কৃষ্ণবর্ণের অতিকায় বিশালদেহী পুরুষ। পাহাড়ের চূড়ার মত সুউচ্চ লম্বা ও প্রশস্ত কাঁধের অধিকারী। বিশালদেহী এমন কুচকুচে কালো পুরুষের সাথেই তার বিয়ে হয়েছে। দেখতেই রুচিতে বাঁধছে তার। এ পুরুষকে স্বামী হিসেবে কিভাবে মানবে সে? আর বাকী জীবনটায় বা কিভাবে কাটাবে? এশার ভেতরের সত্তা হাহাকার করে উঠল।