঁপিয়ে চললো ছোট্ট রাজার
রাজ্যে,,,কিন্তু,,,ছোট্ট রাজার রাজ্য এতই ছোট্ট যে,,,সেখানে হাতি-ঘোড়া কিছুই
প্রবেশ করতে পারলো না।

মন্ত্রীঃ সবার চোখে অণুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে করো!!!

সেনাপতিঃ “” এতো করে চোখ চলবে,,,গোলাগুলি চলার উপায় হবে না।””””
বড় রাজাঃ “”” দেখাই যাক না।”””
যুদ্ধ শুরু হলো- সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট্ট রাজার ফৌজ গলে
পালালো।তীর-কামান আন্দাজ করতে না পেরে বাতাসের হানা দিতে থাকে।
ঝুপঝাপ শব্দ করে বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো।
ছোট্ট রাজাঃ বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ করে। ছোট্টকে দেখতে পায় না।
এই বলে হাসতে থাকলো,,,,

বড় রাজা, বড় বড় মন্ত্রী, সেনাপতি ফাঁপরে পড়ে গেল।আর ছোট্ট রাজার
সঙ্গে সন্ধি করতে চাইলো,,,,
ছোট্ট রাজাঃ হাসতে হাসতে বলে,,””আপনি আপনার মস্ত বড় রাজত্ব নিয়ে সুখে
থাকুন।ছোট্টতে-বড়তে সন্ধি হলে কী হয় তা জানেন না কি?”””
বড় রাজাঃ “” তা কি আর জানিনে?

read more : অমানুষ 

সেনাপতিঃ বড় রাজা এত বড় পৃথিবী জয় করে এলো,,আর ওইটুকু জানেন না?
ছোট্ট রাজাঃ তাহলে সকলেই এবারকার মতো এতটুকু জেনেই ঘরে যান।
আরও জানতে চান????
বড় রাজাঃ৷ রেগে বলল,,”””ছোট্টকে টুঁটি চেপে ধরলে কী হয় তাই জানাতে চাই।”””
এই বলে নিজের মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট্ট রাজাকে কষে চেপে ধরলো।বড় রাজার
মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। ছোট্ট রাজা,,তার
রাজসিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল।

বড় রাজাঃ হাত খুলে দেখেন মুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের
মতো একটা কী বিঁধে রয়েছে।
যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল।

আরো গল্প পড়তে  আমদের গুপ এ জয়েন হউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.