গুন্ডি মেয়ের ভালোবাসা পার্ট ১৩- Golpo Bazar

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১৩ || Motivational Story

গুন্ডি মেয়ের ভালোবাসা

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১১
লেখক :তানভীর হাসান মুন্না

হবে না তাদের মিলন ?? হারিয়ে যাবে তাদের ভালোবাসা !! তানভীর হেঁটে হেঁটে প্রায়
ভার্সিটির গেট এর কাছে চলে আসলো সে ভাবে নী এমনটি হবে !! সে ভেবেছিল আজ
থেকে নেহা আর তার মাজের সমস্ত দূরত্ব টুকু ধূর হয়ে যাবে ।।ভালোবাসার বন্ধনে
আবদ্ধ হবে তারা যেখানে থাকবে কিছুটা দুষ্টুমি , যত্ন , মান , অভিমান , মায়া শব্দটি
যদিও বেশি স্থান করে নেয় তবুও ভালোবাসা থাকবে অফুরন্ত ।। তানভীর চেয়েছিলো আজ
নেহাকে আপন করে নিজ বাহুডোরে আবদ্ধ করে বলবে ভালবাসি , ভালোবাসি অনেক
বেশি তোমায় নেহা !!

আচ্ছা নেহা কি এমনটি চেয়েছিলো ?? নাকি সে ও চেয়েছিলো পরম যত্নে মাথা রাখবে
তানভীরের বুকে যেখানে আছে তার জন্য এক বুক ভালোবাসা সেও ভাবে নী এমনটি যে
আজ তার এমন একটি ক্ষুদ্র মজার জন্য তার অধিক প্রিও ভালোবাসার মানুষটিকে হারিয়ে
ফেলছে ।। সে এক্ষণ ও হতভম্ব কিছু বলার মতো ভাষা এক্ষণ তার নেই ।। সেই চালাক
গুন্ডী মেয়েটি যেনো এক চোখের পলকে নিস্তব্ধ হয় গেলো ।। এক্ষণ কি করার তার সেই
ধারণা টুকু নেই তার ।।

আরও গল্প পড়তে আমাদের গুপ এ জয়েন হউন

এতক্ষন নেহার বান্ধুবীরা নেহা আর তানভীরের কিছুটা দূরে সেই বাদাম গাছটির নিচে
বসেই সব শুনছিল তারা ও হইতো এমনটি ভাবে নী ।। হটাৎ কি হয়ে গেলো সেটা তারাও
বুজে উঠতে পারছে না ।। তারা ভেবেছিল ব্যান্ধুবি আর তার বিএফ কে নিয়ে হাশি ঠাট্টা
করা যাবে কিন্তু তার কিছুই হলো না ।।
রিনা : নেহা এক্ষণ ও সময় আছে ওকে গিয়ে আটকা !! ওর কাছ থেকে আদায় করে নে
তোর ভালোবাসা !!

নেহা : জোর করে আর যাই হোক ভালোবাসা যায় না ।। ( নেহার চোখ দিয়ে অশ্রু জল
গড়িয়ে পড়ছে )
রিনা : কাদিশ না তোকে জোর করে ভালোবাসতে হবে না ওর চোখ আমি তোর জন্য এক
বুক উজাড় করা ভালোবাসা দেখেছি কিন্তু সেগুলো প্রকাশ করার মতো ছেলে তানভীর না
।। তুই তো জানিস ও একটু অন্য রকম ওর ভাব মূর্তি সব সময় সিরিয়াস ।। আর সব
কথাই ও জটিল ভাবে গ্রহন করে ।।
নেহা : যে পাখি চলে যাওয়ার সে পাখি চলে যাবেই তাকে ধরে রাখার বা বাঁধা দাওয়ার
মতো ক্ষমতা আমার মতো এক সাধারণ নারির পক্ষে সম্ভব কি ??

গল্প শুনতে আমাদের চ্যানেল থেকে গুরে আসুন

রিনা : শেষ চেষ্টা করে দেখ হইতো নিজের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেলি !!
নাহলে এক সময় না আবার আফসুস করতে হয় ।।
তানভীর হেঁটে হেঁটেই চলে যাচ্ছে আর ভাবছে আচ্ছা ভালোবাসা কি কখনো হারায় ?? সে
কি কখনো ফুরিয়ে যায় !! তার জানা মতে তো ভালোবাসা বলতে কিছু নেই সবই মায়া
তবে আজ তার এতো কষ্ট কেনো হচ্ছে এটাই কি ভালোবাসা নাকি মায়ার টান ! সবই কি
এক সূত্রে গাঁথা !! রইলো নাহোয় তার এই মায়ার টান অপূর্ণ !! অফুরন্ত ভালোবাসা রইলো
নেহার জন্য তার বুকে !! তানভীর এগুলোই ভাবছিল তখনই অনুভব করলো তার বুকে
কেউ মাথা রেখে খুব শক্ত ভাবে জড়িয়ে ধরেছে ।।

যেনো ছেরে দিলেই সে হারিয়ে যাবে তার থেকে কোনো এক অচেনা দেশে !! তানভীর
নিজের বুকে যখন দেখতে পেলো একটি মেয়ে তাকে জড়িয়ে ধরেছে তখনই বুঝতে
পারলো সে কি ?? সে আর কেউ না যার জন্য তার কাছে রয়েছে এক বুক ভালোবাসা !!
তার ভালোবাসার মানুষটি নেহা !!
কিছুক্ষণের মাঝেই যেনো ধূর হয়ে গেলো সব দুঃখ ।। এই হাহাকার করা বুক থেকে ধূর
হলো যেনো কোনো এক শূন্যতা ।। বুকের মাঝে অনুভব করলো যেনো কোনো অজানা
ভালোলাগা ।। এটা যে ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ মনের মাজে অন্য রকম শিহরণ
, ভালো লাগা আর ভালবাসার এক বিশাল প্রবলতা , যেখানে নেই কোনো শূন্যতা ।।

নেহা তানভীরের বুকে মুখ গুজে কান্না করে দিচ্ছি ।। কাদুক না এই কান্না যে সুখের কান্না
!! আজ পূর্ণতা পেলো তাদের ভালোবাসা ।। এই ভালোবাসা যে অফুরন্ত ,, অফুরন্ত
ভালোবাসার নির তাদের মাজে ।।
কিছুক্ষন তারা একে অপরকে খুব শক্ত করিয়ে জড়িয়ে ধরেছিল ।। নেহা তানভীরের বুকে
ঘুষি মেরে বললো
নেহা : শয়টান আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে বুজি !!
তানভীর : কি করবো বলো তুমি তো আমায় ফিরিয়ে দিলে ।। সত্যি বলতে কি জানো !!
তোমাকে প্রথম থেকেই ভালো লাগতো তবে সেটা বন্ধু হিসেবে তারপর বন্ধু হতে হতে
কখন যে তোমার ঐ মায়ায় নিজেকে জড়িয়ে ভালোবেসে ফেলেছি সেটা নিজের ও
অজ্ঞতা ।।

নেহা : ভালোবাসো কি আমায় ??

তানভীর : সেটা মুখে বলিয়া প্রকাশ হইতো করিতে পারবো না ।। এই বুকে তোমার
অস্তিত্বটা এক্ষণ থেকে সারাজীবন রয়ে যাবে ।। তোমাকে পেলে এই বুকে ভালোবাসা
পূর্ণতা পাবে নইতো কোনো শূন্যতা এই বুকে সারাজীবন কাজ করবে এই টুকুই বলতে
পারি ।। যদি ভালোবাসার প্রকাশ করেই দেই তবে সেখানে ভালোবাসাটা নিতান্তই কম
হয়ে যায় ।।শুধু বলতে চাই

ওই বর্ষার দিনে ,, আমার বাসার ছাদে ,,
তোমার হাত দুটি ধরে ,, বিজবো দুজন বৃষ্টিতে ,, কোনো এক রাতের নিস্তব্ধ পরিবেশে ,,

তোমার হাতটি ধরে দেখতে চাই ২ টি চাঁদ একসাথে ,, একটি চাঁদ থাকবে আমার থেকে বহু
গুন দূরে ,, একটি চাঁদ থাকবে আমার বাহুডোরে ,, তুমি পড়ে থাকবে নীল শাড়ি ,,
কিনে দিবো নীল চুরি ,, সাজাবো তোমায় আমার মনের মতো হে অপরূপ সুন্দরী ,,
নিজের প্রশংসা ও ভালোবাসার এরূপ বহি প্রকাশ শুনে নেহা কিছুটা লজ্জা পাচ্ছে আবার
ভালো লাগছে ।। ভালো লাগার ই কথা কারণ নিজের প্রশংসা শুনতে সব মানুষের কাছেই
ভালো লাগে !!

হটাৎ নেহার ব্যান্ধুবী

রিনা : বাহ !! বাহ !! বেশ চমৎকার প্রেম জমেছে খুব !! রঙিনতার নতুন বাহার !!
তোমাদের ভালোবাসা দেখে আমি ঈর্ষান্বিত !! আমার বিএফ যদি এমনটা হতো যদিও সে ও
যথেষ্ট ভালো !!
নেহা : নিজেরটা নিয়ে থাক বুজলে !!
রিনা : আজ তোদের ক্লাস করতে হবে না তোরা ঘুরে আই কোথাও থেকে নতুন নতুন প্রেম
নেহা : সে তুই না বললেও আজ ক্লাস আমি করছি না আর এই মহাশয় কেও করতে দিচ্ছি
না ।।
তানভীর : এই না ! এক্ষণই ক্লাস এ যেতে হবে আব্বু আগেই বলে দিয়েছে পড়াশুনা
ভালোভাবে করতে হবে !!
নেহা : এতো আব্বু ;! আব্বু করো কেনো এক্ষণ চলো তো কোথাও থেকে ঘুরে আসি ;!

রিনা : সেটা পরে হবে আগে আমাদের ট্রিট দে !!

ট্রিট এর কথা শুনে তানভীর বুজতে পারলো আজ তার পকেট খালি হবে ।। যাই হোক
সালিকারা আজ তার পকেটের সব টাকা শেষ করবে ।। যাই হোক অবশেষে কোনো
উপায় না পেয়ে সবাইকে ট্রিট দিতে হলো !! ট্রিট দাওয়ার পর তানভীরের পকেটে অবশিষ্ট
মাত্র ৫০ টাকা !!
তানভীর আর নেহা আজ আর ক্লাস করলো না তারা একটা পার্ক এ গিয়ে বসলো তানভীর
নেহাকে উদ্দেশ্য করে বললো
তানভীর :- নেহা তোমাকে আমার কিছু বলার ছিলো ! !
নেহা : কি এমন বলবে যা আমাকে জিজ্ঞাস করতে হবে !!
তানভীর : তুমি আমার কথাগুলো মেনে নিবে !!

নেহা : হমম ।।

তানভীর : তুমি এর পর থেকে পর্ধায় চলতে পারবে !! ৫ ওয়াক্তের নামাজ পড়তে পারবে
!! কারণ পর্দায় নারির ভূষণ নারির সন্ধর্য শোভা পায় !! হইতো পর্দায় তুমি সবার কাছে
ক্ষেত নামে অভিহিত হবে কিন্তু তোমার সৃষ্টি কর্তার কাছে তুমি হবে উত্তম ও প্রিও ।। আর
তোমার এই ভালোবাসার মানুষটির কাছে তুমি সর্বদাই প্রিও থাকবে !!
নেহা : যদি তুমি আমায় সেই রূপে গ্রহণ করতে চাও তবে আমার কোনো আপত্তি নেই !!
শুধু এক বুক ভালোবাসা আমার জন্য তুমি রেখো !!
তানভীর : ভালোবাসা !! সেটা তোমার জন্য আজীবন থাকবে !! তবে অপেক্ষায় রইলাম
তোমায় সেই রূপে দেখার জন্য !!

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১২

নেহা : আশা করি খুব তাড়াতাড়ি তোমার মন মতো নিজেকে গড়ে তুলতে পারবো !! তবে
তোমার কিছুটা সহযোগিতা প্রত্যাশা করছি !!
তানভীর : সেই সহযোগিতা তুমি সারাজীবন পাবে !! তোমার হাত দুটি ধরে চলতে চাই
আমার আগামী দিন গুলো জানিনা বিধাতা কি লিখে রেখেছে আমার কপালে !! তবে
এইটুকুই যেনো পাশে পাবে আমায় তুমি সারাটিজিবন ,, তাতে আমি থাকি আর নাই বা
থাকি ,, কখনো একাকীত্ব তুমি পাবে না ।।

নেহা : ভালোবাসি !!

তানভীর : কাকে ??
নেহা : সেটা তোমার অজ্ঞাত না !!
তানভীর : আচ্ছা এক্ষণ আমার সাথে চলো !!
নেহা : কোথায় ??
তানভীর : বিশ্বাস আছে আমার উপর ??
নেহা : যথেষ্ট ……………

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.