গুন্ডি মেয়ের ভালোবাসা পার্ট ১২- Golpo Bazar

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১২ || Bangla fb Story

গুন্ডি মেয়ের ভালোবাসা

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১২
লেখক :তানভীর হাসান মুন্না

তারপর তানভীর নেহার সামনে গিয়ে নেহাকে বললো
তানভীর :- নেহা আমি তোমাকে কিছু বলতে চাই ??
হটাৎ করে তানভীরকে নিজের সামনে দেখে নেহা অনেকটা অবাক কারণ যে ছেলেকে
নেহা কোনোদিন ডাকলেও সহজে তার কাছে আসে না কিন্তু আজ সে তার সামনে
দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলছে ।। নেহার কাছে কিছুটা অবাক ও লাগছে আবার
ভালো ও লাগছে কারণ নেহা তার ভালোবাসার মানুষটির চোখে এক অন্য চাহনি দেখছে
যেখানে আছে নেহার জন্য ভালোবাসা , যে ভালোবাসার কোনো সমাপ্তি নেই , আছে মন
প্রাণ উজাড় করে দোয়ার মতো শক্তি ।। নেহা আর তানভীর একে অপরের দিকে তাকিয়ে
আছে তাদের আশেপাশে কি হইয়ে চলেছে তার কোনো খেয়াল তাদের নেই !!

আরও গল্প পড়তে আমাদের গুপ এ জয়েন হউন

তানভীর নেহার চোখের ওই মায়াবী চাহনিতে বার বার হারিয়ে যাচ্ছে ,, তার ইচ্ছে করছে
নেহার ওই চোখের মায়াবী লাজুকতায় ডুবে থাকতে !! নিজেকে হারিয়ে ফেলতে নেহার
মাজে নেহার অবস্থাও তার ব্যতিক্রম নয় !!
সামিয়া : কি রোমিও জুলিয়েট ও সরি লাভ বার্ড কোনটা বলবো যাই হোক চোখে চোখে
কথা বলা বন্ধ করো আশেপাশে তাকিয়ে তারপর প্রেম করো। !! লোকজন আছে তো আর
এটা ভার্সিটি বুজলে !!
সামিয়ার কথাই দুজন ই এক অন্য জগৎ থেকে বাস্তবে ফিরল!!
লিমা : কিরে সামিয়া তুই এমনটা করলি কেনো দেখতে তো ভালোই লাগছিলো কতো
সুন্ধর চোখে চোখে প্রেম এর কথা ওহা !! সো ইন্টারেস্টিং !!

নেহা : ওই চুপ !!

সবাই চুপ হয় গেলো কিন্তু রিনা বললো
রিনা : ওই চল ! ওদের একটু একা সময় পার করতে দে !!
সবাই রিনার কথায় তাল মিলিয়ে চলে গেলো ক্লাসে!!
নেহা : হেঁ বলো তুমি যেনো কি বলতে চেয়েছিলে !!
তানভীর : বলতে তো চাই অনেক কিছু কিন্তু আমি জানিনা সেই কথা গুলো কিভাবে
প্রকাশ করতে হয় !!

নেহা : আচ্ছা বলো তাহলে (একটু রাগী ভাবে )

তানভীর : আমার কথা ঘুরাতে ভালো লাগে না তাই সহজ _সরল ভাবেই বলছি ,, তোমার
সাথে থাকতে থাকতে কখন যে,তোমায় মনের দুয়ারে জায়গা করে দিয়েছি জানি না
প্রথমে ভাবতাম এটা শুধু মায়া কিন্তু পরবর্তীতে বুজতে পরলাম তুমি আমার জীবনের
প্রতিটি মুহূর্তের এক জন ভালো বন্ধু ভালো জিবন সঙ্গী হতে পারবে ।। তুমি পারবে আমার
হাত দুটি ধরে আমার জিবন সঙ্গীর ভূমিকা পালন করে সারাজীবন কাটিয়ে দিতে ।।

রাতের আকাশের চাঁদটা দুজনে নাহোয় এক সাথে দেখেই সময় কাটাব।। আমি আমার
জিবনে তোমাকে চাই !! তুমি কি হবে আমার জিবন সঙ্গী , আমার পথ চলার সাথী ,
আমার এই মনের নীল অঞ্জনা ,, আমার যেমন নীল কলার পছন্দ ঠিক তেমনি তুমি এক
জন যাকে আমার খুব পছন্দ !! আমি তোমাকে ভালোবাসি ,, তুমি বাসবে কি আমায়
ভালো ?? নাকি তোমায় দাওয়া দুঃখএর জন্য অভিমান করে দূরে ঠেলে দিবে আমায় !!
(তানভীর নেহার সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বললো তার হাতের ফুলটি নেহার
দিকে এগিয়ে দিয়ে )

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১১

নেহা কি বলবে খুঁজে পাচ্ছে না ।। ভার্সিটির সবাই অবাক যে মেয়ের কাছে যেতেও
ছেলেরা ভয় পায় সেই মেয়েকে এই ছেলে প্রপোজ করছে !! নেহা খুবই খুশি কারণ তার
ভালোবাসার মানুষটি আজ তাকে পুরো ভার্সিটির সামনে প্রপোজ করলো !! কিছুটা
লজ্জা ও লাগছে !! যতই হোক একজন মেয়ে বলে কথা!!নেহা খুব খুশি কিন্তু সে এক্ষণ
তানভীরের সাথে একটু গেম খেলতে চায় যতই হোক অনেক কষ্ট তানভীর তাকে দিয়েছে
!!

নেহা : সরি আমি তোমাকে ভালোবাসতে পারবো না ।। আমি সেদিন ভেবে দেখলাম
তোমার বলা কথা গুলোই সত্য !! তাই আমিও এক্ষণ প্রেম _ ভালোবাসায় জড়াতে চাই না
!! ওটা আমার আবেগ ছিলো !! আমরা বন্ধু ছিলাম বন্ধু হোয়েই থাকবো !!তানভীর নেহার
কাছ থেকে এমন উত্তর প্রত্যাশা করে নী সে চেয়েছিলো নেহা তাকে গ্রহণ করে তার বুকে
জাইগা করে নিবে কিন্তু এমনটা হলো না তানভীর মনটা খারাপ করে দাড়িয়ে মাথা নিচু
করে বললো :

তানভীর: মজা করছো ??

নেহা: মজা কেনো করবো !! যা সত্যি তাই বললাম !!
তানভীর কিছুক্ষন মাথা নিচু করে নিশ্চুপ থাকলো খুব করে কান্না আসছিলো কিন্তু
সেগুলো মনের অন্তরালে অনেক কষ্ট করে লুকিয়ে বললো
তানভীর : খুব ভুলের কারণে আমি দুঃখিত !! আমার আশাটা হইতো ভুল ছিলো !! আমি
ভেবেছিলাম তুমি হইতো আমায় ভালোবাসো !! কিন্তু সেটাও যে কোনো মোহের কারণে
সৃষ্ট তা আমি ভূজতে পারি নী আসলে মানুষ মাত্রই ভুল আমি সত্যি দুঃখিত ।। এক্ষণ থেকে
আমরা শুধু বন্ধু হলেই থাকবো !! তবে সেটাও দূরে থেকে কারণ কাছে থাকলে আবার
কোনো মোহে জর্জরিত হই কিনা জানিনা!! তাই দূরে থেকে বন্ধুত্ব রক্ষা করাই শ্রেও ।।

আচ্ছা ভালো থেকো আরেকটা কথা তোমাকে প্রথম থেকেই ভালো লাগতো তোমার
ভালোবাসা গ্রহণ করতে খুব ইচ্ছা করছিল সেদিন কিন্তু আমি করো কাছে প্রতিশ্রুতি বদ্ধ
থাকায় সেটা পারি নী ক্ষমা করো আর তাই তোমাকে আমি বলেছি বিয়ের পর প্রেম
ভালোবাসা করা যায় তার আগে নই ।। আচ্ছা ভালো থেকো দোআ রইলো ভালোবাসা
অবিরাম ও অন্তহীন ।।
তানভীর কথা গুলো বলেই হন হন করে কলেজের গেট এর দিকে হেঁটে যাচ্ছে আর নেহা
তার যাওয়ার দিকে তাকিয়ে আছে !!
তবে কি চলে যাবে তানভীর .. হবে না তাদের মিলন !!!

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.