গুন্ডি মেয়ের ভালোবাসা পার্ট ৫ - Golpo Bazar

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ৫ || Bangla golpo || Golpo Bazar

গুন্ডি মেয়ের ভালোবাসা

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ৫
লেখক : তানভীর হাসান মুন্না

একটি মেয়ে তানভীর এর সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে ।। আর তানভীর
সেখানেই দাড়িয়ে আছে হাবার মতোন ।। নেহা এইটা দেখে ক্ষেপে গেল সে গিয়ে
মেয়েটা কে ধরে উরুধুরু মাইর দাওয়া শুরু করলো আর বলছে
নেহা : ছেলে দেখলেই প্রপোজ করতে মনে চায় ।। আজ তোর একদিন কি আমার
একদিন আমার জিনিসে হাত দিয়েছিস !! (বলেই মিয়েটিকে আরো মারতে লাগলো )
আর মেয়েটি মাইর খেতে খেতে আদমরা হয় গেছে ।।
তানভীর এতক্ষন হাবলার মতো দাঁড়িয়ে ই ছিল কিন্তু এক্ষণ নেহাকে
মেয়েটির থেকে ছাড়িয়ে বললো

তানভীর :কি হচ্ছে কি নেহা আর মারলে মেয়েটা মরে যাবে ওকে ছেড়ে দাও ।।
নেহা : ওই তুই চুপ থাক মেয়েদের সাথে ট্যাংকি মারতে ভালো লাগে হ্যাঁ আর
ওর জন্য এতো দরদ কিসের !!
তানভীর নেহার মুখ থেকে তুই কথাটি প্রত্যাশা করে নী সে কিছু না বলেই
নিজের ব্যাগটি কাধে জুলিয়ে বাসায় চলে গেলো ।।
তানভীর বাসায় চলে যাওয়ার পর ও নেহা বুজতে পারে নী সে মেয়েটিকে
মারতে লাগলো ।। নেহার বাঁধুবিরা তাকে থামলো ।।

রিনা : নেহা ওকে ছেড়ে দে ওকে আর মারলে মরেই যাবো ।।

নেহা : তুই তো জানিস আমি তানভীরকে কতো ভালোবাসি ।।
রিনা : দেখে তানভীর চলে গেছে তোর এই গুন্ডী রুপের জন্য দেখ ওকে
আবার হারিয়ে না ফেলিস ??
নেহা রিনার কথা শুনে চারপাশে তাকাল দেখলো তানভীর কোথাও নেই নেহা মেয়টিকে
ছেরে দিলো আর বললো এইবারের মতো ছেরে দিলাম এর পর যেনো ওর দিকে চোখ
তুলে না তাকাস তাহলে তোর চোখ তুলে নিবো ।।

নেহাকে রিনা শান্ত করে একটি চেঁয়ারে বসতে বললো নেহা বসলো তারপর নেহা ভাবলো
একটু আগে কি হইছে সে রাগের মাথায় তার ভালোবাসার মানুষটিকে কি না কি বলে
ফেলেছে তাকে সরি বলা দরকার কিন্তু এক্ষণ সরি বলবে কিভাবে তার উপর তার নম্বর ও
নেই আর fb আইডি তে অ্যাড ও নেই ।। থাক কালকে কলেজ এ আসলেই সরি বলবে
এইসব ভাবছে নেহা ।।

রিনা : আমার মনে হয় যতো তাড়াতাড়ি সম্ভব তোর ভালোবাসার কথাটি তানভীরকে
জানিয়ে দাওয়া দরকার ।। নাহলে তোর ভালোবাসার মানুষ আরেকজনের হতে বেশি
সময় লাগবে না ।।
নেহা : কিন্তু আমি একটা মেয়ে হয় কি করে ওকে প্রপোজ করি আমার লজ্জা করে !!

রিনা : তাহলে ওকে ভুলে যা !!

নেহা : কি বললি তোকে তো !! তুই আমার বেস্টটি না হলে মেরেই ফেলতাম !!
রিনা : হমম এক্ষণ তোর প্রপোজ করা ছাড়া উপায় নেই কারণ তানভীর যে ছেলে
ও যদি কাউকে ভালোও বাসে আমার মনে হয় না তাকে প্রপোজ করবো !!
নেহা : দোস্ত অন্য কোনো উপায় নাই !!
রিনা : না!!😡😡😡
নেহা : আরে রাগোস কেন শাকচুন্নি !! কোনো একটা প্ল্যান দে !!

রিনা : ওই মেয়েটির মতো তুই ওকে প্রপোজ করবি !! আজ পর্যন্ত প্রপোজ কম পেলি না
আজ না হয় তুই কাউকে প্রপোজ করবি এতে শরমের কি আছে !! আর নারী_পুরুষের
সম অধিকার বুজলেই ।।
নেহা : দোস্ত আমার ভয় করতেছে !!
রিনা : সবার সামনে কাউকে পিটাইতে পারে যে মাইয়া কাউকে ভয় পায় না সে নাকি
ভয় পাইতাছে ।।
নেহা : আচ্ছা আজকের মতো bye কালকের টা কালকে দেখা যাবে ।।
রিনা : আচ্ছা আল্লাহ হাফেজ ।।

আরও গল্প পড়তে আমাদের গুপ এ জয়েন হউন

নেহা রিনাকে বিদায় জানিয়ে বাসায় চলে যায় আর অন্যদিকে তানভীর বাসায় গিয়ে
আজকের কথাটা নিয়ে ভাবছে নেহা কেনো তার সাথে এমন করলো ।। সে তো কিছু করে
নাই তানভীরের অনেক খারাপ লাগছে নেহার ব্যাবহার আর কিছু নিয়ে তাকে ভাবিয়ে ও
তুলছে ।। রাত এ তানভীরের বাসায়

তানভীরের ফ্যামিলির সবাই খেতে বসেছে তখন তানভীরের আব্বু জানালো তার আপুর
বিয়ে ঠিক হোয়েছে আর তার আপুর প্রিও মানুষটির সাথেই ।। তানভীর এই খবর পেয়ে
খুশি হলো ।। রাতে খাবার শেষে তানভীর নিজের রুমে গিয়ে এফবি তে একটু লগইন
করতেই একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এলো ফ্রেন্ড রিকয়েস্ট দিয়েছে একটি মেয়ের আইডি
থেকে তানভীর সেই আইডি তে গিয়ে দেখলো নেহার ছবি তার আবার সকালের কথাটি
মনে পড়ে গেলো আর সে কি জানি ভাবতে লাগলো তানভীর রেকোয়েস্ট অ্যাকসেপ্ট
করলো অ্যাকসেপ্ট করতেই

নেহা : আসসালামু আলাইকুম !!

তানভীর : ওলাইকুম আসসালাম !! কিছু বলবেন আপনি ??
নেহা : আপনি করে কেনো বলছো ??
তানভীর : এমনি ভালো লাগে !!
নেহা : জানি সকালের ব্যাবহারের জন্য আসলে রাগের মাথায় বলে ফেলছি
প্লিজ মাফ করে দাও !!
তানভীর : আমি মাফ করার কে ??
নেহা : আমি সত্যি দুঃখিত প্লিজ মাফ করে দাও !!
তানভীর : আচ্ছা দিলাম ।।
তারপর দুজন দুজনের খোঁজ খবর নিয়ে কথা বলা শেষ করে ঘুমিয়ে পরলো ।।
পরের দিন ভার্সিটিতে

তানভীর আবার প্রতিদিনের মতোই সেই চিরো পরিচিত বাদাম গাছটির নিচে বসে বসে
বই পড়ছে হটাৎ তার পিছন থেকে কেউ বলে উঠলো : কি করছো ??
তানভীর সেদিকে না তাকিয়ে উত্তর দিলো
তানভীর : বই পড়ছি ।।(তানভীর তার দিকে তাকানোর প্রয়োজন বোধ মনে করে নী
কারণ সে জানে এইটা কে কণ্ঠ শুনেই বুঝতে পেরেছে নেহা )
নেহা : সেদিনের জন্য সত্যি দুঃখিত ।।
তানভীর : ওকে কিন্তু আমাকে মেয়েটি প্রপোজ করায় তুমি তাকে মারলে কেনো আমি
তো তাকে না বলে দিতাম ।।
নেহা : সত্যি সরি আসলে তোমার সাথে ওকে দেখে রাগ হইছিলো !!

তানভীর : কেনো ??

নেহা : আমি আসলে তোমাকে কিছু বলতে চাই !!
তানভীর : কি বলতে চাও বলো ??
নেহা : কিন্তু কথা দাও আমার কথা শুনে তুমি আমাদের বন্ধুত্বটা নষ্ট করবে না !!
তানভীর : আচ্ছা ভেবে দেখবো !!
নেহা : না কথা দিতে হবে ।।
তানভীর : আচ্ছা কথা দিলাম ।।
নেহা তানভীরের সামনে গিয়ে দাঁড়ালো তারপর কিছুক্ষন তানভীরের দিকে তাকিয়ে দুজন
দুজনের চোখে তাকিয়ে নেহা নিজের চোখ বন্ধ করে হাঁটু গেড়ে নেহা নিজের সাথে
থাকা ফুলগুচ্ছো এগিয়ে দিয়ে তানভীরকে বললো

নেহা : আসলে কিভাবে যে বলি তোমাকে প্রথম দেখাই আমার কাছে তোমার ওই শান্ত
শিষ্ট রুপের জন্য ভালো লেগে গেছে তারপর ভালো লাগা থেকে আমার মনে ধীরে ধীরে
তোমার জন্য ভালোবাসার সৃষ্টি হইয়াছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ।। আমি
সত্যি তোমায় ভালোবাসি ।।
নেহা আর কিছু বলার আগেই তানভীর শান্ত শিষ্ট ভাব নিয়ে বললো

আরও গল্প পড়তে আমাদের গুপ এ জয়েন হউন

তানভীর : নেহা আমি তোমাকে আগেই কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নী
(নেহাকে দার করিয়ে ) জানি এক্ষণ কথা গুলো সময়ের সাথে বেমানান তবুও বলতে হচ্ছে
আমি প্রেম ভালোবাসায় জড়াতে চাই না ।। আমি আমার আব্বুর কাছে কথা দিয়েছি আমি
প্রেম ভালোবাসায় জড়াবো না আর তাছাড়া আমার আব্বু আম্মু যাকে পছন্দ করবে
আমি তাকেই বিয়ে করবো ।। আর তোমাকে আরো কিছু কথা বলতে চাই আসলে তুমি এই
রকম পোশাক ও ব্যাবহার প্রত্যাখ্যান করো আমাদের বাঙালি সমাজে মেয়েদের এই
পোষাকে মানায় না তারা শাড়ি চুরি সালওয়ার কামিজ , থ্রি পিস এইগুলো তে ভালো
মানান সই আর যদি মুসলিম ধর্ম মতে বলতে যাই তবে নারীদের আসল সুন্ধর্য পর্ধায় শোভা
পায় তবে ভেবো না আমি তোমাকে আমাদের বন্ধুত্ব থেকে আলাদা করছি আমরা আগের
মতোই বন্ধু থাকবো !! নেহা যদিও অনেক কষ্ট পেলো তবুও মুখে একটা হাসি হাসি ভাব এনে বললো

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ৪

নেহা : প্লিজ বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি আমি তোমার জন্য সব
করতে পারবো ।।
তানভীর : নেহা প্লিজ এইসব বন্ধ করো আমার কাছে আর ভালো লাগছে না ।।
তানভীর রাগ দেখিয়ে চলে গেলো ।। আজও ভার্সিটিতে এসে ক্লাস করা হলো না
তানভীরের ।।
তানভীর চলে যাওয়ার পর………কি হলো সেটা না হয় পরের পার্ট এ জেনে নিয়েন ।।

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.