গুন্ডি মেয়ের ভালোবাসা পার্ট ৯- Golpo Bazar

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ৯ || Golper Shohor || Golpo Bazar

গুন্ডি মেয়ের ভালোবাসা

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ৯
লেখক :তানভীর হাসান মুন্না

বাড়ির কাজ করতে করতে আজকের দিনটা কর্ম ব্যাস্ততার মাঝেই কেটে গেলো
তানভীরের ।। আজকের দিনটি যে কিভাবে কাটলো তানভীর নিজেও জানে না ।।
রাতে নিজের রুমে এসে দেখে তার ফোনটা বাজছে তাই রিসিভ করতেই
নেহা : এতক্ষন কোথায় ছিলে আর ফোন ধরতে এতো দেরি হয় ।।
তানভীর : আরে কাজ করতে ছিলাম জানোই তো বিয়ে বাড়ীতে কতো কাজ ।।
নেহা : সারাদিন শুধু কাজ আর কাজ একটু আমার ও তো খবর নিতে পারো নাকি !!

তানভীর : কি !!

নেহা : আচ্ছা বলো কি করো খাবার খেয়েছো ??
তানভীর : হমম এক্ষণ ঘুমাবো ।।
নেহা : তাহলে মনে হয় ডিস্টার্ব করলাম কালকে দেখা হবে !!
তানভীর : আচ্ছা ।।
নেহার সাথে কথা বলে তানভীর ফোনটা রেখে ফ্রেশ হয় বিছানার সাথে শরিলটা
এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছে ।।

পরের দিন সকাল বেলা

তানভীর ফজরের আযানের একটু পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয় নামাজ পড়ে নেয়।।
নামাজ পড়ে আজকে ও কিছুক্ষন স্টাডি করে নিলো যদিও বাড়িতে লোক জনের
সমাগম অনেক কোলাহলপূর্ণ কিন্তু তানভীরের রুমটা একটু শান্তি পূর্ণ আছে তাই
তানভীর স্টাডি করতে পরছে ।। সকাল ১০ টা বাজতেই তানভীর পড়াশুনা ছেরে খাবার
খেয়ে আত্মীয় দের অ্যাপোয়ণ করতে ব্যাস্ত ।। আজ তার বড় বোনের বিয়ে ।। তাই কাজ
টা একটু বেশি করতে হচ্ছে তাকে যতই হোক একমাত্র ভাই বলে কথা ।।

কিছুক্ষন পর তানভীর দেখতে পেলো মেহমানদের সাথে সাথে নেহা ও তার ফ্যামিলির
লোক জন ও এসেছে ।। তানভীর গিয়ে নেহার আব্বু আম্মু ও নেহাকে এগিয়ে আনলো
।। তানভীর নেহার আব্বু _ আম্মু কে একটি টেবিল এ বসতে বললো আর নেহাকে ও
কিন্তু নেহা তানভীরের সাথে আসছে ।।
নেহার আব্বু : তা বাবা তোমার আব্বু _ আম্মু কোথায় তাদের তো দেখছি না ??

তানভীর : আছে আঙ্কেল আমি ডেকে দিচ্ছি !!

তানভীর তার আব্বু আম্মুকে ডেকে নেহাকে বন্ধু বলে ও নেহার আব্বু আম্মুর সাথে
পরিচয় করিয়ে দিলো ।। নেহাকে বন্ধু বলায় নেহা তানভীরের দিকে রাগী লুক নিয়ে
তাকিয়ে আছে ।। কিন্তু আশপাশে লোকজন থাকায় কিছু বলছে না ।।
তানভীরের আব্বু বললো
তানভীরের আব্বু : নেহাল তুই এইখানে ??(নেহার আব্বুর নাম )
নেহার আব্বু : আমার ও তো সেই একই প্রশ্ন তুই এইখানে ??
তানভীরের আব্বু : আমি এইখানে থাকবো না তো কে থাকবে !! আমার বাড়ি আমার
মেয়ের বিয়ে !!

নেহার আব্বু : তার মানে তোর ছেলেই তানভীর ??

তানভীরের আব্বু : হেঁ !! কিন্তু এতো দিন পর কোথা থেকে উদয় হলি সেই কবে গ্রাম এ
লাস্ট তোর সাথে দেখা হইয়াছিল ।।
নেহার আব্বু : সরি রে দোস্ত কিন্তু আজ অনেকদিন পর তোর সাথে দেখা হলো কতো
মজাই না হতো সেই সব দিনে কতো কাছের বন্ধু ছিলাম আমরা কিন্তু আজ এক শহরে
থেকেও একে অপরকে চিনি না কি আশ্চর্য বিষয় !! আসলে কর্ম ব্যাস্ততার মাজে
আমরা সেই সব কিছু ভুলেই যাই ।।
তানভীরের আব্বু: হমন ।। কিন্তু আজ কোনো ওইসব দিনের কথা বাদ দে আজ শুধু
পার্টি হবে !!

নেহার আব্বু : হমএম ।। চল !!

তানভীর : কি হলো আব্বু তোমরা একে অপরকে আগে থেকে চিনো ??
তানভীরের আব্বু : আরে তোকে অনেকবার তোর নেহাল আঙ্কেল এর কথা বলছিলাম
না ওই হলো সেই নেহাল ।।
তানভীর , নেহা : কি তার মানে তোমরা আগে থেকেই একে অপরকে চিনো !!😱😱
তানভীরের আব্বু : তানভীর তোকে এক্ষণ কোনো কাজ করতে হবে না ছেলে পক্ষ এলে
এগিয়ে আনিস এক্ষণ নেহা মা কে একটু বাড়িটা ঘুরে দেখা !!

তানভীর : আচ্ছা আব্বু !!

তানভীর নেহা কে তাদের বাড়ির সব কিছু দেখাচ্ছে তখন নেহা বললো
নেহা :এই তোমার বেড রুম কোথায় ??
তানভীর : কেনো ??
নেহা : এমনি বলছি ।।
তানভীর : নেহা তোমায় একটি অব্যাক্ত কথা বলবো !!
নেহা : হ্যাঁ বলো !!
তানভীর : আজ তোমায় এই নীল শাড়িতে আর খোলা চুলে অসম্ভব সুন্ধর লাগছে যেনো
মনে হচ্ছে একটি নীল পরী আকাশ থেকে নেমে এসেছে ।।
নেহা : তোমার নীল কালার পছন্দ বলেই এমন মনে হচ্ছে ।।

★যদিও তানভীরের এই অব্যাক্ত কথাটি নেহা বার বার শুনতে চায় ।। নেহা অনেক
খুশি আসলে নিজের প্রশংসা শুনলে কার না আবার ভালো লাগে তাই না আর নেহা ও
তার ব্যতিক্রম নয় আর সেটা যদি ভালোবাসার মানুষটি বলে থাকে তবে তো কোনো
কথায় নেই ★(মনে মনে)

আরও গল্প পড়তে আমাদের গুপ এ জয়েন হউন

নেহা : তোমাকে ও নীল পাঞ্জাবি তে ব্যাপক মানিয়েছে হইতবা নিল তোমার প্রিও তাই
নীল কালার এর পাঞ্জাবি পড়েছ আর আমি নীল শাড়ি পড়েছি শুধু তোমার জন্য কেনো
না তোমার পছন্দ তেই আমার পছন্দ ।। আর নীল পাঞ্জাবিতে তোমাকে আমার মনের
রাজপুত্রের মতোই লাগছে ।।

★আজ নেহাকে আসলেই সুন্ধর লাগছে তবে তানভীরকে ও কম সুন্ধর লাগছে না দুজন
মিলে একটি পারফেক্ট জুটি ।। তানভীর উচ্চতায় ৫ ফুট ৮ কি ৯ হবে তেমনি দেখতে ও
অনেক সুন্ধর ও সুদর্শন ছেলে আর নীল পাঞ্জাবি তে তাকে ভালোই মানিয়েছে ।। নেহা
তো তানভীরকে দেখে তখনই বলতে ছেয়েছিল কিন্তু লোক লজ্জার ভয়ে বলতে পারে নী

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ৮

তানভীরের কাছেও নেহার কাছ থেকে প্রশংসা পেয়ে ভালো লাগছে আবার লজ্জা ও
করছে কারণ সে লাজুক প্রকৃতির ছেলে ।।
তানভীর : হয়েছে আর পাম দিতে হবে না ।।
নেহা : আচ্ছা তুমি আমাকে তোমার রুম দেখালে না আমার কথা এরিয়ে যাওয়ার জন্য
এমন করলে তাই না ।।
তানভীর : এই না !! আমি এমনটি ভাবী নী চলো তোমাকে আমার রুম দেখিয়ে নিয়ে আসি ।।

গুন্ডী মেয়ের ভালোবাসা পার্ট ১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.