শেষ পাতায় তুমি পর্ব ৫০
ফাবিহা নওশীন
ফায়াজ বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে। সারাদিনের ব্যস্ততায় ফেসবুকে যাওয়া হয় নি। এখন সময় পেয়ে গ্যালারি থেকে ওদের বিয়ের সুন্দর সুন্দর পিকচার সিলেক্ট করে আপলোড দিচ্ছে।
মেহের লাগেজ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে গুছিয়ে রাখছে। তবে মুখ ভার করে আছে। আজ ওদের বাড়িতে এসেছে, ওর তো খুশি হওয়ার কথা। তাহলে এভাবে মুখ ভার করে আছে কেন? মেহেরকে দেখে মনে হচ্ছে রাগে ফেটে যাচ্ছে। আর এই রাগটা একান্ত ফায়াজের জন্য। ফায়াজ চেষ্টা করেও মনে করতে পারছে না কি এমন করেছে।
ফায়াজ বিছানার উপরে ফোন রেখে লাগেজ থেকে শ্যাম্পু, লোশন, স্নো বের করে মেহেরের হাতের দিকে বাড়িয়ে দিল।
মেহের সেটা দেখে বলল,
“লাগবে না। আমি করে নিতে পারব।”
ফায়াজ ওগুলো রেখে দিয়ে বলল,
“কি হয়েছে তোমার? ”
আরও গল্প পড়তে আমাদের গুপ এ জয়েন হউন
মেহের যেন এতক্ষণ এটাই শুনতে চাইছিল। প্রতিক্ষা করছিল কখন ফায়াজ জিজ্ঞেস করবে। হয়তো সবাই চায় তার প্রিয় মানুষটা তার মুখ দেখে বুঝুক তাকে। তার রাগ, অভিমান, মন খারাপ সবটা বুঝুক। নিজ থেকে পরম ভালোবাসায় জিজ্ঞেস করুক কি হয়েছে।
মেহের ফায়াজের দিকে না তাকিয়েই বলল,
“কিছু না।”
মেহের চাইছে ফায়াজ জোর করুক, জানতে চাক কি হয়েছে। ফায়াজ তাই করল,
“তাহলে তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু তো হয়েছে। কি হয়েছে?”
“বলব না।” ( নাক ফুলিয়ে)
ফায়াজ মেহেরের হাতের জিনিসপত্র রেখে মেহেরের দু-হাত ধরে বলল,
“কেন বলবে না? বলতে হবে। আমি কিছু করেছি?”
মেহের ফায়াজের দিকে তাকিয়ে কটাক্ষ দেখিয়ে বলল,
“না,তুমি কি করবে? সব তো আমি করি। আমি ভারী পোশাক পরে এত কষ্ট করে পানি আনতে গেলাম আর উনি নিকিতার হাত থেকে পানি নিয়ে খেল। খেয়ে আবার মিষ্টি হেসে বলল ধন্যবাদ। আহা! তারপর রসিয়ে রসিয়ে গল্প শুরু করে দিল। আমার হাত ছাড়ো।”
ফায়াজ এইবার ঘটনা বুঝতে পারল। নিকিতা মেহেরের মামাতো বোন। বয়স ১৭-১৮ হবে। ছোট্ট একটা মেয়ে। ফায়াজকে পানি দিয়েছে আর ফায়াজ খেয়ে সৌজন্যমূলক আলতো হেসে ধন্যবাদ বলেছিল। তারপর জিজ্ঞেস করেছিল কোন ক্লাসে পড়? এটাই ওর অপরাধ।
ফায়াজ আলতো হেসে বলল,
“আরে পিচ্ছি কিউট একটা মেয়ে। হাতের কাছে গ্লাস এগিয়ে দিল। আমি না নিয়ে বসে থাকলে কেমন দেখায়?”
মেহের ব্যঙ্গ করে বলল,
“কিউউউট! বাহ! কিউট!”
ফায়াজ ব্যাপারটা এখন ধরতে পারল। মেহের রাগ নয় জেলাস ফিল করছে। ফায়াজ মেহেরকে রাগানোর জন্য বলল,
“হ্যাঁ কিউটই তো। চোখগুলো কত সুন্দর দেখেছো? রাজকন্যা একটা। এই রাজকন্যা একটা রাজপুত্রই পাবে দেখে নিও।”
মেহের ফায়াজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল,
“তুমি বিয়ে করে নিলেই পারতে।”
হাতের কাজ ফেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে লাইট অফ করে দিল।
ফায়াজ মেহেরের পাশে শুয়ে মেহেরের কানের কাছে গিয়ে বলল,
“বিয়ে করতে পারতাম যদি তোমার সাথে বিয়েটা না হতো৷ আগে বলবা না তোমার এত কিউট একটা কাজিন আছে?”
মেহেরের আর সহ্য হচ্ছে না। ফায়াজ বুঝতে পারছে না ওর কষ্ট হচ্ছে। কেন এ-সব বলে কষ্ট দিচ্ছে? সাথে রাগও হচ্ছে৷ ইচ্ছে করছে ওর চুলগুলো সব ছিড়ে ফেলতে।
মেহেরের রিয়েকশন না পেয়ে ফায়াজ বলল,
“কি গো ঘুমিয়ে পড়েছো? আমার তো ঘুম আসছে না। নিকিতাও কি ঘুমিয়ে পড়েছে? নয়তো ওর সাথে গল্প করা যেত।”
মেহের উঠে বসে ফায়াজকে ধাক্কা মেরে ওর চুলগুলো টেনে ধরল। ফায়াজ চিৎকার করে উঠল। ফায়াজ ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। হটাৎ করে এই মেয়ের শরীরে এত শক্তি কোথায় থেকে আসে কে জানে?
“মেহের, চুল ছাড়ো। আরে সব ছিড়ে ফেলছো তো। আমি তো মজা করছিলাম। আর মজা করব না। সত্যি বলছি।”
মেহের তবুও ছাড়ছে না।
“প্লিজ, জান আমার। আহহ। মরে যাব তো।”
মেহের ফায়াজের চুল ছেড়ে দিয়ে আবারও শুয়ে পড়ল অপর পাশ ঘুরে। ফায়াজ যেন মরতে মরতে বাচল। মাথাটা পুরো ধরে গেছে। চুলের গোড়ায় গোড়ায় ব্যথা করছে। ফায়াজ নিজের মাথায় হাত বুলিয়ে মেহেরকে জড়িয়ে ধরল। মেহের কোন রিয়েকশন দিচ্ছে না। রাগ এখনো কমে নি। রাগে শরীর কাঁপছে। চোখ দিয়ে পানি পড়ছে।
“মেহের, আমি মজা করেছি। নিকিতা একটা বাচ্চা মেয়ে। ও তোমার বোন, আমারও বোন। আর আমি কি জানতাম তুমি পানি এনেছো? জানলে আমি আমার মেহেরজানের হাত থেকে পানি না খেয়ে অন্যের হাত থেকে খাব? ইম্পসিবল। তুমি রেগে যাচ্ছিলে তাই তোমাকে রাগানোর জন্য আরো মজা করেছি। আমার এত কিউট একটা বউ থাকতে কাউকে লাগবে না।”
মেহের ফায়াজের দিকে ঘুরে ফায়াজকে জড়িয়ে ধরল।
“এমন মজা করবে না। ভাল্লাগে না।”
“হ্যাঁ মজা স্বরুপ আমার চুলগুলো শেষ করে ফেলেছে। আমার এত স্বাদের চুল।”
“বেশ করেছি। আর কখনো এমন ফাজলামো করলে টাক বানিয়ে ফেলব।”
বিয়ে উপলক্ষে ফাইজা এ বাড়িতে সপ্তাহ খানেক থাকার পর আজ দুদিন ধরে মায়ের কাছে। সকালে ফোন করে জানিয়েছে বিকেল বেলায় আসছে। মেহের কিচেনে গিয়ে রান্নাবান্নার আয়োজন দেখে এল। ফাইজা দুপুরের খাবারের পরেই চলে আসবে। মেহেরের টেনশন হচ্ছে খুব। কারণ ফাইজা মেহেরকে আজ আসার কারণটা জানিয়েছে। আর ওর কারণটা জানার পর থেকেই মাথায় টেনশন ভর করেছে।
মেহের ঠিক করল ফায়াজের বিষয়টা হালকার উপর জানিয়ে রাখবে। যেন উল্টা পালটা রিয়েক্ট না করে।
যেমন ভাবা তেমন কাজ। ফায়াজ বাড়িতেই আছে। মেহের গোসল করতে যাবার আগে ফায়াজের পাশে বসে। ফায়াজ সোফায় আধশোয়া অবস্থায় টিভি দেখছে।
মেহের বসে ফায়াজকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। এভাবে চুপচাপ বসে থাকায় বিষয়টা ফায়াজের চোখে পড়ল।
“কিছু বলবে?”
মেহের আমতা আমতা করে বলল,
“হ্যাঁ তোমাকে কিছু বলার ছিল।”
ফায়াজ মেহেরকে নিজের কাছে টেনে বলল,
“তাহলে বলছো না কেন?”
মেহের আবারও আমতা আমতা করছে। ফায়াজের পূর্ণ মনোযোগ মেহেরের দিকে। মেহের বলল,
“ফাইজা আসছে জানো তো। আর ফাইজা এসে যদি বলে ও আর মা এখন থেকে এখানে থাকবে তাহলে?”
ফায়াজের ফেসের রঙ পালটে গেল। ফাইজা এখানে থাকবে এ নিয়ে ফায়াজের বিন্দুমাত্র সমস্যা নেই। ফায়াজ বরং চায় ফাইজা সব সময় ওদের সাথে থাকুক। কিন্তু ওর মা?
“ফাইজাকে আগেও বলেছি এখানে থাকতে। এ নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু উনি আসবে না।”
“ফায়াজ, এটা মা’য়েরও বাড়ি। তাই তুমি তাকে বাঁধা দিতে পারো না।”
ফায়াজ চোখ মুখ শক্ত করে বলল,
“বউ বউয়ের মতো থাকো। এতো ঘেটো না। আমাকে জোর করিয়ে কেউ কিছু করাতে পারবে না। গট ইট?”( ঝারি মেরে)
ফায়াজের এমন ব্যবহার মেহেরের ভালো লাগল না। কোন কথা না বলে গোসল করতে চলে গেল। ফায়াজ রাগে গজগজ করতে করতে টিভি বন্ধ করে বের হয়ে গেল রুম থেকে।
মেহের আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে আর ভাবছে ফাইজা যখন ফায়াজের সামনে এ কথা বলবে তখন ফায়াজের কি রিয়েকশন হবে।
ফায়াজ মেহেরকে চুল ঝাড়তে দেখে এগিয়ে এল। তখন ঝারি মেরেছে নিশ্চয়ই মন খারাপ। ফায়াজ মেহেরের ভেজা চুলে হাত দিতেই মেহের চুল ঝাড়াা বন্ধ করে দিল। ফায়াজ মেহেরের ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে চুমু খেল। মেহের কোন রিয়েকশন দিচ্ছে না। ফায়াজ আবারও চুমু খেল। তবুও মেহের চুপ। ফায়াজ মেহেরকে নিজের দিকে ঘুরিয়ে বলল,
” কি হয়েছে? ”
মেহের তাচ্ছিল্যের সুরে বলল,
“কি হবে? বউ বউয়ের মতো আচরণ করছি। চুপচাপ স্বামীর ইচ্ছে মেনে নিচ্ছি।”
“মেহের!”
মেহের তোয়ালে রেখে ঘর রেখে বের হয়ে গেল। ফায়াজ পেছনে থেকে বারবার চিৎকার করে মেহেরকে ডাকল। কিন্তু দাঁড়ায় নি।
.
মেহের, ফাইজা আর ওর বাবা এক সাথে বসে কথা বলছে। ফাইজা বারবার মেহেরের দিকে তাকাচ্ছে। মেহের মুচকি হাসল। যার মানে সাহস হারিয়েও না। বলে ফেল।
“পাপা, আমি আজ তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই।”
হটাৎ করে মেয়ের মুখে এমন কথা শুনে চমকে মেয়ের মুখের দিকে চেয়ে আছে।
ফাইজা বাবার চমকানো মুখকে পাত্তা না দিয়ে বলল,
“তোমার আর মমের দেখা হয়েছে এবং তোমাদের মধ্যে কি কথা হয়েছে সেটা আমি জানি। আমি এও জানি তোমরা আবারো একসাথে থাকতে চাও। তোমাদের দু’জনেরই বয়স হয়েছে। তোমরা নিঃসঙ্গতায় ভুগছো। একে অপরকে প্রয়োজন। তোমাদের সমস্যার কারণে এতগুলো বছর আলাদা থেকেছি কিন্তু আর পারছি না। প্লিজ পাপা তোমরা আবারো এক হয়ে যাও৷ এভাবে আর কতদিন? ১৬টা বছর কেটে গেছে। দুজন দুজনকে অনুভব করে কষ্ট পেয়েছো। তবুও দূরে থেকেছো। কেন? আমি এখানে থাকতে চাই। আমি চাই তোমরা আবারও এক সাথে থাকো। আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। যেখানে আমি বাবা-মা, ভাই-ভাবী সবাইকে নিয়ে থাকব।”
ফাইজার কথায় উত্তর দিচ্ছেন না সাফায়েত নওয়াজ খান। তিনিও চান ভাঙা পরিবারটা আবারও জোড়া লাগুক। খিলখিলিয়ে হেসে উঠুক তার পরিবারটা।
ফাইজা মেহেরের দিকে তাকাল। মেহের ফাইজার দৃষ্টি দেখে বলল,
“বাবা, সবকিছু আপনার হাতে। আপনি চাইলেই সব ঠিক করতে পারেন। ফাইজা এখানে থাকতে চায়। ওর নিজের বাড়ি থাকতে কেন অন্য দেশে পড়ে থাকবে?”
ফাইজা কাঁদো কাঁদো হয়ে বলল,
“পাপা, প্লিজ। আমি এখানে থাকতে চাই। প্লিজ। মমও চায়। আমি চাই তুমি মমকে ফিরিয়ে আনো। আমরা আবারো এক সাথে থাকব।”
“যে চলে গেছে সে আবার ফিরে আসতে চায় কেন? সেদিন যাওয়ার আগে তো ভাবে নি।”
ফায়াজের কন্ঠস্বর শুনে সবাই সেদিকে তাকাল। ফায়াজ সিড়ির রেলিঙ ধরে দাঁড়িয়ে আছে।
ফায়াজ ওদের কাছে এসে বলল,
“ফাইজা, তুই এখানে থাকতে পারিস। তোকে আগেও বলেছি। কিন্তু উনাকে আমি এই বাড়িতে দেখতে চাই না। এতবছর পর কিসের টানে ফিরতে চায়? কেন ফিরতে চায়? আমার সুখ সহ্য হচ্ছে না তাই?”
ফাইজা দাঁড়িয়ে বলল,
“ভাইয়া, পুরনো কথা ভুলে যাও। আর এমন মা নেই যে সন্তানের সুখ সহ্য করতে পারে না। ওসব বলে নিজেকে ছোট করো না। মমকে মাফ করে দেও। মম তোমাকে ছাড়া কি ভালো ছিল? আমি দেখেছি মম তোমার জন্য কেমন করেছে। কতটা ছটফট করেছে। কতটা কেঁদেছে।”
“ফাইজা ওসব বাদ দে। আমাকে বুঝাতে আসিস না। উনি আমার কথা ভাবে নি। আমি তার ছেলে। ৯ বছরের ছেলেকে রেখে যে মা চলে যেতে পারে সে মা নামের কলঙ্ক। তাকে আমি মা মনে করি না। তার মা হওয়ার কোন যোগ্যতা নেই। তোর ইচ্ছে হলে আসবি, থাকবি। কিন্তু উনি যেন এ বাড়িতে না আসে। উনি যদি আসে তবে এ বাড়িতে আগুন জ্বলবে। তোর একা আসতে ইচ্ছে না হলে আসবি না।”
ফায়াজের বাবা ওর কথা শুনে ধমকে বলল,
“ফায়াজ, ফাইজা তোমার বোন। আমার মেয়ে। এটা ওরও বাড়ি। এখানে ওরও অধিকার আছে। ভুলে যেও না।”
ফাইজা চোখ মুখ লাল করে চিৎকার করে বলল,
“যথেষ্ট হয়েছে ভাইয়া। যথেষ্ট হয়েছে। তোমার বাড়ি, তোমার ঘর। সব তোমার। তাই সিদ্ধান্ত তোমার। আমি কে? ঠিক আছে আসব না। তোমার বাড়িতে আমি কিংবা আমার মম কেউ আসব না। তুমি একাই সুখে থাকো। থাকো। যে দেশে ভাইয়ের বোনের সুখের চেয়ে নিজের জেদ বেশী হয় সেদেশে আমি থাকতে চাই না। সে ভাই আমার লাগবে না। আমি ইতালিতে ভালো থাকব। থাকো তুমি। আর কখনো আসব না এই দেশে।”
ফাইজার বাবা আহত সুরে বলল,
“ফাইজা! তুমি ওর কথা ধরছো কেন? ওর কথায় ভুল সিদ্ধান্ত নিও না।”
“না পাপা। আমি কারো কথা ধরছি না। আমি রিয়েলিটি তুলে ধরলাম। আমি যাচ্ছি। তোমার ইচ্ছে হলে ইতালি গিয়ে আমাকে দেখে এসো। কেউ যেন ভাইয়ের দাবী নিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা না করে।”
ফাইজা কাঁদতে কাঁদতে দৌড়ে বের হয়ে গেল। ওর বাবা অনেক বার ডাকল কিন্তু থামল না। মেহের ফাইজার পেছনে পেছনে গেল।
ফাইজা গাড়িতে ওঠে বসেছে। মেহের অনুরোধ করছে বারবার।
“ফাইজা, যেও না প্লিজ। আমি কথা বলব ফায়াজের সাথে।”
ফাইজা কাঁদতে কাঁদতে বলল,
“ভাবী তুমি পারবে না। আমি জানি ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। তোমার কথা রাখে। কিন্তু এই বিষয়টা অন্যরকম। ভাইয়া শুনবে না। আমি অনেক আশা নিয়ে এসেছিলাম আজ। ভাইয়া আমার স্বপ্নটা চুরমার করে দিল ভাবি। আমি আসছি। ভুল করলে আমাকে ক্ষমা করে দিও।”
শেষ পাতায় তুমি পর্ব ৪৯
ফাইজা চলে গেল। ফাইজার বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা এভাবে চলে গেল। কি করবে বুঝতে পারছে না। ফাইজা আর ওর মা’কে জোর করে এ বাড়িতে আনতে পারেন। বাড়িটা তার। কিন্তু তিনি জানেন এটা করলে ফায়াজ বাড়ি ছাড়বে। এক দিক গড়তে গিয়ে আরেক দিক ভাঙবে?
মেহের ঘরের দরজা খুলে দেখে ফায়াজ সোফার পাশে মেঝেতে বসে আছে। ওর চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। মেহের আর ভেতরে ঢুকল না। ফায়াজকে বিব্রত করতে চায় না। কিছু সময়ের জন্য একা ছেড়ে দিল। ফায়াজের বাবার ঘরের দিকে গেল।